একটি অসমাপ্ত রাজনৈতিক বৈঠক(স্বপ্নে প্রাপ্ত)

লিখেছেন লিখেছেন আহমেদ নিজামী ১২ এপ্রিল, ২০১৩, ০৩:২৬:১৭ রাত

এইমাত্র কারাগারে বি এন পি কেন্দ্রীয় নেতারা খবর পেলেন মাহমুদুর রহমান এ্যারেস্ট হয়েছেন।ফখরুল কে কিছুটা চিন্তিত দেখাচ্ছে, বিষন্নে বদনে মওদুদের কাছে যেতে চাইলেন,যেতে হলো না মওদুদ এগিয়ে এসে কোলাকুলি করলেন,ভ্যাবাচ্যাকা খেয়ে মওদুদ এর চেহারার দিকে তাকালেন পরিশ্কার একটা রোশনাই খেলা করছে।

আরেকটু এগিয়ে সেলের অন্য কোণে কেন্দ্রীয় নেতাদের জটলা দেখতে পেলেন সবাই খোশ মেজাজে গল্প করছে বেশ ঈদ ঈদ ভাব।

সাবেক এক প্রভাবশালী মন্ত্রী ,যিনি কিনা কেন্দ্রীয় নেতা ও বটে,

সহাস্য জিগ্গেস করলেন ফখরুল কে

শুনেছেন?ব্যাটা কে তো ধরছে

ফখরুল: কে ?জ্বি

আরেক নেতা :ব্যাটা বলদ, এবার যদি তেল টা একটু কমে।সবকিছুতে বেশি বোঝা স্বভাব।

ফখরুল: ভাই কিছুই তো বুঝতে পারতেছি না

মওদুদ: ভাই, এই দেখেন এখন দু দিন পর পর হরতাল ডাকতে হয়, আর হরতাল ডাকলে ই তো হয় না, ঘন্টার পর ঘন্টা কেন্দ্রীয় অফিসের সামনে এ বইসা বইসা বাদাম চিবাই চিবাইতে হয়,কাজ কাম বাদ দিয়া। তার উপর ম্যাডাম এর গুতানি কর্মী রা মাঠে নাই কেন? আমাদের পোলাপাইন মাঠে নামার দরকার কি? মরলে শিবির এর গুলাই মরুক।

ফখরুল: হুম

মওদুদ: এ সব যে ঝামেলা হরতাল ডাকো, মাঠে থাকো এ সবের জন্য কিন্তু ঐ বলদ টা দায়ী।

ফখরুল: জ্বি ,কে ?

ঐ ব্যাটা মাহমুদুর, ব্যাটা দুদিন পর পর একটা একটা কাহিনী বাইর করে আর হইচই,শাহবাগে কাহিনী টারেই ধরেন, আমরা তো সমর্থন দিয়া দিছিলামই, ম্যাডাম ও একপ্রকার রাজী।

কইত্থেকা বাইর করলো হেরা নাস্তিক,,গেলো হুজুর রা গরম হইয়া, আমরা পরলাম মাইনকা চিপায়, আবার হরতাল ডাকো,,

ফখরুল:কিন্তু আমরা তো বিরোধী..

মাঝখানে আরেক নেতা ফোড়ন কাটে" বুঝলেন ফখরুল ভাই রাজনীতি টা হইলো পুরাই পলিটিকস"

ফখ: না বলছিলাম সরকার তো জুলুম করছে

হ্যা করছে তো আপনার প্রবলেম কি? আরে মিয়া কচুটা বোঝেন পলিটিকস,সরকার তো জুলুম করছে বলেই আগামী নির্বাচনে আমাদের নিশ্চিত জয়, আর ম্যাডাম তো দিল্লি গিয়া দাদার সাথে কথা ফাইনাল কথা দিয়া রাখছেই,চিন্তা কি?

আমার তো মনে লয়, আগামীবার জিতলে মন্ত্রীসভা ওপারের বড়দাদাই ঠিক করবো। আপনি চাইলে আপনার ব্যাপার এ হাইকমিশনার লগে একটা কথা বইলা রাখতে পারি, এই ধরেন

ফরেন টাই আপানরে দিয়া দিল।

ফখ:না আমি ভাবছি বিরোধীদল হিসাবে আমাদের একটা ভুমিকা আছে না? জন গণের কাছে একটা জবাবদিহিতা আছে।

এবার এগিয়ে এলেন এক সাবেক বামপন্হী এক কেন্দ্রীয়;ঝানু রাজনীতিক

আপনারে ভুমিকা রাখতে মানা করছে কে ? জামায়াত হরতাল দিলে সমর্থন দিবেন,অফিসের সামনে বইসা বাদাম চিবাইবেন, আর পুলিশ বেশী ঝামেলা করলে অফিসে ঢুইকা তালা দিবেন।

ফখ:তো রাজপথে.

ক্যান চিবির এ্যার পোলাপাইন আচে না,হ্যার মরলে নাকি বেহেসতে ভি যায় ,তো যাউকগা( এবার জবাব দিলেন পুরান ঢাকার থানা সভাপতি।

ফখ: তা তো বুঝলাম, কিন্তু আমরা বের হবো কি করে জেল থেকে।

হে: হে: ফখরুল ভাই, শরীরের সব ধরনের চুল পাকাই ফালাইলেন, কিন্তু পলিটিকস টা বোঝলেন না!

জেক থেইকা বাইর হোনের দরকারটা কি?

বুড়া হইছেন ,কয়দিন আরাম করেন,ার আমরা তো ডিভিশন পামু, কয়টা দিন সুখ করেন..

সবাই তো আছি,কয়টা দিন এক লগে থাকি. ,

এই সময় হঠাত আমার শরীরে টান অনুভব করি,দেখি বৌ এর চিল্লাচিল্লি শুর হয়ে গেছে, এই ওঠো ,কাজে যাবা না?

বি:দ্র: (এটা একটা অসমাপ্ত স্বপ্ন,নামধাম কারো সাথে মিলেগেলে কাকতাল মাত্র।)

বিষয়: বিবিধ

১৪১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File