আপনার সন্তান আপনার ভবিষ্যৎ....

লিখেছেন লিখেছেন আফরোজা হাসান ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৪৪:৩৪ সকাল



বর্তমান এই বৈরী সময়ে ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের পথে চলতে উৎসাহিত করাটা সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে। তাই পারিবারিক অঙ্গনেও এই চেষ্টাটা থাকা উচিত। কারণ পারিবারিক সুশৃঙ্খল পরিবেশ-পরিস্থিতির মধ্যে যদি শিশুরা বড় হয় তাহলে তাদের মধ্যে ব্যক্তিত্ব ও মানবিক মূল্যবোধের পরিপন্থী কোন আচরণ ঢোকে না। তাই পারিবারিক পরিবেশে ন্যায়, নিষ্ঠা, অধ্যবসায়, সত্যবাদিতা, সহমর্মিতা, স্বাস্থ্য-সচেতনতা, জ্ঞানানুরাগ এবং ধর্মীয় অনুশাসন ও রীতিনীতির মধ্যে শিশুদের বড় করে তুলতে হবে। কেননা মানবজীবনকে সৌন্দর্যমণ্ডিত করে তুলতে এবং সত্যিকার মানুষ হতে প্রয়োজন নৈতিক মূল্যবোধ। দরকার মনুষ্যত্ব অর্জন। নীতিবানের সংজ্ঞায় পড়েছিলাম, সত্যকে যে সত্য বলে, অন্যায়কে অন্যায় বলে এবং ন্যায়–অন্যায় ও সত্য-মিথ্যার ভেদাভেদ জেনে, বুঝে এবং মেনে চলে সেই হচ্ছে নীতিবান। নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত এবং অনুসৃত জীবনের মূল্যবোধকে নৈতিকতা বলে। আর শোভন রীতিনীতি ও আদর্শ অনুসারী জীবনচর্চার অভিব্যক্তি হচ্ছে নৈতিক মূল্যবোধ।

অভিজ্ঞতা থেকে এমনটাই দেখেছি যে, বাচ্চাদেরকে যদি সুন্দর কোন কথা বলা হয়, ওরা চোখ বড় বড় করে মুগ্ধ চোখে তাকায়। একই কথা বড়দেরকে বললে চোখ সরু করে বুঝতে চেষ্টা করে, এত সুন্দর করে কথা বলছে কোন উদ্দেশ্য নেই তো পেছনে? বাচ্চারা অতিরিক্ত আন্তরিকতা দেখলে খুশি হয় আর বড়রা দ্বিধায় পড়ে যায়। তাই যে কোন কিছু বাচ্চাদেরকে বোঝানো ও শেখানো অনেক বেশি সহজ। কারণ বাচ্চারা বিচারক হয়ে বিচার করতে বসে না, সমালোচক হয়ে সমালোচনা করে না। আর শিশুদের মন যেহেতু পবিত্র সেহেতু নিন্দা, গীবত বা অপবাদের স্বীকারও হতে হয় না। তাই শুদ্ধ ও সুন্দর এক পৃথিবী গড়ার যে স্বপ্নটা আমি দেখি তা শিশুদেরকে ঘিরেই। কিন্তু শিশুরা তখনই পৃথিবীকে নতুন করে গড়ে তুলতে পারবে যখন ওদের মানসিক ও আত্মিক বিকাশ যথাযথ হবে। তখনই ওরা সাজাতে পারবে স্বপ্নিল ভুবন যখন ওদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হবে। এই স্বপ্ন পূরণের ইচ্ছে থেকেই আমার কলম হাতে তুলে নেয়া।

ঘাসের ডগায় শিশির বিন্দুর স্বচ্ছতা, জোছনার মায়াবীয়তা, রোদের হাসি, বর্ষার আকুলতা, রংধনুর বর্নালী ছটা, বাবা-মা ও সন্তানদের বন্ধনের মধ্যে মনেহয় এইসব সৌন্দর্য আছে। আছে রক্ত ও মমতার বন্ধনের নিজস্ব কিছু সৌন্দর্যও। এই সম্পর্কের মধ্যে ঘটে ভালোবাসা-ত্যাগ ইত্যাদি আবেগের জীবন্ত প্রকাশ। নিদিষ্ট কোন কারণ ছাড়াই একে অন্যের সংস্পর্শে হাসি-খুশি-আনন্দে মেতে থাকাও এই বন্ধনের সৌন্দর্যেই এক রূপ। কি অদ্ভুত এই আকর্ষন! অন্যের খুশির জন্য নিজের খুশি ছেড়ে দেবার কি তীব্র আকাঙ্খা ছড়ানো এই বন্ধনের মাঝে! ভালোবাসার কি মায়া কাড়া অভিব্যক্তির প্রকাশই ঘটে চলে এই সম্পর্কের ভাঁজে ভাঁজে। সন্তানের সুখী ও সুন্দর ভবিষ্যতের আশায় বাবা-মা অবলীলায় যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন। কিন্তু বেশির ভাগ সময়ই বাবা-মায়েরা সন্তানদের আসল ভবিষ্যৎ অর্থাৎ, পরকালের কথা ভুলে যান। যারফলে শুধু যে সন্তানদের পরকাল ঝুঁকির সম্মুখীন হয় সেটিই নয়, দুনিয়ার জীবনেও ভুল পথে চলা সহজ হয়ে যায়।

