ব্রিটেনের পরিবর্তিত চেহারা-২
লিখেছেন লিখেছেন আহমেদ নিজামী ১২ জানুয়ারি, ২০১৩, ০৬:৫৮:১০ সকাল
ইংল্যান্ড এন্ড ওয়েলস এ মুসলিম বৃদ্বির হার শতকরা ৮০ ভাগ :
রিজেন্ট পার্ক মসজিদ,সেন্ট্রাল লন্ডন
ইংল্যান্ড এন্ড ওয়েলস এ গত এক দশকে সবচে বেশী বেড়েছে মুসলিমদের সংখ্যা।২০০১ সালে , মুসলিমদের সংখ্যা ছিলো ১দশমিক ৫ মিলিয়ন আর ২০১১ সালে তা বেড়ে দাড়ায় ২.৭ মিলিয়ন বা ২৭ লক্ষ।
সেন্ট পল'স ক্যাথেড্রেল,লন্ডন
আর সবচে মজার ব্যাপার হলো, খ্রিষ্ঠান রা যেখানে নানা উপায়ে আমাদের দেশে তাদের সংখ্যা বৃদ্বি করার চেষ্ঠা করছে সেখানে খোদ ইংল্যান্ডে তাদের সংখ্যা কমছে আশ্চর্য্জনক ভাবে!
২০০১ সালে খ্রিষ্ঠানের সংখ্যা ছিলো ৩৭ দশমিক ৩ মিলিয়ন, আর ২০১১ সসালে তা কমে দাড়ায় ৩৩ দশমিক ২ মিলিয়ন,মোট কমেছে ৪ .১ মিলিয়ন।
ধর্মবিশ্বাসীদের সংখ্যা বাড়তি-কমতি'র বিপরীতে আরো একটি চিত্র আছে, আর তা হলো ধর্মবিশ্বাসহীন মানুষের সংখ্যা বেড়েছে জ্যামিতিক হারে ২০০১ সালে তাদের সংখ্যা ছিলো ৭দশমিক ৭ মিলিয়ন বা ৭৭ লক্ষ আর ২০১১ সালে তা গিয়ে দাড়ায় ১কোটি ৪১ লক্ষ তে।
অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্হা ?
এবার দেখা যাক অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্হা ,
প্রথমে ইহুদী,এক দশকে ৩ হাজার ইহুদী বেড়েছে তাদের বর্তমান সংখ্যা ২,৬৩০০০।
শিখ:
আগে ছিলো ৩,২৯০০০ আর ২০১১ সালে ৪ লক্ষ ২৩ হাজার।
বুড্ডিষ্ট:
২০০১ সালে ছিলো ১ লক্ষ ৪৪ হাজার,আর বর্তমানে ২ লক্ষ ৪৮ হাজার
হিন্দু:
সর্বশেষ গণনা অনুযায়ী,৮ লক্ষ ১৭ হাজার ২০০১ সালে ছিলো
৫,৫২০০০
source:TheTimes,Dec12.2012
বিষয়: আন্তর্জাতিক
১০৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন