আসুন দোয়া শিখি এবং দোয়া করি।
লিখেছেন লিখেছেন গাজী হাসান ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩৯:৩৩ রাত
ঐতিহাসিক খন্দকের যুদ্ধের সে ভয়াবহ সময়ে আল্লাহ্র রাসুল সঃ সাহাবীদের যে দোয়া শিখিয়েছিলেন সেই দোয়া করার সময় কি আমাদের এখন সমাগত নয়!! আসুন সেই আল্লাহ ই তো এখনো আছেন।সুতরাং সাহায্য তিনি করবেন তাঁর ওয়াদা অনুযায়ী যদি আমরা সেই সাহাবীদের মত দৃঢ় ঈমানের সাথে দোয়া করতে পারি। দোয়াটি ছিল
أَلَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَآمِنْ رَوْعَاتِنَا
অর্থ- হে আল্লাহ্ ! আপনি আমাদের মর্যাদা রক্ষা করুন এবং আমাদের ভয়-ভীতিকে শান্তি ও নিরাপত্তায় পরিবর্তন করে দিন।
আমিন।
বিষয়: বিবিধ
১৪২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন