একজন অধিনায়ক ও তার মহানুভবতা !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৩ অক্টোবর, ২০১৬, ০৬:০৫:১০ সন্ধ্যা



বিশ্ব ক্রিকেটে মাশরাফি বিন মোর্তুজা এক বিরল ক্রিকেটার ! মাশরাফির উদারহণ শুধুই মাশরাফি ! তিনি যে একজন ভালো ক্রিকেটার ও ভালো অধিনায়ক শুধু তাই নয় তিনি একজন মহত্ ব্যক্তিও বটে!

তার মহত্বের প্রমাণ তিনি কাজে কর্মে ব্যবহারে ও ব্যক্তিত্বে বার বার প্রমাণও করেছেন !

যেমন জুনিয়র বা তরুন কোনো ক্রিকেটার ভালো খেললে তাকে উত্সাহ দেয়া ও কপালে চুমো খেয়ে আদর করে ঐ স্নেহাশিষ ক্রিকেটারকে বুকে জড়িয়ে নেয়া এই মহানুভব অধিনায়ক মাশরাফিকেই মানায় ! বার বার ইনজুরিতে পড়ে আবার ফিরে এসে শুধু দলকেই নের্তৃত্ব দেননি;রবং কিভাবে তরুন ক্রিকেটারদের উত্সাহ দিতে হয় এবং দলের সিনিয়র ও তরুনদের মধ্যে প্রকৃত বন্ধুত্বের মিলবন্ধন ও সমন্বয় তৈরি করতে হয় তার উদাহরণ মাশরাফি !

সাকিব ও তামিম অনেক ভালো ক্রিকেট খেলছেন ঠিকই ওরা ভালো;কিন্তু নেতা হিসাবে মাশরাফির যে নের্তৃত্বগুণ আছে,আর বিশ্ব ক্রিকেটে কোনো অধিনায়কের নেই !

পাশাপাশি এতো চড়াই উতরাই পার করেও নিজের বোলিং দিয়ে বিশ্ব ক্রিকেটের অনেক মহাতারকাদের উইকেট শিকার করে নিজের উইকেটের ঝুলিকে করেছেন সমৃদ্ধশালী ।

বর্তমানে এই মহাতারকার উইকেট সংখ্যাও কম নয় ২০৮ যা সংখ্যার বিচারে তাকে ২য় অবস্থানে রেখেছেন যদিও সাকিবের থেকে সংখ্যায় ৪টি উইকেট কম ।

আজীবন বেচে থাকুক মাশরাফির মহানুভবতা ! তিনি ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট বোর্ড কর্মকর্তা ক্রিকেট বোর্ডের সাথে আরো যারা সংশ্লিষ্ট প্রত্যেকের কাছেই স্নেহ সম্মান ও শ্রদ্ধার,আর বাংলাদেশ ক্রিকেটপাগল দর্শকদের মন জয় করে এসেছেন সেই শুরু থেকেই ।

কোনো কর্মকর্তা সাবেক ক্রিকেটারসহ ক্রিকেটার ও দর্শক কারো সাথেই মাশরাফি কোনো খারাপ আচরণে এখনও জড়িয়ে পড়েননি;বরং ভক্তপাগল দর্শককে কিভাবে সিকোরিটি ফোর্সদের থেকে কৌশলে রক্ষা করলেন তা বিশ্ব ক্রিকেট দেখতে পেয়েছেন !



বেচে থাকুক চিরদিন মাশরাফির মতো মহাতারকা যার মহানুভবতা ভক্তদেরও মুগ্ধ করে চলেছেন ! সর্বপরি তার আচরণে সকলেই মুগ্ধ ! মাশরাফির কাছ থেকে বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের তরুনরা ক্রিকেটারও শিক্ষা নিতে পারেন !

______এম.এ.মামুন

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378239
০৩ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
মনসুর আহামেদ লিখেছেন : Excellent brother


378242
০৩ অক্টোবর ২০১৬ রাত ০৮:৫৬
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
378245
০৩ অক্টোবর ২০১৬ রাত ০৯:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
378261
০৪ অক্টোবর ২০১৬ সকাল ১১:০১
ফখরুল লিখেছেন : আপনার সাথে একমত পোষন করছি। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File