বাবা-মার সাথে যদি বাচ্চাদের খুব সুন্দর একটা সহজ সরল বন্ধুত্বপুর্ন সম্পর্ক থাকে। খুব আন্তরিক একটা ভালোবাসা মেশানো শ্রদ্ধাবোধ যদি বাবা-মায়েরা সন্তানদের মনে জন্ম দিতে পারেন তাহলে বাচ্চাদের গড়ে তোলাটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর এই কথাটি দেশ-বিদেশ সবজায়গাতেই সমান ভাবে প্রযোজ্য। তবে এটি কেবল মাত্র তখনই সম্ভব যখন আমরা বাবা-মায়েরা বাচ্চাদের সঠিক জীবনবোধ দিতে পারবে। ওদেরকে জাগ্রত বিবেকের আলোয় আলোকিত পথে চলতে শেখাতে পারবে।আর এরজন্য সবার আগে প্রয়োজন বাবা-মাদের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন। আমি মনেকরি বাচ্চাদেরকে যদি শুধু একটি বাক্য অর্থসহ শেখানো যায় তাহলেই তারা সমস্ত বৈরিতা তুচ্ছ করে নিজ প্রবৃত্তিকে জয় করতে পারে। “তুমি মুসলিম” এই একটি বাক্যটির প্রকৃত উপলব্ধিই যথেস্ট যে কোন মানুষকে সমস্ত দীনতা-হীনতা, স্বার্থপরতা, অপবিত্রতা থেকে মুক্ত রাখার জন্য। ইসলাম সেই ধর্ম যার মধ্যে শুধু আছে কল্যাণময়তা। আর ইসলাম তথা শরীয়তের পুর্ন জ্ঞান হচ্ছে মানুষের রক্ষা কবজ।আর বাচ্চাদের মনে এই জ্ঞান ঢোকানো কোন কঠিন কিছুনা। বাচ্চাদের মন হচ্ছে পানির মতো। যে পাত্রে রাখা হবে তারই আকার ধারণ করবে।

ব্যক্তিজীবনে আমি আপ্রাণ চেষ্টা করি আমার সন্তানকে ইসলামের আলোকে গড়ে তুলতে। বইটি মূলত সেসব অভিজ্ঞতার সমন্বয়। কিছু শুভাকাঙ্ক্ষী বোনের হাত ধরে অনলাইন জগতে প্রবেশ করেছিলাম। তাদের উৎসাহে লিখতে শুরু করেছিলাম নিজের অভিজ্ঞতাগুলোকে। এসবি ব্লগ দিয়ে অনলাইনে যাত্রা শুরু করলেও বিডিটুডে ব্লগ কাছে টেনে নিয়েছিল আপন আলোয়। ক্রমাগত উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়ে গিয়েছেন শুভাকাঙ্ক্ষী ব্লগার ভাই ও বোনেরা। যা আমাকে নিজ অভিজ্ঞতা তুলে ধরতে সাহসী ও উৎসাহী করেছে। লেখিকার কথা লিখতে গিয়ে বেশ বিপদেই পড়তে হয়েছে আমাকে। কারণ লেখিকা হবার কোন স্বপ্ন ও ইচ্ছা কখনোই আমার ছিল না। জীবনকে ঘিরে নানাধরণের পরিকল্পনা আছে কিন্তু লেখিকা হবার ভাবনা সেখানে নেই। বই প্রকাশের পথে প্রথম কদম রাখতে গিয়ে আজ তাই আবারো উপলব্ধি করলাম যে, জীবনকে ঘিরে আমাদের হাজারো পরিকল্পনা থাকতে পারে। কিন্তু বাস্তবায়িত সেটাই হয় সেটি আল্লাহর পরিকল্পনা থাকে।

এই বইটি প্রকাশের পিছনে সবচেয়ে বেশি অবদান আমার কয়েকজন বোনের। যারা সারাক্ষণ তাগাদা না দিলে হয়তো এখন অন্তত এই পথে পা বাড়াতাম না আমি। শ্রদ্ধেয় ইসহাক খান ভাইয়াকে আন্তরিক ধন্যবাদ। কারণ তিনি নিজ থেকে বই প্রকাশের উদ্যোগ না নিলে এবং আমাকে নতুন করে লিখতে হবে না ব্লগের লেখাগুলো একসাথ করে দিলেই হবে, এই ভরসা না দিলে হয়তো এখন বইটি বের করা সম্ভব হত না। আল্লাহ সুবহানাহুওয়াতায়ালা দুনিয়া ও আখিরাতে উনাদের সবাইকে উত্তম প্রতিদান দিন।

পরিশেষে আমার আজকের এই পর্যন্ত আসার পেছনে পরিবার ও পরিবারের বাইরে, পরিচিত-অপরিচিত যারা আমার জন্য দোয়া ও শুভকামনা করেছেন, যারা অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছেন,গঠনমূলক সমালোচনা ও সুপরামর্শ দিয়েছেন,তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা, দুআ ও সালাম। আল্লাহ সুবহানাহুওয়াতায়ালা সবাইকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবী দান করুন। আমীন।



বিষয়: বিবিধ

২৮৯৩ বার পঠিত, ১০৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261545
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৯
আওণ রাহ'বার লিখেছেন : আলহামদুলিল্লাহ বইটির আউটলুকটা বেশ ভালো হয়েছে।
আলহামদুলিল্লাহ বইটি অবশেষে পেতে যাচ্ছি।
আলহামদুলিল্লাহ আপুর নতুন পোষ্ট দেখে ভালো লাগছে।
অভিনন্দন আপু বইটির সফলতা কামনা করছি দুনিয়াতে এবং আখিরাতে।
জাজাকাল্লাহ ।
Good Luck Good Luck Happy
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৬
205735
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : আপু দাওয়াত খাওয়াতে ব্যস্ত এখন। স্পেন ফিরে যাবার আগে আর আসছে না এই দিকে Don't Tell Anyone
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৮
206746
নোমান২৯ লিখেছেন : কিভাবে সংগ্রহ করব ?চট্টগ্রামের কোন লাইব্রেরিতে পাওয়া যাবে ?
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৪
209300
আফরোজা হাসান লিখেছেন : শুকরিয়া আওণ। বই কি হাতে পেয়েছেন?
261550
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৫
কাহাফ লিখেছেন : "জীবন কে ঘিরে হাজারো পরিকল্পনা থাকতে পারে,কিনতু বাস্তবায়িত সেটাই হয় যা আল্লাহর পরিকল্পিত থাকে।" অসাধারণ অভিব্যক্তি মুলক সুন্দর উপস্হাপনা। "আমাদের সন্তান-আমাদের ভবিষ্যত" নামক বইটির সাথে সংশ্লিষ্ট সকলকেই পরম করুণাময় আল্লাহ দুনোজাহানে কামিয়াবী দান করুন...আমিন। Rose Rose Rose Thumbs Up
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৫
209301
আফরোজা হাসান লিখেছেন : আমীন। জাযাকাল্লাহু খাইরান। Praying Praying
261581
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০১
সন্ধাতারা লিখেছেন : Chalam apuji. Congratulations from the core of my heart. May Allah gives you more strength and will force to write more and more. Jajakallahu khair.
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৬
209302
আফরোজা হাসান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক শুকরিয়া আপু। বারাকাল্লাহু ফীক Happy
261585
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৮
পবিত্র লিখেছেন : আপনার বই দেখে অনেক খুশী হলাম! MOney Eyes
অন্নেক দিন পর আপনাকে ব্লগে পেয়ে ভীষণ ভালো লাগলো! Happy Happy
অভিনন্দন ও শুভ কামনা রইল আপু! Rose Rose

১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৬
209303
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া আপু।Happy
261618
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২২
আবু নাইম লিখেছেন : খুব ভাল লাগল। আল্লাহ আপনাকে আরও সফলাত দান করুন। আমিন। আমিন।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৬
209304
আফরোজা হাসান লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান। Praying Praying
261637
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি বেশ কয়েকবার চেষ্টা করছি সুন্দর একটা কমেন্ট করার জন্য, কিন্তু কেন জানি কোন মন্তব্য আসতেছে না। Sad Sad Surprised Surprised আমার জন্য দোআ করেন প্লীজ।

০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৪
205732
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : ফী আমানিল্লাহ Praying Praying Praying
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৭
209305
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক দোয়া রইলো। তুমিও দোয়া করো আমাদের জন্য। Happy
261649
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৭
বুড়া মিয়া লিখেছেন : বেশ কয়েকদিন যাবত আপনার বই নিয়ে এ ব্লগে ব্যাপক হট্টগোলের পর অবশেষে আপনাকে পাওয়া গেল! হট্টগোলের মাঝেই আপনার এবং আপনার বইয়ের সফলতার জন্য দোয়া করেছিলাম, এখন খালি জানালাম।

