অভিজ্ঞতা প্রসূত ধারণা অতঃপর সন্দেহ......

লিখেছেন লিখেছেন আফরোজা হাসান ২৫ জানুয়ারি, ২০১৪, ০৫:৪৭:০৯ বিকাল



পরিচিত এক বোন বলছিলেন তিনি প্রায় রাতেই স্বামীকে নিয়ে উল্টা পাল্টা স্বপ্ন দেখেন। যেমন, কখনো দেখেন স্বামী তার মেয়ে কলিগের সাথে ঘুরে বেড়াচ্ছেন, কখনো দেখেন স্বামী আরেকটা বিয়ে করেছেন। এই ধরণেরই আরো অনেক স্বপ্ন দেখেন। খুবই চিন্তিত এটা নিয়ে তিনি। কি করবেন না করবেন ভেবে দিশেহারা। স্বপ্ন নিয়ে কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়েছিলাম। সেখান থেকে জেনেছিলাম বিজ্ঞানীরা দাবি করেছেন যে, রাতের দেখা স্বপ্নের প্রভাব পড়তে পারে বাস্তবে জীবনেও। গবেষকরাও বলেছেন, অনেক সময় রাতের স্বপ্ন প্রভাবিত করে আমাদের আচার-আচরণকে। যারফলে দিনের বেলায় মেজাজ থাকতে পারে বিক্ষিপ্ত ও চিড়চিড়ে। সঙ্গী বা সঙ্গিনীর প্রতি বাড়িয়ে দিতে পারে সন্দেহ। আবার এমন দেখা যায় যে, দিনের বেলায় যা কিছু দেখি , শুনি বা ভাবি, রাতে ঘুমের মধ্যে সেসবই স্বপ্নে দেখি।

আমার জানা মতে পরিচিত সেই বোনটি টিভি সিরিয়ালের খুব ভক্ত। তাদের কয়েকজনের একটা গ্রুপ আছে যারা নিজ নিজ বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সিরিয়ালের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা-গবেষণা করেন। আর বর্তমান টিভি সিরিয়াল গুলোতে যেহেতু পরকীয়ার ছড়াছড়ি। সুতরাং, স্বামীকে নিয়ে ঐ ধরনের স্বপ্ন দেখা মোটেই অস্বাভাবিক নয় উনার জন্য। উনাকে বুঝিয়ে বললাম যে আসলে আপনি সারাদিন যা দেখেন, ভাবেন সেটার প্রভাবই পড়ছে আপনার স্বপ্নে। মানুষ খুব সহজেই সেসব জিনিস দ্বারা প্রভাবিত হয় যা তার মনকে আন্দোলিত করে। ভালোবাসা, রাগ, ঘৃণা, সন্দেহ কিংবা বেদনা অনুভূতি যেটাই হোক না কেন মনকে যা স্পর্শ করবে তার রেশ রয়ে যাবে মনের কোণে। যার ফলে তা চেতন, অবচেতন, অচেতন সব মনেই নিজ নিজ জায়গা দখল করে নেয়। এবং খেলা করে সমস্ত সত্ত্বা জুড়েই।

আরেক বোন বলছিলেন তার সারাক্ষণই মনেহয় যে তার মেয়ে তাকে মিথ্যা বলছে। যেমন,মেয়ে পেট ব্যথার কথা বললে উনার মনেহয় স্কুলে না যাবার বাহানা এটা। হোমওয়ার্ক নেই বললেও বার বার তিনি ব্যাগ চেক করেন। মেয়ে স্কুল থেকে এসে কিছু বললে উনি ক্লাসের অন্যান্য বাচ্চাদের ফোন করে নিশ্চিত হন সঠিক কিনা ইত্যাদি। আমি জানতে চেয়েছিলাম আচ্ছা আপনি কি ছোটবেলায় নানা বাহানা করে স্কুল ফাঁকি দিতেন? হোমওয়ার্ক করতে ইচ্ছে হতো না বলে কি লুকিয়ে রাখতেন? স্কুলের ব্যাপারে মিথ্যা বলে কি বাবা-মার কাছ থেকে কিছু হাসিল করতেন? উনি বিস্ময় ও লজ্জা মেশানো কণ্ঠে বললেন, আপনি কিভাবে জানলেন আপু? হেসে জবাব দিয়েছিলাম, আন্দাজ করেছি কারণ আমি জানা আছে অন্যেকে যাচাই মানুষ নিজ অভিজ্ঞতার আলোকেই করে বেশির ভাগ সময়।

