বাংলাদেশের নেতারা বা দলীয় প্রধানরা কখনোই মরে না বা হারিয়ে যায় না !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৩ জুলাই, ২০১৬, ০৫:১০:৫৮ সকাল
ডেভিড ক্যামেরুন পদত্যাগ করেছেন আজই দায়িত্ব নিবেন নতুন প্রাইমেনিস্টার হিসেবে থেরেসা মে,আর কিছু দিন পর ডেভিড ক্যামেরুন চলে যাবেন হয়তো সবার থেকে পর্দার আড়ালে ! যেমনি এক সময় গ্রডান ব্রাউন ও টনি ব্লেয়াররাও এখন আর সেভাবে খবরের কাগজে আসেন না ।
বৃটিশ লেবার পার্টির নেতা এড মিলিবানও এখন খবরের পাতায় নেই তেমনি এক সময়ের বিশ্বের প্রবল প্রতাপশালী বিশ্ব নেতা জর্জ ডব্লিউ বুশও সেভাবে মিডিয়া ও খবরের পাতায় দেখা যায়নি তেমনি বিল ক্লিনটনরাও । কিছু বিশেষ বিশেষ সময় এসব বিশ্ব নেতাদের খবরে দেখা যায় । এদের ক্ষমতা শেষ তো এরা চলে যান লোক চোক্ষের অনেক আড়ালে নিজেদের অন্য কাজে ব্যস্ত রাখেন । অথচ একমাত্র আমাদের বাংলাদেশের দলীয় প্রধানরা বা নেতারা কখনই মরেন না বা হারিয়েও যায় না ! হোক সেটা কোনো ছোট দলের নেতা বা বড় দলের ! এসব জীবিত ও মৃত নেতারা সব সময়ই রাজনৈতিক আলোচনায় থাকেনই ।
একজন নেতার মৃত্যুর আগ পর্যন্ত নিজের দলীয় প্রধানের পদ ছাড়তেই চান না ! এসব নেতারা সারা দেশে মৃত্যুর আগ পর্যন্ত ধাপিয়ে বেড়ান দলে নিজের আধিপত্য বিস্তার করে চলেন কোনো ছোট নেতা কিছু বললে ঐ নেতাকে দল থেকে বহিস্কার করা হয় । আমাদের দেশে দলীয় প্রধানকে সবাই দেবতা মনে করেন যে কিছু বললে পাপ হবে ! আর নেতাকর্মী তাদের চামচামীতেই নিজেদের আত্ননিয়োগ করেন। এসব নেতারা দলীয় প্রধানের পদটাকে নিজস্ব পৈত্রিক পদ মনে করেন আর এইজন্যই দিনের পর দিন বছরের পর বছর আক্রে ধরে থাকেন । তারা নতুনদের কোনোই সুযোগ দিতেই নারাজ যতোদিন তাদের মৃত্যু না হবে !বয়সের বাড়ে এরা চলতে পারেন না তারপরও এরা রাষ্ট্রপতি পদে বহাল থাকেন দলীয় পদে অটল । অথচ বিশ্ব রাজনীতির শক্তিধর নেতারাও একটা সময় নিজেদের গ্রহনযোগ্যতা আর সংবিধানকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে নিজের পদ থেকে পদত্যাগ করেন আর আমাদের দেশের নেতারা বীরবিক্রমে দলীয় পদ ও সরকারের পদে আজীবন থাকার জন্যে মরিয়া হয়ে যান । জনগণের কাছে আমাদের দেশের নেতাদের কোনোই দায়বদ্ধতা নেই জবাবদিহিতা নেই । মৃত্যুর আগ পর্যন্ত এসব নেতা শুধু ক্ষমতা নিয়েই ব্যস্ত । এদের দ্বারা দেশ চলুক আর নাইবা চলুক তাদের ক্ষমতা চাই । অথচ বিশ্ব শাসন করা নেতারাও এক সময় নিজেদের রাজনীতি থেকে গুটিয়ে নেন অন্যদের জায়গা করে দেন আর এজন্যই তাদের দেশ উন্নত আর আমরা তাদের থেকে যোজন যোজন পিছেয়ে । তারা দেশের শান্তি চায় দেশের মানুষের কল্যানের জন্যেই মূলত: অন্যদের সুযোগ তৈরি করে দেন । বাংলাদেশী দলীয় প্রধানদের পথ ধরেই সারা বিশ্বে বাংলাদেশীরা নিজের দেশের নোংরা রাজনীতি নিয়ে বিদেশের মাটিতেও এভাবে ধাবিয়ে বেড়াচ্ছেন ।
আমাদের মানসিকতার পরিবর্তন হবে কবে ? আমরা কি বিশ্ব নেতাদের মতো উদাহরণ সৃষ্টি করতে পারি না ? নতুনদের কি আমরা সুযোগ দিতে পারি না ! এভাবে নিজেরা কুমিরের মতো আজীবন এক পদে না থেকে তরুন ও মেধাবীদের জন্য পদ ছেড়ে দিয়ে নিজেরা একটু অবসরে যেতে পারি ? নাকি মৃত্যু পর্যন্ত চলবে রাজনীতি ! হায়রে বাংলাদেশ হায়রে আমাদের নেতারা আর কবে তোমাদের ঘুম ভাঙ্গবে ? আর চোখ বন্ধ করে রাজনীতি করো না দেশের কথা দেশের মানুষের কথা একবার হলেও চিন্তা করে বিশ্বনেতাদের মতো উদাহরণ তৈরি করো তাহলে দেশ বাচবে দেশের মানুষ বাচবে দেশ এগিয়ে যাবে ।
______এম.এ.মামুন
বিষয়: বিবিধ
১০৮৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন