মহান আল্লাহ্‌ সুবহানাহু তা'লার স্তুতি (অনুবাদ)

লিখেছেন লিখেছেন গাজী হাসান ২৪ জানুয়ারি, ২০১৩, ০৩:৫৬:০৬ রাত

আজকে পড়ছিলাম আরবী এক কবির কতিপয় পংক্তি।অসম্ভব ভালো লেগেছে, কেননা স্তুতি তো মহান সত্তার যার হাতের মুঠোয় আমার প্রান।যিনি যাকে চান সন্মানিত করেন আর যাকে চান অপমানিত করেন।ত্তার শুকরিয়া আদায় করে কিনারা করা সম্ভব না। তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে। হুবহু অনুবাদ তুলে দিলাম।

আমার যাবতীয় প্রশংসা,স্তুতি ও প্রেম গাঁথা অনন্তকালের জন্য আল্লাহ্‌র সমীপেই উৎসর্গ করছি,

যিনি রাজাধিরাজ যার উপরে কোন উপাস্য নাই এবং যার সমকক্ষ কোন রব নাই।

ওহে মানব জাতি!ধ্বংসের হাত থেকে তুমি বেঁচে থাক।

আল্লাহ্‌ থেকে কোন কিছুই গোপন রাখার সাধ্য তোমার নাই।

আর আল্লাহ্‌র সাথে অন্যকে অংশীদার স্থাপন করা থেকে বেঁচে থাকা তোমার একান্ত প্রয়োজন।

হেদায়াতের পথ আজ একেবারেই সুস্পষ্ট।

প্রভূ! তোমার রহমতই আমার কাম্য, তুমিইতো আমার উপাস্য।

হে আল্লাহ!তোমাকেই আমি রব বলে গ্রহন করে নিয়েছি, তোমাকে ছাড়া অপর কারো উপাসনা করতে তুমি আমায় দেখবে না।

তুমি তো সেই সত্তা, যিনি আপন দয়া ও করুনায় মুসা(আ)কে আহবানকারী রাসুল বানিয়ে প্রেরন করেছো।আর তাকে বলে দিয়েছো হারুন(আ)কে নিয়ে তুমি অবাধ্য ফিরআউনের নিকট যাও এবং তাকে আল্লাহ্‌র প্রতি আহ্বান কর।

আর তাকে জিজ্ঞেস কর, তুমি কি স্থির করেছো এ পৃথিবীকে কীলক ব্যতীত?

তুমিই কি উর্ধ্বে স্থাপন করেছো আকাশমন্ডলীকে স্তম্ভ ব্যতিরেকে?

রাতের আধারে পথের দিশারী এ উজ্জ্বল চন্দ্রকে আকাশের মাঝে স্থাপন করেছো কি তুমিই?

প্রভাতকালে সূর্যকে কে প্রেরন করে, যা উদয় হয়ে পৃথিবীকে করে দেয় আলোকময়?

বল, কে মাটির মধ্যে বীজ অংকুরিত করে উৎপন্ন করে তাজা শাক সব্জি ও তরিতরকারী?

এতে বহু নিদর্শন রয়েছে তাঁর জন্য যে বুঝতে চায়।

আর তুমি নিজ অনুগ্রহে মিক্তি দিয়েছো ইউনুছ(আ)কে।অথচ সে মাছের উদরে কাটিয়েছিলো কয়েকটি রাত।

প্রভূ আমি যদি তোমার মহিমা ও পবিত্রতা ঘোষনা করতে যাই তাহলে তো তোমার অনেক অনেক মহিমার কথা বলতে হয়, তবে তুমি যদি মাফ করে দাও তাহলে ভিন্ন কথা।

ওহে মানুষের প্রভূ!আমার উপর বর্ষন করো তুমি তোমার অপার দয়া ও করুনার বারিধারা

আর বরকত দাও আমার সন্তান সন্ততি ও ধন দৌলতে।

বিষয়: বিবিধ

১৩০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File