নব বিবাহিত এক দম্পতির সাথে পরিচয় হয়েছিলো। সাজানো গোছানো ছোট্ট টুনাটুনির সংসার যেন একদম। কিন্তু মেয়েটির মনে শান্তি ছিল না একদমই। স্বামীর সাথে তার অফিসে গিয়ে মেয়ে কলিগদেরকে দেখার পর থেকে সারাক্ষণ মনে এই ভাবনা কাজ করতো বিয়ের পর তাকে দেশ থেকে প্রবাসে নিয়ে আসতে যে দশমাস লেগেছিল তখন অন্যকোন মেয়ের সাথে স্বামীর অবৈধ কোন সম্পর্ক তৈরি হয়নি তো? স্বামী অনৈতিক কিছু করেনি তো তার অবর্তমানে? তার স্বামী পবিত্র তো সম্পুর্ণ রূপে? আমি যেদিন ওর মনের ভাবনা জানতে পেরেছিলাম জিজ্ঞেস করেছিলাম, তুমি কি এমন কিছু দেখেছো যাতে এমন ধারণার জন্ম হয়েছে তোমার মনে? জবাব দিলো, না। তবে আমার দাদী বলেছেন পুরুষ মানুষের পক্ষে নাকি কখনোই সম্ভব না স্ত্রীর সঙ্গ ছাড়া বেশিদিন থাকা। দাদার এমন অনেক ঘটনা দাদী বলেছেন আমাকে। তখন বুঝিয়ে বললাম অন্যের অভিজ্ঞতার দ্বারা নিজের সুখী ও সুন্দর জীবনকে নিজ হাতে নষ্ট করো না। তোমার দাদী-নানী, মা-খালা, চাচী-ফুপির অভিজ্ঞতা দিয়ে কেন তুমি তোমার স্বামীকে যাচাই করবে? এটা কি স্বামীর প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে না? মেয়েটা বুঝেছিল এবং নিজেকে সংশোধন করেছিল।

ছোটবেলায় খাওয়ার ব্যাপারে আমি প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করেছি মামণিকে। খাবার দিয়ে আমার সামনে থেকে সরলেই আমি সেই খাবার খাটের নীচে, সোফার পেছনে, ফোম উঁচু করে তার নীচে, কোমডে আরো কত জায়গায় যে লুকাতাম খাওয়ার ভয়ে। বাবার পাঞ্জাবীর পকেট, কাগজ-পত্র রাখার ব্রিফকেস পর্যন্ত পৌছে যেত আমার খাদ্যরা। আরো চার বছর আগে কোন কারণে নাকীবকে সামনে বসিয়ে না খাওয়ালে আমার মনের মধ্যে খুঁতখুঁত লাগতো যে খাবার খেয়েছে নাকি ফেলে দিয়েছে? আমি সত্যি সত্যি সোফার পেছনে, ওর খেলনা বাক্সের পিছনে খুঁজে দেখতাম খাবার ফেলেছে কিনা। এই কাজটা আমি করতাম আমার অবচেতন মনে বসে থাকা নিজ অভিজ্ঞতার মানদণ্ডে। আমি যেহেতু দুষ্টু কাজ করেছি, আমার ছেলেও করতে পারে এই ধারণার আলোকে। (আমার পুত্র অবশ্য তার মায়ের চেয়ে অনেক বেশি স্মার্ট ছিল। সে চারতলার বারান্দা দিয়ে খাবার নীচে ফেলে দিয়ে প্রমাণও ধুয়ে মুছে দিত)

আসলে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত হয় আমাদের ভাবনার জগত। পরিস্থিতির আলোকে না আমরা বেশির ভাগ সময়ই ধারণা করি আমাদের মনে জমে থাকা অভিজ্ঞতার আলোকে। হতে পারে সেই অভিজ্ঞতাটা নিজের বা অন্যের থেকে শোনা কিংবা নাটক-সিনেমাতে দেখা। গল্প উপন্যাস থেকে পড়ে অর্জিত অভিজ্ঞতাও অনেক সময় প্রভাবিত করে আমাদের চিন্তাকে। সেই আলোকে আমরা ধারণা করতে শুরু করি চারপাশের মানুষদের সম্পর্কে। আবার কখনো একজনের গুণাবলী দিয়ে যাচাই করি আরেকজনকে। নিজের ধারণার সাথে কারো স্বভাব মিলে গেলে হাসি তৃপ্তির হাসি। গর্ব করে বলি আমি মানুষকে দেখে, কথা বলেই তার সম্পর্কে অনেক কিছু বুঝে ফেলি। মানুষকে বোঝার ব্যাপারে আমার অভিজ্ঞতা অনেক। কথায় বলে যে, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। আসলেই ব্যাপারটা তাই। প্রতিটা মানুষ আলাদা হলেও তাদের অনুভূতির প্রকাশ কিন্তু মোটামুটি একই। যেমন কষ্ট পেলে মানুষ কান্না করে, প্রিয়জন আঘাত দিলে বিমর্ষ হয়, ব্যর্থতা এলে হতাশ হয় ইত্যাদি। আর এটা দেখেই কেউ কেউ ভেবে নেয় মানুষকে বুঝতে তার কোন তুলনা নেই।