আরও সুন্দর সুন্দর বই এর প্রজেক্ট হাতে নিবেন, এ দোয়া রইলো নতুন করে ...
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৮
209306
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া ভাইয়া। দোয়া করবেন আরো বেশি করে। Happy
261720
০৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
আহমাদ আল সাবা লিখেছেন : আলহামদুলিল্লাহ। শুনে অনেক ভালো লাগল। উস্তাদ নুমান আলী খান এর Parenting এর উপর কয়েক ঘন্টার লেকচার আছে- প্রথম অংশ প্রায় ৪ ঘন্টার সেশন এবং দ্বিতীয় অংশ প্রায় ৫ ঘন্টার মত - মোট ১০ ঘন্টার মত অধারণ, গভীর দৃষ্টির শিক্ষাতে ভরা। চাতুর্মুখিক লেসন আছে যা অসাধারণ কাজে দিবে। বাইয়্যিনাহ টিভিতে আছে এগুলো। আমার জীবনে কোরআনের উপর এত চাতুর্মুখিক ও গভীর দৃষ্টিসম্পন্ন লোক আমি পাই নি। এক কথায় অসাধারণ। এর পর আশা করি বইটিতে অনেক বেশিই সাহায্য নিতে পারবেন। প্রায় ৪৫ পেইজের মত আয়াত ই শুধু এই প্যারেন্টিং এর উপর তিনি সংগ্রহ করে সিস্টেম্যাটিক্যালি লেসন দেন। দেখতে পারেন ।এটা তাঁর লেকচারের সিস্টেম্যাটিক প্ল্যান যা বাইয়্যেনাহ টিভিতে আছে প্রথম পার্ট হিসেবে।



প্রথমে ছোট করে এই লেকচারটি দেখতে পারেন Introduction হিসেবে
http://www.youtube.com/watch?v=zMLNgugZjME
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৮
209307
আফরোজা হাসান লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান। Praying Praying
261723
০৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০০
আহমাদ আল সাবা লিখেছেন : নুমান আলী খান পরিচিত ও বাইয়্যিনাহ টিভিতে এক্সেস এর নিয়ম - http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7762/alsabanow13/45753#.VApqw6PA_Mc
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৮
209308
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া। Happy
১০
261727
০৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
ভিশু লিখেছেন : আন্তরিক অভিনন্দন শ্রদ্ধেয়া আপুজ্বি...Praying Good Luck Happy Rose ব্যস্ততা কমলে দয়া করে সবাইকে নিয়ে শারদীয় শৈশব পোস্ট-মেলায় বেড়াতে আসবেন ১টু...Sad আপনার স্টলের সামনে পাঠকদের ভীড়...Rolling EyesChatterboxRolling EyesChatterboxRolling Eyes সামান্য দেখা দিবেন আশাকরি...Angel Rose
০৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
206227
প্রেসিডেন্ট লিখেছেন : কমিউনিটি ব্লগারস ফোরাম(সিবিএফ) এর পক্ষ হতে জাগরণের কবি আবদুল হাই শিকদারকে বইটি উপহার দিচ্ছেন ব্লগাররা। ভিশু ভাই/আপু থাকলে আরো ভাল হতো।



০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৪
206281
সত্যলিখন লিখেছেন : আফরোজা আপুর ব্লগে ফিরে আসা উপলক্ষে আপনারা একটু টক ঝাল মিষ্টির আয়োজন করলে কত ভাল হত ।অনু আপুরাও তা হলে এসে পড়তো । আমরা উপস্থিত হলে যে খাবার খেতাম তা পাওনা রয়ে গেল । এটা ভুলে যাবেন না কমিউনিটি ব্লগারস ফোরাম(সিবিএফ)সদস্যরা। আমরা আপনাদের সাথেই আসি ইনশাল্লাহ ।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫০
209309
আফরোজা হাসান লিখেছেন : লিখতে তো চাইছি কিন্তু সমস্যা হচ্ছে, বাবার ছোটবেলার গল্প শুনে মনেহয় শৈশব মানে নীলাকাশের বুকে উড়ন্ত ঘুড়ির দুরন্ত ছুটোছুটি। আর নিজের ছোটবেলার কথা ভাবলে মনেহয় শৈশব মানে সেলফের উঁচু তাকের সবচেয়ে মোটা বইটি। Straight Face
অনেক অনেক শুকরিয়া। Happy
১১
261796
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৯
বৃত্তের বাইরে লিখেছেন : যাক শেষ পর্যন্ত আপনাকে পাওয়া গেল আপু! প্রথম বই প্রকাশে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। বইটির সুন্দর যাত্রার কথা জেনে অনেক ভাল লাগল। দোয়া করি,আপনার আরও অনেক বই প্রকাশিত হোক Praying Rose Good Luck Love Struck

১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৩
209310
আফরোজা হাসান লিখেছেন : আজ স্কুলে গিয়ে শুনি নাকীব ওর বন্ধুদেরকে বলছে, জানো আমার আম্মুতার বই বের হয়েছে। আলহামদুলিল্লাহ আমার ছেলেকে এই খুশিটুকু দিতে পারাটাকে অনেক বড় প্রাপ্তি মনেহচ্ছে। অনেক অনেক শুকরিয়া আপুনি। Happy
১২
261798
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অভিনন্দন।
আমাদের বেশিরভাগ মা বাবাই এখন সন্তান কে হয় অতি আদর নয় অতি শাসন করেন। তাদের ব্যাক্তিত্ব বিকাশের সুযোগ দেননা।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৫
209311
আফরোজা হাসান লিখেছেন : জ্বি অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশি বেশি মোটিভেশনাল বই বের হওয়া উচিত। শুকরিয়া আপনাকে। Happy
১৩
261800
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১২
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : আফ্রু এই ছবিটা কেমন হয়েছে বলো তো Cool Big Grin Bee


