বিলাতের সাতকাহন-১

লিখেছেন লিখেছেন আহমেদ নিজামী ১৬ জানুয়ারি, ২০১৩, ০৮:৩১:০৩ সকাল



মনোগ্রাম

বাংলাদেশে যাদের জন্ম,১৯৫০ এর আগে,এবন্গ যারা সংগীতপ্রেমী তাদের অনেকরই কাছে HMV বা His Masters voice নামটির সাথে জড়িয়ে আছে এক ধরনের আবেগ জড়িয়ে আছে।তাদের তারুণ্যর উচ্চ্ছল দিনগুলোতে প্রথম শোনা গান ছিল, HMV এর লং প্লে। স্মৃতিতে হয়ত এখনো উজ্জ্বল আছে কুকুরের ছবিওয়ালা সেই বিখ্যাত মনোগ্রাম।

বাংলাদেশের অনেক সংগীতপ্রেমী হয়ত জেনে কষ্ট পাবেন,ব্রিটেনের বিখ্যাত এইচ এম ভি (মিউজিক এন্কোড মুভি চেইন কোম্পানী) ৯২ বছর পর,দেনার দায়ে বন্ধ হতে চলেছে, মূলত আজ ১৫ ই জানুয়ারী এটি ছিলব্রিটেনের অন্যতম খবর।১৯২০ সলে প্রতিষ্ঠিত এ কোম্পানীর ২৩৯ টি শাখার মধ্য অর্ধেকের ও বেশী বন্ধ হয়ে যেতে পারে,চাকরী হারাতে পারে ৪১২৩ জন কর্মী।



কেন বন্ধ হলো?

উৎসুক পাঠকদের জন্য ডাটা দেয়া হলো

মূলত ২০০৮ সালে শুর হওয়া বিশ্বব্যাপী মন্দার ঝড় ,ব্রিটেনের ব্যবসা জগত কে ভালোমতই পেয়ে বসেছিলো, এই ঝড়ে উড়ে যায় বহূ প্রতিষ্ঠিত বনেদী কোম্পানী,সাম্প্রতিক কালে এই ঝড়ের শিকার হ্য়,ইলেকট্রিক্যাল কোম্পানী কমেট, ক্যামেরা কোম্পনী "জেসপ"।

তবে এইচ,এম ,ভি এর জন্য লড়াই টা ছিলো আরো কঠিন,অর্থনৈতিক মন্দার সাথে তাকে লড়তে হয়েছে অনলাইন মিউজিক কোম্পানীর সাথে।

তার সাঠথ যোগ হয়েছিল সুপারমার্কেট গুলোর আগ্রাসী ভুমিকা, হেন কোন জিনিস নেই ,যেটা সুপারমার্কেট কোম্পানীগুলো করছে না। একটু বুঝিয়ে বলা যাক, আগে সুপারমার্কেট গুলোর প্রডাক্ট ছিলো মানুষের বেসিক নীড বেইজড,যেমন গ্রোসারী আইটেম,ফুড আইটেম। কিন্তু সাম্পতিক কালে রিটেইল ব্যান্কিং,ক্রেডিট কার্ড,ইলেকট্রিক্যাল ,ফার্ণিচার কোন কিছুই বাদ যাচ্ছে না। এবন্গ এ কোন জিনিসের উৎপাদন খরচ ও কমিয়ে আনা সম্ভব তাদের পক্ষে।বড় ধরনের সেট আপ থাকার কারণে সুপারমার্কেট গুলো ,অ্যাডরভার্টাইজিং থেকে মার্কেটিং সবকিছুতে একধরনের তুলনামূলক সুবিধা পেয়ে থাকে।

এইচ,এম,ভি এর ইতিহাস:

১৯২০ সালে Sir Edward Elgar , লন্ডনের অক্সফোর্ড স্ট্রীটে স্টোর খোলার মধ্য দিয়ে এটি যাত্রা শুরু হয়।১৯৮০ সালে এটি কম্প্যাক্ট ডিস্ক বা সি ,ডি বিক্রি শুরু করে।২০০০ সালে এমপিথ্রি যুগ শুরু হ্য়,২০১০ সালে ডিজটাল মিউজিক এর কারণে এইচ, এম,ভি এর বিক্রি কমে যায় নাটকীয় ভাবে।

রিটেইল চেইন এর ভবিষ্যত:

যুক্তরাজ্য রিটেইল সেক্টরে এ কাজ করে ৩০ লাখ চাকরীজীবি,তাই এর ভাবিষ্যত সাথে এর অর্থনীতি ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে, তবে ওধ হয় খুব বেশী আশার বাণী নেই,

বিশেজ্ঞদের মতে আরো ১০০টি বিটাইল চেন ঝুকিপূর্ণ আছে।

Ref. :BBC,Guardian,Telegraph.

বিষয়: আন্তর্জাতিক

১৪১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File