তবে মনের কোন জমে থাকা এইসব ধারণা প্রায়ই সন্দেহে রূপ নিয়ে নষ্ট করে দেউ অনেক সুন্দর সম্পর্ক। এমন অযৌক্তিক অভিজ্ঞতারা মনে ঝরিয়ে যায় সংশয়ের অঝোর শ্রাবণ। সন্দেহ তখন মনকে করে দেয় বিক্ষিপ্ত, এলোমেলো। আর সন্দেহ যেখানে থাকে, শত ভালোবাসা থাকলেও সেখানে সম্পর্ককে মুখোমুখি হতে হয় নানান জটিলতার। অনেক সময় বলা হয় যে সন্দেহ ভালোবাসারই বহিঃপ্রকাশ। অনেকে বলে সন্দেহের উৎস ভালোবাসার সাগরেই। কিন্তু সন্দেহের উৎস আসলে কি? অবিশ্বাস+আস্থাহীনতা+অনিশ্চয়তা+দ্বিধাদ্বন্দ্ব+উদ্বেগ+দুশ্চিন্তা+আশঙ্কা+ব্যাকুলতা,+সংশয়+অপ্রত্যয়+অনুমান+ খুঁতখুঁত+ভয়। আর এই সবগুলোই থাকে অভিজ্ঞতার রঙে রাঙানো। যে অভিজ্ঞতা অর্জিত হয় বিভিন্ন মাধ্যমে। যা ধারণার রূপে সুপ্ত থাকে মনে কোণে এবং যার বহিঃপ্রকাশ ঘটে সন্দেহে।

তবে এটা ঠিক যে সন্দেহ মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য। সন্দেহবিহীন কোন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। যেহেতু আমাদের চিন্তার জগত টইটুম্বুর নানান ধরণের অভিজ্ঞতা দিয়ে তাই কোন ঘটনা বা ব্যক্তিকে সেই আলোকে যাচাই করবে এটাই স্বাভাবিক। তাই কোন কারণে বা কারো প্রতি মনে সন্দেহ হানা দিলে ঘাবড়ে যাবার বা হতাশ হয়ে যাবার কিছু নেই। তবে ভালোমত যাচাই করে দেখতে হবে এর পেছনে আসলে মনের কোন অনুভূতি কাজ করছে এবং কিসের দ্বারা প্রভাবিত হচ্ছে এই সন্দেহ। সন্দেহকে যদি আমরা যাচাই করে না দেখি, মনের মধ্যে খুব সহজেই জায়গা করে নিতে দেই তাহলে তা জীবনকে করে তুলবে জটিল থেকে জটিলতর।

নিজের ধারণাকে মূল্য দিতে গিয়ে বেশির ভাগ সময়ই আমরা একথা ভুলে যাই যে, কাউকে সন্দেহ করা মানে তাকে অবিশ্বাস করা, তার প্রতি ভরসার দোদুল্যমনতা। অথচ বিশ্বাস ও ভরসা ভালবাসার মূল ভিত্তি। ভিত্তিই যদি নড়বড়ে হয় তাহলে যে কোন ভালবাসার বাঁধন ছিঁড়ে যাওয়া কেবলমাত্র সময়ের ব্যাপার। বলা হয় সম্পর্ক গড়া অনেক সহজ। সম্পর্ক ভেঙ্গে ফেলা তারচেয়েও সহজ। কঠিন হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখা। আসলেই কিন্তু তাই। অনেক সময় দেখা যায় সন্দেহ-সংশয় বা অবিশ্বাসের ছোট্ট একটা চিড় ধসিয়ে দেয় সম্পর্কের বিশাল দেয়ালকে। অনেক সুন্দর ও পবিত্র সম্পর্ক ঢাকা পড়ে যায় সন্দেহের কুৎসিত কালিমায়। ছড়িয়ে যায় সম্পর্কের মোতিগুলো কারণ সন্দেহ আঘাত হানে বিশ্বাসের সুতোয়। কঠিন এই পৃথিবীর চলার পথকে সন্দেহ করে তোলে কন্টকাকীর্ণ। সন্দেহের ফলে অবনতি ঘটে আপনজনদের সাথে বন্ধনের। হযরত আলী (রা.) বলেছেন, “সন্দেহপ্রবণ ব্যক্তি, বন্ধু ও প্রিয়জনের সঙ্গেও শান্তিতে থাকতে পারে না।”

রাসূল(সা.) বলেছেন-“ এক মুসলমানের জীবন, রক্ত ও সম্পদ অন্য মুসলমানের কাছে পবিত্র। এক মুসলমানকে অন্য মুসলমান সম্পর্কে নেতিবাচক ধারণা করা থেকে নিষিদ্ধ করা হয়েছে।” পবিত্র কোরআনেও আল্লাহ তায়ালা অত্যন্ত স্পষ্টভাবে অনুমান ও কুচিন্তাকে পাপ ও মন্দকাজ হিসেবে অভিহিত করেছে এবং মুসলমানদের পরস্পরের প্রতি খারাপ ধারণা পোষণ করা সম্পর্কে সতর্ক করেছে। আল্লাহ বলেছেন- “হে বিশ্বাসীগণ ! [ যতদূর সম্ভব ] সন্দেহ সংশয় থেকে দূরে থাক । কারণ কোন কোন ক্ষেত্রে সন্দেহ পাপের কারণ হয়। এবং একে অপরের উপরে গোয়েন্দাগিরি করো না, একে অপরের অসাক্ষাতে নিন্দা করো না।(সূরা হুজরাত-১২)

আমাদের সবার তাই চেষ্টা থাকা উচিত নিজের অভিজ্ঞতার আলোকে ধারণা-সংশয় ও সন্দেহ করা থেকে দূরে থাকার। কারণ এসবের দ্বারা আমরা নিজেরাই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোতে জমতে দেই দুরুত্বের আস্তর। কাউকে যদি যাচাই করতেই হয় সেটা যেন করি তাকে দিয়েই। অন্যের রঙে না রাঙাই থাকে। হলুদ আর সবুজকে মিলালে দুটি রঙই হারিয়ে ফেলে নিজ নিজ স্বকীয়তা। রুপান্তরিত হয় নতুন এক রঙে। দুজন মানুষকে মিলাতেও গেলেও কিন্তু এমনটাই হয়। এই ভুল না করি আমরা। ফিকে হতে না দেই সম্পর্কের বন্ধনগুলোকে। বুলিয়ে দেই তাতে ভালোবাসার তুলিতে বিশ্বাসের রঙ......



বিষয়: বিবিধ

২৬৬৯ বার পঠিত, ৭২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167334
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৫
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
121311
আফরোজা হাসান লিখেছেন : এই ধরণের কমেন্ট করার দরকার নাই।পড়ে চুপচাপ চলে যাবা। Frustrated
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
121313
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : Frustrated Time Out Waiting Frustrated Time Out Waiting Frustrated Time Out Waiting Frustrated Time Out Waiting Frustrated
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
121318
আশা জাগানিয়া লিখেছেন : ঠিক আছে।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২১
121415
আফরোজা হাসান লিখেছেন : আরু একজন বকা দিলে অন্যজন আদর করতে হয় সেকথা কি ভুলে গিয়েছো তুমি? আমি বকা দিয়েছি তুমিও সাথে হাতুড়ি যাকাচ্ছো কেন? Frustrated Frustrated
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৫৯
121617
আশা জাগানিয়া লিখেছেন : Its okay...আরোহী আপুকে বকোনা। Nail Biting D'oh Love Struck Big Hug
তোমাদের লেখা বরাবরের মতই ভালো হয় মাশাআল্লাহ। কিন্তু আমার মাথায় সবসময় কথা আসেনা, তারউপর এক টাইপ মন্তব্য করতেও বিরক্ত লাগে,তাই কখনো কখনো দুষ্ঠুমি করে ইমো দেই। ইনশাআল্লাহ্ এই ধরনের কমেন্ট হবেনা। Happy Love Struck
167341
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : ফিকে হতে না দেই সম্পর্কের বন্ধনগুলোকে। Day Dreamingবুলিয়ে দেই তাতে ভালোবাসার তুলিতে বিশ্বাসের রঙ...... Love Struck
তোমাকে জরুরি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সকালে। D'oh কথাটা হচ্ছে, আই লাভ ইউ। Love Struck আমি তোমাকে এত্তো গুলা ভালোবাসি Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
121386
আফরোজা হাসান লিখেছেন : আমিও তোমাকে এত্তো গুলা ভালোবাসি Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩০
121816
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : তাই নাকি Surprised জানা ছিল নাতো Yawn ধন্য হলাম গো জানিয়া..Rolling Eyes
167342
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
আলোকিত ভোর লিখেছেন : বেশ ভালো লাগলো আপনার লিখাটি Rose Rose Rose
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০০
121388
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া। Happy Good Luck Good Luck Happy
167343
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
মাটিরলাঠি লিখেছেন : Rose Rose Rose Rose
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০০
121390
আফরোজা হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।Happy Good Luck Good Luck
167352
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শিক্ষনীয় বিষয় পোস্ট করায় আপনাকে অনেক ধন্যবাদ।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০০
121391
আফরোজা হাসান লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।Happy Good Luck Good Luck Happy
167357
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
নকীব কম্পিউটার লিখেছেন : খুব ভালো লাগলো। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০১
121392
আফরোজা হাসান লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। Happy Good Luck Good Luck Happy
167366
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
হতভাগা লিখেছেন : চমতকার আপনার অভিজ্ঞতা এবং অনুমান করার ক্ষমতা । সুন্দর লিখেছেন ।

আসুন আপু , আমরা ভারতীয় সিরিয়াল দেখা বর্জন করি
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
121348
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আমরা ভারতীয় সিরিয়াল দেখা বর্জন করি
বূজীণাঈক্কা
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৭
121410
আফরোজা হাসান লিখেছেন : মহিলাদেরকে হিন্দি সিরিয়াল থেকে ফিরাতে হলে তাদের জন্য সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করতে হবে। জ্ঞানার্জন, প্রিয়জনদের জন্য রান্না করা, সন্তান লালন পালনও যে বিনোদন হতে পারে এই ব্যাপারে ধারণাই অবর্তমান আমাদের মাঝে।

এই জিনিসগুলোকে আকর্ষনীয় করে যদি পেশ করা যেত খুব ভালো! অন্যথায় একদল যতই চিৎকার করুক না কেন তেমন কোন লাভ আসলে হবে না। মানুষ বিনিময় ছাড়া কিছু করতে নারাজ।

অকল্যাণকর বুঝলেই না তারা ফিরে আসবে কল্যাণের পথে। তাই চলুন সমালোচনা না করে সহযোগিতা করি সবাইকে ভুল থেকে বের হতে। নিন্দা না করে বুঝিয়ে বলি সবাইকে।