০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৯
205866
সাদিয়া মুকিম লিখেছেন : আমি জানি ইহা কে তৈরি করেছে!Happy
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩০
206308
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : সো নাইস!!
০৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৮
206425
লুকোচুরি লিখেছেন : আমিও জানি এটা কে তৈরি করেছে Happy
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৯
206748
নোমান২৯ লিখেছেন : Crying Crying Crying
আমি জানি না|!
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৫
209312
আফরোজা হাসান লিখেছেন : আলহামদুলিল্লাহ সুন্দর। শুকরিয়া বুন্ডি। Love Struck
১৪
261856
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৬
দুষ্টু পোলা লিখেছেন : অন্নেক দিন পর আপনাকে ব্লগে পেয়ে ভীষণ ভালো লাগলো!
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৬
209313
আফরোজা হাসান লিখেছেন : আলহামদুলিল্লাহ আমারো অনেক ভালো লাগছে অনেকদিন পর ব্লগে এসে আপনাদের সবাইকে দেখে। Happy
১৫
261898
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৯
সাদিয়া মুকিম লিখেছেন : বহুদিন পর তোমার লিখা মন্ত্রমুগ্ধের মত পড়লাম!আমাদর সুকোমল শিশুরা গড়ে উঠুক ইসলামী আদর্শের আলোকে এই দোআ রইলো! আশাকরি বইটি সবাইকে উপকৃত করবে!এত্তোগুলো শুভকামনা তোমার জন্য Good Luck Love Struck Bee Rose <)Happy Music

আমার কম্পু এক অজানা কারনে ছবি আপলোড করতে দিচ্ছে না! Crying
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৫
208882
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : কারণটা কি এখনো অজানাই রয়ে গিয়াছে? Tongue
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৭
209314
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া আপুমণি। Love Struck Love Struck Love Struck
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১৮
209336
সাদিয়া মুকিম লিখেছেন :


Love Struck Love Struck Love Struck Love Struck

আরু Waiting Waiting Waiting
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২২
209343
আফরোজা হাসান লিখেছেন : আপুনি এবার দেশে গিয়ে জলময়ূরি দেখা হয়নি Crying Crying Crying
১৬
262332
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৭
209315
আফরোজা হাসান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। Happy
১৭
262339
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
প্রেসিডেন্ট লিখেছেন : কমিউনিটি ব্লগারস ফোরাম(সিবিএফ) এর পক্ষ হতে জাগরণের কবি আবদুল হাই শিকদারকে বইটি উপহার দিচ্ছেন ব্লগাররা।




১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৮
209316
আফরোজা হাসান লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান। Praying Praying
১৮
262349
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বিজ্ঞানীরা বলেছেন, বাচ্চারা শুনতে পছন্দ করে। শিশু বাচ্ছা নিজে নিজের মত করে উঁ, আঁ করে শব্দ করলেও সে কিন্তু চুরি করে বড়দের কথাই শুনছে! তাই সে যদি,

ভাল কথা শুনে, তাহলে ভাল বলতে পারবে।
ভাল কথা শুনলে, ভাল পথের সন্ধান পাবে।
ভাল কথা শুনলে, ভাল দিক নির্দেশনা পাবে।

এভাবে বাচ্চারা মানুষের প্রতিটি আচরন কে লক্ষ্য করে এবং হুবহু সেভাবে বলতে, করতে ও মানতে সচেষ্ট হয়।

আপনার লিখাটি যুগোপযুগী ও দরকারী। আপনি বিষয়টি ভালভাবে অনুধাবন করেছেন বলে লিখতে মনোনিবেশ করেছনে। এক জন ব্যক্তির প্রতিটি ভাল কাজই সাদকা। আর আল্লাহ বলেছেন, 'আমি কোন মানুষকে সহজে জান্নাতে পৌঁছাতে চেয়েছি তো তাকে নরম ও সুন্দর মন দিয়েছি'। নরম ও সুন্দর মন পেতে পিতা মাতার অবদান জরুরী আর পিতা মাতার জন্য জ্ঞান জরুরী আর জ্ঞানের জন্য এই জাতীয় বই জরুরী।

আল্লাহ আপনার প্রচেষ্টাকে সার্থক ও বাস্তবমুখী করুন। আমীন।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৩
209317
আফরোজা হাসান লিখেছেন : গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য জাযাকাল্লাহু খাইরান। Happy
১৯
262391
০৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০১
বাংলার দামাল সন্তান লিখেছেন : কাহাফ লিখেছেন : "জীবন কে ঘিরে হাজারো পরিকল্পনা থাকতে পারে,কিনতু বাস্তবায়িত সেটাই হয় যা আল্লাহর পরিকল্পিত থাকে।" অসাধারণ অভিব্যক্তি মুলক সুন্দর উপস্হাপনা। "আমাদের সন্তান-আমাদের ভবিষ্যত" নামক বইটির সাথে সংশ্লিষ্ট সকলকেই পরম করুণাময় আল্লাহ দুনোজাহানে কামিয়াবী দান করুন...আমিন।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৩
209318
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া। Happy
২০
262401
০৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
মু নূরনবী লিখেছেন : অভিনন্দন।
খবর আগেই পেয়েছি। ইনশাল্লাহ, দ্রুত কালেকশন করবো।

