আমরা করবো জয়

লিখেছেন লিখেছেন আফরোজা হাসান ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৪৫:৩৫ সন্ধ্যা



নিজ প্রবৃত্তিকে জয় করার মিশন যদি থাকে মনে



লক্ষ্য পূরণে মন দিতে হবে সবার আগে জ্ঞানার্জনে



কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলতে হবে একসাথে



পরিপক্কতা হাসিল করতে হবে জ্ঞানে-বিজ্ঞান, সাহিত্যে-সংস্কৃতিতে



জ্ঞানার্জনই পারে দূর করতে সর্ব অপচ্ছায়া, অবাস্তবতা



আত্মিক উন্নতি সাধনে লাগবে মনের একাগ্রতা



তবেই সম্ভব সময়ের সাথে কদম মিলিয়ে চলা



হাসি-আনন্দের জোয়ারে ভাসবে আবার জীবন ভেলা

বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File