"সত্য মিথ্যা" (একটি কবিতা )

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৪০:১১ সন্ধ্যা

"সত্য মিথ্যা "

সত্য যদি লিখি আমি

কারো ওপর পরে,

মিথ্যা লিখলে একশ্রেনী

মিথ্যাবাদি বলে !

নিরপেক্ষ লিখতে গিয়ে

পক্ষ হয়ে যায়,

সত্য মিথ্যা কোনটা লিখবো

ভেবেনাতো পাই !

করিনা তো কোনো দল

লিখি সত্যের গান,

দেশের জন্যে মাটির জন্যে

রাখছি বাজি প্রান ।

কোনটা সত্য কোনটা মিথ্যা

মানুষ সবই জানে,

লেখা দিয়ে জানাই শুধু

এতেই সম্মান !

চলছে শুধু মিথ্যার প্রলাপ

আরো যতো পাপ,

মানুষগুলোর একটাই কথা

শুধু আমি আমি ভাব ।

দলে দলে ছুটছে মানুষ

গাইছে নিজের গান,

মিথ্যা দিয়ে ঢাকতে চাইছে

সব মানুষের মান !

নৈতিকতা ভূলে গিয়ে

নিজের মতো চলে,

ঈশ্বর খোদার নামে শুধু

নাফরমানি করে !

ভূলে ভূলে জীবন তরী

শেষ হয়ে যায় যখন,

প্রায়চিত্তে তখন শুধু

ঈশ্বর খোদা বলে !

____এম.এ.মামুন

০৫/০৯/২০১৬ইং

রাত ১২:০৫

বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377311
০৭ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:২৭
সাম্য বাদী লিখেছেন : ভালো লেগেছে, অনেক ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৪:০৪
312758
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ । ভালো থাকুন
377332
০৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ১২:২৪
০৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৪:০৫
312759
মামুন আব্দুল্লাহ লিখেছেন : Good Luck Good Luck Good Luck ধন্যবাদ
377337
০৮ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৫:৫১
ফারদিন ইসলাম লিখেছেন : আজকাল নিরপেক্ষ থাকতে চাইলেও থাকা সম্ভব নয় ! তবে কবিতাটি বাস্তবধর্মী !এমনই হচ্ছে বর্তমানে ।
০৪ জানুয়ারি ২০১৭ রাত ০৯:১৬
315293
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
381135
০৪ জানুয়ারি ২০১৭ রাত ০৯:১৬
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File