ভালো থাকুন। শুভকামনা রইলো আপনার জন্য।Happy Good Luck Good Luck
167372
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
শিকারিমন লিখেছেন : অভিজ্ঞতা , বাস্তব ঘটনা ও কাল্পনিক চিন্তার অসাধারণ রসায়ন।
ধন্যবাদ আপনাকে চিন্তার খোরাক দেয়ার জন্য।
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
121347
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : সহমত-
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৮
121411
আফরোজা হাসান লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। Happy Good Luck Good Luck Happy
167384
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
গন্ধসুধা লিখেছেন : ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখে ভয় পায় Tongue
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
121346
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হাছা হাছা?
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২২
121364
আফরোজা হাসান লিখেছেন : গরুর কাজ গরু করেছে মেঘ দেখে পেয়েছে ভয়...Worried
তাই বলে কি গরুকে ফলো করা মানুষের শোভা পায়.........Tongue
১০
167387
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৮
121412
আফরোজা হাসান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। Happy Good Luck Good Luck Happy
১১
167414
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : বিজ্ঞানীরা বলেছেন? বিজ্ঞানীরা বলতেই পারেন- আপনি হকিকে দেখেন!!!!!
এখন আর বিজ্ঞানীদের আবাল তাবাল কথা আমার বিলিভ হয়না-
তবে লিখাটা ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৬
121370
আফরোজা হাসান লিখেছেন : বর্তমান সময়ে আমাদের জীবন যাপনকে ঘিরে থাকা বিজ্ঞানের কোন অবদানটিকে অস্বীকার করবো আমরা? এই যে ব্লগ, ইন্টারনেট এসবও তো বিজ্ঞানের অবদান। আর আল্লাহর দেয়া এইসব নেয়ামত বিজ্ঞানীদের হাত ধরেই আমাদের কাছে এসে পৌছেছে।

এই জগতে শরীয়ত ছাড়া নির্ভুল বলে কিছু নেই। বিজ্ঞানীরাও তাই ভুলের উর্দ্ধে নয়। কিন্তু তাই বলে আমরা তাদের অসম্মান করতে পারি না। একদল ভুল মানুষের জন্য আমরা কোন গোষ্ঠীর দিকে আঙ্গুল প্রদর্শন করতে পারি না। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না।

ভালো থাকুন। শুভকামনা আপনার জন্য।Happy Good Luck Good Luck
১২
167418
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
বিন হারুন লিখেছেন : আমরা অন্যের প্রতি কুধারণা করি বলেই ঘুমে শান্তি পাই না. অনেক ভাল লেগেছে ধন্যবাদ Rose
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৯
121414
আফরোজা হাসান লিখেছেন : জ্বী কুধারণা মনকে কুড়ে কুড়ে খায়। তাই মন শান্তি-স্বস্থির দেখা না পায়। Happy
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।Good Luck Good Luck
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৪৭
122170
ইবনে হাসেম লিখেছেন : যাদের ঘুম কম হয়, তাহলে তারাও কি তার সঙ্গীর ব্যাপারে কুধারণা করে বলে মনে হয়?
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২৮
122276
বিন হারুন লিখেছেন : ইবনে হাসেম ভাই, না ভাই তা হবে কেন? তবে কুধারণা মনকে অস্থির করার অন্যতম একটি কারণ. (আসলে আমার মন্তব্যটা যদি হত "অন্যের প্রতি কুধারণা ঘুমে ব্যঘাতের অন্যতম একটি কারণ" তাহলে সুন্দর হতো. আপনাকে অনেক ধন্যবাদGood Luck Good Luck
১৩
167483
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৫
লুকোচুরি লিখেছেন : যাক অবশেষে লিখে শেষ করলে এটা। Applause Applause এরপরে কোন টপিক নিয়ে লিখবে? Thinking Thinking জলদি লিখে ফেল। Waiting Waiting Waiting পড়ার অপেক্ষায় রইলাম। Happy
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
121421
আফরোজা হাসান লিখেছেন : সাদিয়া আপু আসা উপলক্ষ্যে দুই সপ্তাহের ছুটি নিয়েছিলাম। আর মাত্র দুইদিন বাকি আছে ছুটি শেষ হতে। Crying Crying Crying
এরপর আমার প্রফ টপিক আমার পিঠের উপর দিবেন! Worried Straight Face Rolling Eyes
সেই কবে থেকে দেখছি একই ফুল খেয়ে যাচ্ছো-তুমি গোলাপ ট্রাই করে দেখো। খেতে মন্দ না আমি খেয়ে দেখেছিলাম। Tongue Smug
ভালো থাকো আমার গুলগুলা বেবীটা। লাভ ইউ। Love Struck Love Struck Love Struck
১৪
167491
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৫
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ইসলাম ই পারে এসব থেকে ফিরিয়ে আনতে, কোনো বিনোদন না। এই জন্য আমাদেরকে ইসলামি আদর্শ মোতাবেক চলতে হবে। তা না হলে আখেরাতে ভয়াবহ পরিণতির সম্মুখিন হতে হবে। আপনার লিখাটি ভালো লাগলো। ধন্যবাদ
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৬
121559
আফরোজা হাসান লিখেছেন : বিনোদন বলতে আমরা বুঝি মানসিক প্রশান্তি। ইসলামের সুশীতল ছায়া ব্যতিত কখনোই সেই মানসিক প্রশান্তি প্রকৃত অর্থে পাওয়া সম্ভব নয়। কিন্তু এই কথা মুখে বললে কেউ বুঝবে না তাই সেভাবে মানবেও না।

একমাত্র জ্ঞানার্জনই পারে জানার পথকে উন্মুক্ত করতে। কিন্তু যারা টিভি সিরিয়ালের ভক্ত তাদেরকে সেখান থেকে ফিরিয়ে জ্ঞানার্জন মুখী করতে ব্যতিক্রম ধর্মী বিনোদনের ব্যবস্থা করতে পারলে কিন্তু মন্দ হতো না।

যেই বিনোদনের মূল উদ্দেশ্য হবে খুব সহজ ও সুন্দর বাসায় শরীয়তের কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করা। যাতে তাদের দৃষ্টি উন্মোচন হবে, জাগ্রত হবে বিবেক।

অনেক ধন্যবাদ আপনাকে।Happy Good Luck Good Luck Happy
১৫
167511
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:০১
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার লিখেছেন।
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৭
121560
আফরোজা হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। Happy Good Luck Good Luck
১৬
167535
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৮
গেরিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৮
121561
আফরোজা হাসান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।Happy Good Luck Good Luck Happy
১৭
167638
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৩৪
রাবেয়া রোশনি লিখেছেন : সন্দেহ প্রবণতা জীবনকে জটিল করে দেয় । সম্পর্কের মাঝে ভাঙ্গন সৃষ্টি করে । হিন্দি সিরিয়াল অনেকাংশে দায়ী হলে এর উওম বিকল্প ছাড়া কিছুতে বন্ধ করা সম্ভব নয় ।
সম্পর্কের মোতিগুলো ভালবাসা বিশ্বাসের সুতোয় বাঁধা থাকুক Love Struck Love Struck Love Struck Happy Happy
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০১:২২
122114
আফরোজা হাসান লিখেছেন : সম্পর্কের মোতিগুলো ভালবাসা বিশ্বাসের সুতোয় বাঁধা থাকু....ঠিক। অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। Love Struck Love Struck Love Struck
১৮
167676
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:১৭
ইমরান ভাই লিখেছেন : আমার বউকে দুই এর অধীক বিবাহ ইসলামে কেন জায়েজ তা কোরআন ও হাদিস দিয়ে বুঝিয়েছিলাম ।

এখন মাঝেমাঝে সে স্বপ্নে দেখে আমি নাকি আর একটা বিয়া করছি।
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৪
122115
আফরোজা হাসান লিখেছেন : হা হা হা..মজা পেলাম। তবে স্বপ্ন দেখে ভাবীর রিঅ্যকশন কি হয় সেটা জানা থাকলে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করে দেখতাম। Tongue
ভালো থাকুন। অনেক শুভকামনা রইলো আপনাদের জন্য। Happy Good Luck Good Luck Happy
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৪
122271
ইমরান ভাই লিখেছেন : সে রাতে স্বপন দেখে তার পর দিনে আমাকে বলে। যখন বলে তখন আমি তাকে স্বাভাবীক থাকার জন্য বলি চিন্তা করোনা এগুলো তোমার দিনের খেয়াল তাই রাতে স্বপন দেখো।
তার পরেও তার মনে একটু সমস্যা বেধে থেকেই যায়। তাবে আমি চেস্টাকরি এসকল বিষয় এরিয়ে চলার।
সে আমার পরিবারকে ভয় পায়। ভাবে আমি আমার পরিবারের কাছে গেলেই তারা আমাকে আর একটা বিয়ে দিয়ে দিবে।
কেননা আমার বাবাও দুইটা বিয়ে করেছেন তাই।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৯
122988
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভাবিকে কইতাছি... ভাবি, ইমরান দাদা যদি আরেকটা বিয়ে করে - তয় আম্রা আছি না! হাতুড়ি কুড়াল লইয়া পেটায়্যা চ্যপটা কইরা বেগুণ ভর্তা বানাই ফেইলুম Frustrated
@ইমরান দাদা, ভাবিকে পড়ে শুনাইয়েন এই মন্তব্যটা Love Struck Tongue Love Struck Tongue
১৯
167797
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৮
মিশেল ওবামা বলছি লিখেছেন : ব্লগে কয়জন মানুষ আছেন যারা আমার খুব প্রিয়, তারমধ্যে আপনি একজন... আর আপুনিটার পোষ্ট মানেই তো অসাধারন... আসলেই সারাদিনের চিন্তা-ভাবনা ঘুমের ঘোরে স্বপ্নের মাঝে বিরাট প্রভাব ফেলে... ভালো থাকুন, আপুনি...
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৬
122117
আফরোজা হাসান লিখেছেন : আলহামদুলিল্লাহ! আপনিও আমার অনেক প্রিয় আপুনি।Love Struck স্বপ্ন নিয়ে কিছু লিখবো ভাবছি, ইনশাআল্লাহ। Happy
ভালো থাকুন আপুমণি। Happy Good Luck Good Luck Happy
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৩
127169
মিশেল ওবামা বলছি লিখেছেন : আপুনি আল্লাহপাক আপনাকে আর নাকীব সোনাকে তারাতারি সুস্হ করে দিন, আমীন...
২০
167840
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৯
বিদ্যালো১ লিখেছেন : shob jaigai shondeho r obisshashe cheye geche. jara bisshash korte chai tarao protarito hote hote bisshash korai bondho kore dicche.