দোয়া
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৪
209319
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া। আপনার জন্যও দোয়া রইলো। Happy
২১
262447
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৫
সন্ধাতারা লিখেছেন : Many many congratulations for your sticky post apuni... Plz come join with us for childhood memories. Good Luck Good Luck Cheer Cheer Cheer Rose Rose
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৫
209320
আফরোজা হাসান লিখেছেন : আপু কিছুক্ষণ আগে ভিশুজ্বিকে বললাম এখন আপনাকেও বলছি, লিখতে তো চাইছি কিন্তু সমস্যা হচ্ছে, বাবার ছোটবেলার গল্প শুনে মনেহয় শৈশব মানে নীলাকাশের বুকে উড়ন্ত ঘুড়ির দুরন্ত ছুটোছুটি। আর নিজের ছোটবেলার কথা ভাবলে মনেহয় শৈশব মানে সেলফের উঁচু তাকের সবচেয়ে মোটা বইটি।Worried Yawn Straight Face
২২
262460
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৫
সত্যলিখন লিখেছেন :
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৫
209321
আফরোজা হাসান লিখেছেন : জাযাকিল্লাহু খাইরান আপুজ্বি। Happy
২৩
262473
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০০
মোহাম্মদ লোকমান লিখেছেন : আন্তরিক অভিনন্দন রইলো।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৫
209322
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া ভাইয়া। Happy
২৪
262489
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৭
আবু জান্নাত লিখেছেন : লিখিকার আন্তরিকত থেকে বুঝলাম বইটি অনেক সুন্দর হবে, কালেক্ট করবো ইন শা আল্লাহ, ধন্যবাদ আপনাকে।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৬
209323
আফরোজা হাসান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। Happy
২৫
262499
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৫
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : বইটি হাতে পাওয়ার কয়েকটা অংশ পড়ে ফেললাম। শিশুদের লালন-পালনের বিষয়ে এরচেয়ে সুন্দর কোন বই অন্তত আমার নজরে পড়েনি।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৬
209324
আফরোজা হাসান লিখেছেন : আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুকরিয়া। Happy
২৬
262502
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৮
দ্য স্লেভ লিখেছেন : অভিজ্ঞতা থেকে এমনটাই দেখেছি যে, বাচ্চাদেরকে যদি সুন্দর কোন কথা বলা হয়, ওরা চোখ বড় বড় করে মুগ্ধ চোখে তাকায়। একই কথা বড়দেরকে বললে চোখ সরু করে বুঝতে চেষ্টা করে, এত সুন্দর করে কথা বলছে কোন উদ্দেশ্য নেই তো পেছনে? বাচ্চারা অতিরিক্ত আন্তরিকতা দেখলে খুশি হয় আর বড়রা দ্বিধায় পড়ে যায়। তাই যে কোন কিছু বাচ্চাদেরকে বোঝানো ও শেখানো অনেক বেশি সহজ। কারণ বাচ্চারা বিচারক হয়ে বিচার করতে বসে না, সমালোচক হয়ে সমালোচনা করে না।


জাজাকাল্লাহ দারুন বই উপহার দেওয়ার জন্যে।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৭
209325
আফরোজা হাসান লিখেছেন : আলহামদুলিল্লাহ। অনেক শুকরিয়া। Happy
২৭
262504
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৫
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ফ্যানঠাসঠিক!! আপনার লেখা পড়লে স্বপ্নরা জেগে ওঠে! ভালোবাসা ফুল হয়ে হৃদয়ে ফোটে!!! বইয়ের পরিচয় পেয়ে আরো ভালোলাগলো। বইটি কোথায় পাওয়া যাবে??? Rose Rose Rose
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৮
208883
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : Dhaka or Courier a Bangladeshe collect korar jonno.shop no. 38 (ground floor), Islam Tower, 11 Banglabazar , Dhaka.Happy
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৮
209326
আফরোজা হাসান লিখেছেন : ইসহাক খান ভাইয়ার সাথে যোগাযোগ করলে জানা যাবে ঠিক কোথায় পাওয়া যাবে। Happy
২৮
262510
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৯
চেয়ারম্যানের বউ লিখেছেন : ভালো লাগলো।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৮
209327
আফরোজা হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ। Happy
২৯
262553
০৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৩
নেহায়েৎ লিখেছেন : আলহামদুলিল্লাহ। বইটি প্রকাশিত হওয়ায় আল্লাহ তা'আলার শুকরিয়া আদায় করছি। এখানেই যেন থেমে না যা্য়। ইনশা আল্লাহ একের পর এক এরকম আরো বই আসতে থাকুক দেশ ও জাতির স্বার্থে।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৯
209328
আফরোজা হাসান লিখেছেন : ভাইয়া বইটির ব্যাপারে যে উৎসাহ আপনি সবসময় যুগিয়েছেন তার উত্তম প্রতিদান আল্লাহ আপনাকে দিন। আমীন। Praying Praying
৩০
262565
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৭
ইক্লিপ্স লিখেছেন : অনেক শুভকামনা আপু বইটার জন্য।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১০
209329
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া আপু। Happy
৩১
262576
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫০
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১০
209330
আফরোজা হাসান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। Happy
৩২
262595
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৯
লোকমান লিখেছেন : প্রিয় লেখিকা কে অভিনন্দন। বইটির বহুল প্রচার কামনা করছি।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১০
209331
আফরোজা হাসান লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান। Praying Praying
৩৩
262624
০৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১১
লুকোচুরি লিখেছেন : আহা... এই লেখার শুরুতে মনের ঘরে এক টুকরো আলো আসার ছবিটা দেখে মনটাই ভরে গেল। বাকি কমেন্ট ইলেক্ট্রিসিটি আসার পর করছি। লিখতে বসলাম আর ওমনি ইলেক্ট্রিসিটি চলে গেল। Broken Heart At Wits' End
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১১
209332
আফরোজা হাসান লিখেছেন : ইলেক্ট্রিসিটি যাবার আনন্দ থেকে আমি এখন বঞ্চিত Crying Crying
৩৪
262635
০৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৮
লুকোচুরি লিখেছেন : আমি লেখিকার অটোগ্রাফ সহ বইটি পেয়েছি। এটাই আমার জীবনে প্রথম অভিজ্ঞতা যার লেখা বই তার অটোগ্রাফ সহ তার হাত থেকে বই নেয়া। সত্যি অন্যরকম অনুভুতি। বেশ কিছু পৃষ্ঠা পড়েও ফেলেছি। আপু বইটিতে লিখেছিল, "তোমার জন্য এক টুকরো আলো" বইটি আসলেই এক টুকরো আলো। এই আলোই পথ দেখিয়ে একজন মানুষকে নিয়ে যেতে পারে অসীম আলোর পানে। জাযাকিল্লাহু খাইরান আপু এমন কিছু আমাদের জন্য লিখেছ বলে। লাভ ইউ আপুমা।

তোমার জন্য একটা ভার্চুয়াল উপহারঃ


১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১১
209333
আফরোজা হাসান লিখেছেন : ভালোবাসা রইলো অনেক অনেক অনেক। Love Struck Love Struck Love Struck Love Struck
৩৫
262689
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
জুমানা লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে, দোয়া রইল আপনার জন্য । খুব ভালো লাগলো পড়ে।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১২
209334
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া আপনাকে। Happy
৩৬
262754
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৮
কালো পাগড়ী লিখেছেন : শিশুদের সুন্দর জীবন,মানবিক মূল্যবোধ কি ভাবে গড়ে উঠতে পারে সে ব্যাপারে আপনার আকুতি দেখেছি। তার চেয়েও কম দেখিনি অভিবাবক তথা পিতা মাতাকে সচেতন করার ক্ষেত্রে আপনার ও হাসান আল বান্না ভাইয়ের ক্রমাগত প্রয়াস। বইটি হয় তো আপনাদের সেই সকল অনুভূতির উপসংহার। হাতে পাওয়ার পর হয়তো হৃদয়ের অনুভূতিকে নাড়া দিতে পারব।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১৮
209335
আফরোজা হাসান লিখেছেন : আলহামদুলিল্লাহ আপনার আন্তরিকতা দেখে ভীষণ ভালো লাগলো। Happy জাযাকাল্লাহু খাইরান। Praying Praying
৩৭
262823
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৯
সত্যলিখন লিখেছেন : ১০ টি উপদেশঃ উপেক্ষা করার সুযোগ নেই

মু'আয ইবনে জাবাল (রা) বলেন, রাসূল (সা) আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছেন । তিন বলেছেনঃ

(১) আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে নিহত করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয় ।

(২) তুমি তোমার পিতা-মাতার অবাধ্য হবে না, যদি তারা তোমাকে তোমার পরিবার-পরিজন ও মাল-মাত্তা ছেড়ে যেতে বলেন ।

(৩) ইচ্ছা করে কখনও ফরয সালাত ছাড়বে না । কেননা যে ইচ্ছা করে ফরয সালাত ছেড়ে দেয়, তার (হেফাজতের) পক্ষে আল্লাহর প্রদত্ত দায়িত্ব উঠে যায় ।

(৪) কখনও শরাব পান করবে না । কেননা তা সসমস্ত অশ্লীলতার মূল ।

(৫) সাবধান! গোনাহ হতে বেঁচে থাকবে । কেননা গোনাহ দ্বারা আল্লাহর ক্রোধ পৌঁছে থাকে ।

