বিশ্বের প্রথম পাতাল রেলের ১৫০ বছর পূর্তি!

লিখেছেন লিখেছেন আহমেদ নিজামী ১৩ জানুয়ারি, ২০১৩, ০৮:২৯:৪০ সকাল



পাতাল রেলের এই লোগো টির প্রচলন হয় ১৯০৮ সালে।

লন্ডনে আসার পর যে জিনিসটি দেখে আমি বিস্ময়ে অভিভূত হয়েছিলাম,তা ছিলো লন্ডন টিউব বা পাতালরেল।পুরো লন্ডনের মাটির নীচে জালের মতো ছড়িয়ে আছে পাতাল রেলের নেটোয়ার্ক।১৮৬৩ সালের ৯ জানুয়ারি লন্ডন টিউব রেলওয়ে চালু হয়,বস্তুত সেটাই ছিল বিশ্বের প্রথম পাতাল রেল,উদ্বোধনের পর দিন অর্থাৎ ১০ জানুয়ারি প্রথম যাত্রী পরিবহন শুরু হয়।

আর গত বুধবার ৯ ই জানুয়ারী ছিলো এর ১৫০ বছর পূর্তি।

বছরে এটি ১ দশমিক ২ বিলিয়ন যাত্রী পরিবহন করে, দৈনিক ৩০ লাখ যাত্রী এটি ব্যবহার করে।মস্কো এবং প্যারিস এর পর এটিই ইউরোপে ৩য় ব্যাস্ততম মেট্রো সিস্টেম।

পুরো ল্ন্ডন জুড়ে আছে ২৭০টি স্টেশন এবং প্রায় ৪০২ কিলোমিটার রেল ট্র্যাক।



১৯১২ সালে রেল ট্র্যাক এক্সটেনশন এর জন্য মাটীর নিচে দেয়াল ভান্গা হচ্ছে

প্রথম টিউব লাইন টি নির্মিত হয়, The Metropolitan Railway.নামক একটি প্রাইভেট কোম্পানীর অর্থায়নে।তবে তার আগে ১৮৫৫ সালে পাতাল রেল নির্মাণের সিদ্বান্ত সংসদে অনুমোদিত হয়।যদিও ১৮৩০ সালে পাতাল রেল নির্মাণের প্রস্তাব ওঠে কিন্তু ১৮৫০ সাল পর্যন্ত এটা তেমন সিরিয়াসলি ভাবা হয়নি।



১৮৬১ সালে কিংস ক্রস স্টেশনের কাছে মেট্রোপলিটন রেল নির্মাণের চিত্র

মূলত অর্থসংস্হানের অভাবে পাতাল রেল নির্মাণে বিলম্ব হয়, কিন্তুএর স্বপ্নদ্রষ্টা চার্লস পিয়ারসন এর ব্যাপক লবিং পাতাল রেল নির্মাণের গতি ত্বরাণ্বিত করে, City of London Corporation এ সলিসিটর হিসাবে কর্মরত এই ব্যাক্তি কখনো সরাসরি কখনো মেট্রো রেল পরিচালনার দায়িত্বে ছিলেন না।তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যাক্তি ও সংস্হার কাছে পাতাল রেলের ধারণাকে গ্রহণযোগ্যা করে তুলেন।

১৮৬০ সালের ফেব্রুয়ারী মাসে চীফ এনজিনিয়ার জন ফউল এর তত্ত্বাবধানে নির্মাণ কাজ শুরু হয়। আর কাজ শেষ হওয়ার আগেই মারা যান স্বপ্নদ্রষ্টা চার্লস পিয়ারসন।

বিভিন্ন ধাপে ধাপে প্রায় ২১ বছর সময় লাগে ,সেন্ট্রাল লন্ডনের ইনার সার্কল রেল লাইন সম্পূর্ণ নির্মাণ করতে।



ক্যানারি হোয়ার্ফ স্টেশন

আত্মহত্যা ও পাতালরেল:

বর্তমানে বছরে প্রায় ৫০ জন ব্যাক্তি পাতাল রেলে আত্মহত্যা করা থাকেন।

প্রথম বিশ্বযুদ্ব,পাতাল রেল ও নারী:

প্রথম বিশ্বযুদ্বে পাতাল রেলে স্টাফ ঘাটতি দেখা দিলে তা পূরণ করার জন্য নারী স্টাফ নিয়োগ দেয়া হ্য়।৬ ই জুন ১৯১৫ সালে ' মেইদা ভেইল' স্টেশন যখন ওপেন করা হর তখন এই স্টেসনের সব স্টাফই ছিলেন নারী। আর ১৯১৭ সালে মোট নারী স্টাফের সংখ্যা দাড়ায় ৫৫২ তে।

আর ১৯৭৮ সালে "হান্না দাদ " নিয়োগ পান প্রথম লন্ডন আন্ডারগ্রাউন্ড নারী রেল ড্রাইভার হিসেবে।

আর তিনজন শিশু জন্মগ্রহণ করে পাতাল রেলে,সর্বশেষ শিশুটি জন্ম নেয় ২০০৮ সালের ডিসেম্বরে

টিউব ম্যাপ:

বর্তমান টিউব ম্যাপটির ডিজাইন করেছিলেন ১৯৩১ সালে ,আর তার জন্য তাকে প্রদান করা হয়েছিল ১০ গিনি বা বর্তমান কালের ১০,৫ ব্রটিশ পাউন্ড বাংলাদেশী টাকায় ১৩০ টাকা!

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্বে বোমার হাত থেকে বাচার জন্য শহরের অধিবাসীরা পাতাল রেলের স্টেশনগুলোতে আশ্রয় নিত।



১৯৪০ সালে এয়ার রেইড থেকে বাচতে আশ্রয় নেয়া শিশুগুলোকে রেলট্র্যাকের উপর দোলনা খাটিয়ে ঘুম পাড়ানো হচ্ছে।

বিষয়: বিবিধ

১৪০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File