tulona o generalize korar o besh probonota porilokkhito.

khub valo laglo. Allah apnake uttom jazah daan koruk o arro beshi beshi likhar taufiq daan koruk.
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৮
122122
আফরোজা হাসান লিখেছেন : হুমম...এই সমস্যাগুলো সত্যিই নানান ধরণের সামাজিক। পারিবারিক ও সাংসারিক সমস্যার সৃষ্টি করছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিন, আমীন। Praying Praying
অনেক অনেক শুকরিয়া। ভালো থাকো। Happy Good Luck Good Luck Happy
২১
168021
২৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
জবলুল হক লিখেছেন : (আমার পুত্র অবশ্য তার মায়ের চেয়ে অনেক বেশি স্মার্ট ছিল। সে চারতলার বারান্দা দিয়ে খাবার নীচে ফেলে দিয়ে প্রমাণও ধুয়ে মুছে দিত)
এই অংশ পড়ে অবচেতন মনে হেসেছি। অনেক ভালো লাগলো। আপনার লেখনিতে ধার আছে। অনেক সুন্দর করে লিখেছেন। দোয়া থাকল আপনার জন্য। জাযাকাল্লাহ,
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩০
122125
আফরোজা হাসান লিখেছেন : আপনার জন্যও অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। Happy Good Luck Good Luck Happy
বারাকাল্লাহু ফীক। Praying Praying
২২
168022
২৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
আওণ রাহ'বার লিখেছেন : আঁলো আসলে অন্ধকার দূর হয়। সত্য আসলে মিথ্যা পেছনের দরজা দিয়ে পালায়। যেখানে অন্ধকার আছে সেখানে অন্ধকার!অন্ধকার! চিৎকার না করে; মিছিল না করে একটু আলো জ্বালিয়ে দিলে অন্ধকার দুর হয়ে যায়। একজন ক্ষুধার্তকে ক্ষুধার্ত অবস্থায় জ্ঞান না দিয়ে একটা রুটি দিলে সেটা তার জন্য উপকারি হয়। ক্ষুধার্ত একজন ব্যাক্তির কাছে জ্ঞানের থেকে খাবারের বেশি প্রয়োজন। একটি পাখির কাছে স্বর্নের খাঁচা এবং বসে বসে ভালো খাওয়ার থেকে মুক্ত অবস্থায় কুড়িয়ে কুড়িয়ে গমের দানা খাওয়াই শ্রেয়।
একজন লোক নামাজ পড়েনা তো তাকে নামাজের ক্ষতি বা নামাজ না পড়ার শাস্তি এমন টাইপের কথা বলা হয় যার দ্বারা লোকটা আবোল তাবোল বলে ইমান হারা হয়ে যায়। গেলাম লোকটাকে নামাজের দাওয়াত নিয়ে আমার মূর্খতার কারনে লোকটা হয়ে উঠলো বেঈমান।
হিন্দি সিরিয়াল আমাদের জন্য একটা অভিশাপ। কিন্তু ভালো কিছুওতো আমরা পাচ্ছিনা।
সাহিত্যের কথাই ধরুন আমাদের বাংলা সাহিত্যের কিছুই আমাদের দখলে নেই।
অপশক্তি বাংলা সাহিত্যকে নিজেদের কাছে নিয়ে তাদের মত ব্যাবহার করছে। আর আমাদের ইসলামিক লেখক যারা আছেন তারাও তেমন একটা সুবিধা করতে পারছেন না। অবৈধ সম্পর্ক এবং তাদের ধ্যান ধারনা কে তাদের মত করে মিস্টির মত আমাদের মাঝে সুইয়ের মত ঢুকিয়ে দিচ্ছে।
আর আমরা সেগুলো লুফে নিচ্ছি। কারন আমরা ভালো বিষয়গুলো পাচ্ছিনা।
আলহামদুলিল্লাহ এ ব্লগে আপুরা আছেন যারা ইসলামিক সাহিত্য নিয়ে কাজ করছেন।
এবং আমরা নতুন করে ভাবতে শিখছি। জীবনটাকে পবিত্র ভাবে গড়ে তোলার জন্য রবের কাছে দোয়া করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
আমিন।

অবশেষে এটা বলা যায় এই টুডে ব্লগ থেকে হেদায়াতের আলো ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়।
আপনার কলম হোক হেদায়াতের ঝর্নাধারা।
বেশ শিক্ষনীয় পোষ্টটির জন্য ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
জাজাকাল্লাহু খাইরান আপু।
আপনার কলমকে আপনাকে আল্লাহ দ্বীনের মেহনতের জন্য আরেকজন মিছবাহ্ সাহেবের মত কবুল করুন। আমিন।
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩১
122127
আফরোজা হাসান লিখেছেন : মাশা আল্লাহ! এমন মন্তব্য পেলে আসলেই মন ভরে যায়। Happy অনেক অনেক শুকরিয়া ভাইটিকে।Good Luck আপনার দোয়ায় আমীন। Praying Praying
জাযাকাল্লাহু খাইরান। Praying Praying
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৪
122992
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মিছবাহ্ সাহেবের চেয়ে "উত্তম" করে কবুল করুন। আমিন।

হে আল্লাহ - রাব্বুল আলমীন - আপনি আমার বোনটাকে এই যুগের শ্রেষ্ঠ কলম সৈনিক হিসেবে কবুল করে নাও - আমীন Praying Praying
২৩
168058
২৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
ভিশু লিখেছেন : বিশেষ-বিশেষ সম্পর্কের ক্ষেত্রে সন্দেহের উৎস যে ভালোবাসার গভীর সাগরেই...কথাটি খুব অসত্য? তবে তা অবশ্যই অটুট-আস্থা-ভালোবাসাকে যেন এতটুকু স্পর্শ করতে না পারে? যেকোনো কিছুরই বাড়াবাড়ি অনাকাংখিত! আর ছিদ্রান্বেষণ তো একটি বিরক্তিকর রোগ! ধন্যবাদ আপনাকে!
২৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
121949
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : দেখা যাক ''ভালোবাসা ও সন্দেহ'' এই ব্যাপারে পোষ্ট আসে কিনা!!! Tongue রোজাকে শুধু জায়গা মত খোঁচা দিকে হয় Big Grin
২৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
121953
ভিশু লিখেছেন : Happy জিনিয়াস টুইনদেরকে মহান আল্লাহ তা'লা কি এভাবেই এককে অপরের সম্পূরক করে দুনিয়াতে পাঠিয়ে থাকেন?!PrayingSmugDon't Tell Anyone
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩৩
122128
আফরোজা হাসান লিখেছেন : লিখতে হবে না বিশেষ সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ নিয়ে আমার একটা গল্প লেখা আছে। সেটাই পোষ্ট করে দিচ্ছি এখন। Tongue
২৪
168328
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৪০
ইবনে হাসেম লিখেছেন : নিজের ধারণাকে মূল্য দিতে গিয়ে বেশির ভাগ সময়ই আমরা একথা ভুলে যাই যে, কাউকে সন্দেহ করা মানে তাকে অবিশ্বাস করা, তার প্রতি ভরসার দোদুল্যমনতা। অথচ বিশ্বাস ও ভরসা ভালবাসার মূল ভিত্তি। ভিত্তিই যদি নড়বড়ে হয় তাহলে যে কোন ভালবাসার বাঁধন ছিঁড়ে যাওয়া কেবলমাত্র সময়ের ব্যাপার। বলা হয় সম্পর্ক গড়া অনেক সহজ। সম্পর্ক ভেঙ্গে ফেলা তারচেয়েও সহজ। কঠিন হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখা। আসলেই কিন্তু তাই। অনেক সময় দেখা যায় সন্দেহ-সংশয় বা অবিশ্বাসের ছোট্ট একটা চিড় ধসিয়ে দেয় সম্পর্কের বিশাল দেয়ালকে। অনেক সুন্দর ও পবিত্র সম্পর্ক ঢাকা পড়ে যায় সন্দেহের কুৎসিত কালিমায়। ছড়িয়ে যায় সম্পর্কের মোতিগুলো কারণ সন্দেহ আঘাত হানে বিশ্বাসের সুতোয়। কঠিন এই পৃথিবীর চলার পথকে সন্দেহ করে তোলে কন্টকাকীর্ণ। সন্দেহের ফলে অবনতি ঘটে আপনজনদের সাথে বন্ধনের। হযরত আলী (রা.) বলেছেন, “সন্দেহপ্রবণ ব্যক্তি, বন্ধু ও প্রিয়জনের সঙ্গেও শান্তিতে থাকতে পারে না।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩৩
122520
আফরোজা হাসান লিখেছেন : অনেক শুকরিয়া। Happy
২৫
168330
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৫৪
ইবনে হাসেম লিখেছেন : থ্যাঙ্কু আপু, আপনার লিখায় অনেক অনেক কঠিন ব্যাপার উঠে এসেছে, যা কিনা বুঝে পাঠ করলে অনেকেই তাদের জীবনকে আবার নুতন করে ঢেলে সাজাতে তৎপর হয়ে উঠবে.......

মানুষের ভেতরের সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিতে আপনার কষ্ট করে লিখাগুলো হয়ে উঠুক এক একটি মাইলস্টোন এই দোয়া করছি। জাযাকিল্লাহ। মাশাআল্লাহ
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩৪
122521
আফরোজা হাসান লিখেছেন : আপনার দোয়ায় আমীন। Happy Happy
আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপনাকে। Good Luck Good Luck
২৬
168386
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:১২
সাইদ লিখেছেন : চমৎকার লিখেছেন!!!
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩৪
122522
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপনাকে। Happy Good Luck Good Luck Happy
২৭
170105
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:০৫
রেহনুমা বিনত আনিস লিখেছেন : গঠনমূলক পোস্ট Thumbs Up Thumbs Up Thumbs Up Big Hug Big Hug Big Hug Love Struck Love Struck Love Struck Rose Rose Rose
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৮
124215
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া আপুজ্বী। Love Struck Love Struck Love Struck
২৮
170187
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৫
অজানা পথিক লিখেছেন : ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৮
124216
আফরোজা হাসান লিখেছেন : আলহামদুলিল্লাহ। Happy শুকরিয়া আপনাকে। Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File