(৬) খবরদার! জিহাদ হতে পলায়ন করবে না! যদিও সকল লোক ধ্বংস হয়ে যায় ।

(৭) যখন লোকের মধ্যে মহামারী দেখা দিবে আর তুমি সেখানে থাকবে, তখন তথায় অবস্থান করবে (পলায়ন করবে না) ।

(৮) তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করবে (কার্পণ্য করে তাদের ভরণ-পোষণে কষ্ট দিবে না)।

(৯) তাদের (পরিবারের লোকদের) আদব-কায়দা শিক্ষা দান ব্যাপারে শাসন হতে কখনও বিরত থাকবে না ।

(১০) এবং আল্লাহ সম্পর্কে তাদের ভয় প্রদর্শন করতে থাকবে ।

- আহমাদ, মিশকাত হা/ ৫৫
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১৮
209337
আফরোজা হাসান লিখেছেন : জাযাকিল্লাহু খাইরান আপুমণি। Happy
৩৮
262826
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৮
নিশা৩ লিখেছেন : আন্তরিক মোবারকবাদ আপনাকে। বইটির সফলতা কামনা করছি। Good Luck Rose Good Luck Rose
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১৮
209338
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া। Happy
৩৯
262865
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:২৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : "আমাদের সন্তান-আমাদের ভবিষ্যত" নামক বইটির সাথে সংশ্লিষ্ট সকলকেই পরম করুণাময় আল্লাহ দুনোজাহানে কামিয়াবী দান করুন...আমিন। Praying Praying Praying Praying
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
206683
বাজলবী লিখেছেন : অামিন
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১৯
209339
আফরোজা হাসান লিখেছেন : আমীন। অনেক অনেক শুকরিয়া ভাইয়া। Happy
৪০
262876
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৮
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
বইটি কোথায় পাওয়া যাবে?
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৯
208885
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : Dhaka or Courier a Bangladeshe collect korar jonno.shop no. 38 (ground floor), Islam Tower, 11 Banglabazar , Dhaka.
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১৯
209340
আফরোজা হাসান লিখেছেন : ইসহাক খান ভাইয়ার সাথে যোগাযোগ করলে জানা যাবে ঠিক কোথায় পাওয়া যাবে।Happy
৪১
263023
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
বাজলবী লিখেছেন : অাল্লাহ তাঅালা অাপনাকে উত্তম প্রতিদান দান করুক।অামিন
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২০
209341
আফরোজা হাসান লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান। Praying Praying
৪২
263072
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
প্রকাশক মহোদয়কে অনুরোধ করতে চাই, দেশে ও দেশের বাইরে বইটির প্রাপ্তি স্থানসমুহের ঠিকানা সহ বইটির সংক্ষিপ্ত সূচিপত্র নিয়ে যদি আরেকটা পোস্ট দিতেন, আগ্রহী পাঠকগনের সুবিধা হতো -- বইটি সংগ্রহ করতে।


০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫১
206750
নোমান২৯ লিখেছেন : হারিকেন(ছবির) কি নিভে গেল ?আগের মত আলো নাই কেন্নো ?Crying Crying Surprised Crying Crying
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২১
209342
আফরোজা হাসান লিখেছেন : এমনটি করলে সত্যিই অনেক ভালো হতো। জাযাকাল্লাহ হারিকেনকে। Happy
৪৩
274262
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৪
আওণ রাহ'বার লিখেছেন : আলহামদুলিল্লাহ আমার হাতেতো বটেই আমার তিনজন ভাইয়ার হাতেও উপহারস্বরূপ বই চলে গেছে আলহামদুলিল্লাহ।
আরো দুজনকে আগামিকাল উপহার দিবো এবং আগামি মাসে আরো কয়েকজনকে উপহার দেবো।
অনেককে উপহার দেব ইনশাআল্লাহ । Happy Happy Happy Good Luck Good Luck Happy Happy Happy Good Luck Good Luck Happy
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:০১
218366
আফরোজা হাসান লিখেছেন : আমি দেশে থেকে আসার সময় বই নিয়ে আসিনি বেশি। এখানে কাউকে তাই উপহার দিতে পারছি না। Worried
৪৪
274264
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৬
আওণ রাহ'বার লিখেছেন : আপুর বই হাতে পেয়ে আওণ প্রচন্ড খুশি Happy Happy একটি লেখা খুব শীঘ্রই আসছে। ইনশাআল্লাহ ।
আপু আপনি কেমুন আছেন ?
সবাই কেমন আছে?
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:০০
218365
আফরোজা হাসান লিখেছেন : আওণকে দেখে আপুও ভীষণ খুশি। এতদিন কোথায় ছিল আওণ? আমি তো ব্লগে এসে সবার আগে দেখি আওণ আর হারিকেন আছে কিনা। Happy আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আল্লাহ অনেক। বাকি সবাইও ভালো আছে। জাযাকাল্লাহ। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File