আঁচলের ছায়া
লিখেছেন লিখেছেন আফরোজা হাসান ১৯ এপ্রিল, ২০১৩, ১০:০১:৩৩ রাত
তোর তরে রাখবো পেতে মোর আঁচলের ছা্য়া,
বিছিয়ে দেবো পথে পথে হৃদয় ছোঁয়া মায়া।
চাঁদের আলো হয়ে চোখে নামিয়ে যাবো ঘুম,
দিনের বেলা সুর্য হয়ে নয়নে দেবো চুম।
মমতা জাগাতে এসেছিস কোল জুড়ে,
ভালোবেসে রাখবো তোরে আমারই অন্তরে।
তোর প্রতীক্ষার প্রহর গুলো বলবো সুরে সুরে
কখনো তুই যাসনা সোনা মাকে ছেড়ে দূরে।
বহু যাতনায় পেয়েছি তোরে জীবনও আঁধারে,
অশ্রু ভেজা সহস্র শুকরিয়া আল্লাহর দরবারে।
(আমার ছেলের জন্মের পর ওকে নিয়ে লেখা প্রথম কবিতা এটা)
বিষয়: বিবিধ
১৯৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন