আত্মসমর্পন

লিখেছেন লিখেছেন আফরোজা হাসান ১৭ এপ্রিল, ২০১৩, ০৯:২৬:১৮ রাত



ভক্তি, ভালোবাসা আর আত্মসমর্পনে

প্রশংসা করবো মহান আল্লাহর সর্বান্তকরণে।

অন্তরে যদি থাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাবোধ

তাঁরই প্রশংসায় বিলীন হবে মনের অহমবোধ।

দ্বিধা-দ্বন্দ্ব, হিংসা-দ্বেষ হতে আত্মার মুক্তি

লোভ-লালসার বিরুদ্ধে লড়ার দেবে শক্তি।

অন্ধকার হতে যাত্রা হবে আলোর জগতে

সত্যের মহত্ত্ব হৃদয়ে নিয়ে আত্মিক উন্নতিতে।

সুখে-দুঃখে, সম্পদে-বিপদে আল্লাহর নির্ভরশীলতা

আত্মসমর্পনের মনোবৃত্তি জন্ম দেয় এই ক্ষমতা।

আলোকিত জগতে অগ্রযাত্রার এমন পদক্ষেপ

মিটিয়ে দেবে পাওয়া-না পাওয়ার জমানো আক্ষেপ।

বিষয়: বিবিধ

১৫৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File