ফুলেল ভালোবাসা
লিখেছেন লিখেছেন গাজী হাসান ২৬ মার্চ, ২০১৩, ০২:০৩:২৫ দুপুর
এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসের একটি হচ্ছে ফুল। শ্রদ্ধা-সম্মান-আন্তরিকতা-ভালোবাসা-শুভকামনা ইত্যাদি প্রকাশের মাধ্যম হিসেবে ফুল ব্যবহার করা হয়। মজার ব্যাপার হচ্ছে, নির্দিস্ট ফুল নির্দিস্ট অর্থ বহন করে। আর এই অর্থগুলো ঐতিহাসিক এবং সার্বজনীন।
লাল ফুল প্রকাশ করে অন্তরের গভীর হতে ভালোবাসা মেশানো আবেগের গভীরতা
দুশ্চিন্তা আর আশঙ্কাকে দূর করে নীল ফুল বুলিয়ে দেয় প্রশান্তির নীরবতা
হলুদ ফুল প্রতীক বন্ধুত্বের...মনে জাগায় সুখ-আনন্দের নিবিড়তা
সবুজ ফুল বহন করে শুভকামনা জোড়ানো প্রকৃতির সজীবতা
বেগুনী ফুল প্রকাশ করে প্রাপ্তি-প্রশংসা-সম্মান-রাজকীয়তা
সাদা ফুল মানেই হচ্ছে মহত্ত্ব-পবিত্রতা-নম্রতা আর উদারতা
কমলা ফুল দিয়ে যায় আত্মবিশ্বাস, সাহস আর জীবনের প্রতি গভীর উচ্চাশা
গোলাপি ফুল হয়ে উদ্দীপক জাগিয়ে দেয় মনে সুখের প্রত্যাশা
বিষয়: বিবিধ
২৭৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন