দেশ চলবে নবীজির দেখানো পথেই : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৬ জুলাই, ২০১৬, ১২:৪৩:৩৪ রাত

নবীজির দেখানো পথেই নাকি দেশ চলবে তবে কবে থেকে শুরু হবে চলা ? নাকি এখন যেভাবে চলছে এটাই ? নবীজির দেখানো পথে চললে তো ভালোই হতো সবাই নিরাপত্তা পেতো !

কোনো ঘুষখোর দূর্নীতিবাজ থাকতো না ! দেশের মানুষ ন্যায়বিচার পেতো দেশের মানুষ একজন নীতিবান শাসক পেতো ! আমরাও চাই দেশ নবীজির দেখানো পথেই চলুক;কিন্তু তার তো কোনো ধরনের নমুনা বা লক্ষনও দেখছি না ! কবে থেকে শুরু হবে ! আমরা তো এমন এক সরকারই চাই । সে যেই হোক আমাদের তো কোনো আপত্তি নেই । আমরা তো একজন ন্যায় পরায়ন শাসকই চাই ! যে দল মত জাতি গোষ্ঠী সকলের কাছে সমানভাবে জনপ্রিয় হবেন ! যে শুধু আল্লাহকে খুশি করার জন্য দেশ শাসন করবেন কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয় !

মাননীয় প্রধানমন্ত্রী শুরু করুন আপনার মদিনা সনদ ? আমরা দেখি আপনি কোনো উদাহরণ সৃষ্টি করতে পারেন কিনা !

______এম.এ.মামুন

বিষয়: বিবিধ

৯২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374704
১৬ জুলাই ২০১৬ রাত ০১:১৪
শেখের পোলা লিখেছেন : আমার মনে হয় উনার কথায় কিছু উক্তি উহ্য আছে, তা হল- 'ভবিষ্যতে' দেশ চলবে-----।
374707
১৬ জুলাই ২০১৬ রাত ০১:২৩
রক্তলাল লিখেছেন : দেশ জাতি মানবতা নিয়ে প্রায়ই তিনি তুচ্ছ তাচ্ছিল্যের মশকরা করে থাকেন।

কেনো উনার ঐসব মশকরা নিয়ে প্রশ্ন করে বরং আমাদের নবী(সাঃ)কেই হেয় করা হচ্ছে?
374711
১৬ জুলাই ২০১৬ রাত ০১:৫৫
কুয়েত থেকে লিখেছেন : কবে থেকে শুরু হবে চলা ? নাকি যেভাবে চলছে এটাই নবীজির দেখানো? ভালো লাগলো ধন্যবাদ
374726
১৬ জুলাই ২০১৬ সকাল ১০:২৮
হতভাগা লিখেছেন : ব্যাংকিং ক্ষত্রে সুদি কারবারের পথ কি নবীজী দেখিয়েছিলেন ?

নবীজী সময়ে কি অমুসলিমরা গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন ?

নবীজী কি মাসজিদের একাংশ কাফেরদের মূর্তি পূঁজার জন্য ছেড়ে দিতেন ?

নবীজী কি ধর্ম নিরপেক্ষ ছিলেন ?

নবীজী কি অমুসলিমদের পূঁজার আয়োজন দেখতে যেতেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File