মেয়েরাও একই বাবার সন্তান ! তাদেরও একই ঘরে জন্ম !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২৫ এপ্রিল, ২০১৬, ০৩:১০:০৪ দুপুর
একই বাবার সন্তান হয়ে ভাইবোন বড় হবার পর অনেকেই দেখি বোনদেরকে বাবার সম্পত্তি কিভাবে না দিয়ে থাকা যায় সেই চেষ্টা করে । আমাদের সমাজে এটা একটা রীতিতে পরিনত হয়ে গেছে !
একজন ছেলে যেমন বাবার সন্তান তেমনি একজন মেয়েও বাবার সন্তান তাহলে কেনই শুধু শুধু বোনদেরকে বাবার সম্পত্তি থেকে আমরা বঞ্চিত করবো ? বা কম দিবো বা না দেয়ার ভান করবো ! একই সংসারে বড় হয়ে একসাথে থেকে খেয়ে সেই বোনকে বিয়ে দেয়ার পর আমরা শুরু করি কিভাবে বোনকে আমাদের বাবার সম্পত্তি থেকে বাদ দেয়া যায় বা না দিয়ে থাকা যায় ! অনেক সময় আমরা সব সম্পত্তির হিসেব না দিয়ে কিছু অংশের হিসেব দিয়ে বোনদের বুঝিয়ে দেয়ার চেষ্টা করি ! অথচ মহান আল্লাহ তায়ালা বাবার সম্পত্তিতে নারীদের অধিকার দিয়েছেন আমরা আল্লাহর দেয়া সে বিধানকে গুরুত্ব না দিয়ে প্রতিনিয়ত আমার রক্তের সম্পর্কের বোনকে আমার বাবার সম্পদ থেকে বঞ্চিত করার যতো রকম ষড়যন্ত্র আছে শুরু করি ।
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সূরা আন নেসাতে সম্পত্তিতে নারীর অধিকার সর্ম্পকে কতো সুন্দরভাবে বর্নণা করে দিয়েছেন যে একজন বোন বাবার সম্পত্তির কতোটুকু পাবেন আর আমরা আল্লাহর দেয়া সেটা অমান্য করে বোনদেরকে বাবার সম্পত্তি থেকে কিভাবে বাদ দেয়া যায় বা কিভাবে না দিয়ে বা কিছু লামছাম দিয়ে বুঝিয়ে দেয়া যায় সেই চেষ্টা করি । বাবার সম্পত্তি নিয়ে আমরা বোনদের সাথে বাবার অবর্তমানে তাদের সাথে খারাপ ব্যবহার করি তাদের সাথে অনেক সময় সর্ম্পকও নষ্ট করে ফেলি ।
কিছু কিছু মানুষ না জেনে না বুঝে অনেক সময় বোনদের মাঝে এক ধরনের কুসংস্কার রটাতে থাকেন যে মেয়েরা বাবার বাড়ির সম্পত্তি নিলে গরীব হয়ে যায় বা তাদের ছেলে মেয়ের অমঙ্গল হয় অথচ "হাদিসে বর্ননা আছে-তোমরা ভাইয়েরা তোমাদের বোনদেরকে তাদের সম্পত্তি বুঝিয়ে দাও তারা যদিও তা না নিতে চায় " !
অনেক মেয়েরাই আছেন ভাইদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে কিছু বলেন না বা আবার অনেকেই ভাইদের চাইতে বহুগুণে টাকাপয়সার মালিক হয়ে গেলে বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাইদেরকে দিয়ে দেয় ইচ্ছাকৃতভাবেই সেটা আলাদা বিষয় । যদি ভাইদের বোনদের প্রতি ভালো ব্যবহার আচার আচরণ ভালো থাকে আর যদি ভাইরা ওভাবে বোনদের না দেখে বা সব সময় খোজ খরব না নেয় তাহলে বোনদের আরো অঢেল সম্পদ থাকলেও ভাইদের খারাপ ব্যবহারের কারনে বোনরা তাদের পাওনা নিয়ে আসেন নিয়ে আসতে বাধ্য হন। আজকাল পত্রিকা খুললে দেখতে পাই বোনদের সম্পত্তি না দিয়ে তাদের সাথে মারামারিতে লিপ্ত হয়ে পড়েন অনেক ভাইরা ! বোনদের সাথে দেন দরবার মামলা মোর্কাদ্দা পর্যন্ত জড়িয়ে পড়েন । কেউ কেউ এমনও বলেন মেয়েরা তো স্বামীর কাছ থেকে পায় ছেলের কাছ থেকে পায় !
একজন এতিমের সম্পত্তি যেমন তাকে ঠিকমতো বুঝিয়ে দেয়া উচিত তেমনি একজন নারীকে তার বাবার থেকে উত্তরাধিকার সুত্রে পাওয়া সম্পত্তিও তেমনি বুঝিয়ে দেয়া আমাদের ভাই হিসেবে,বাবা হিসেবে বা তাদের যারা অধিনস্থ আছেন তাদেরও তা করা উচিত ।
আমাদের দেশে একজন মেয়ে তার বাবার মৃত্যুর পর বা মায়ের মৃত্যুর পর সম্পত্তি আনতে গেলে ভাইদের কাছ থেকে যতো সব বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় । ভাইরা ভুলে যায় বোনরাও যে একই বাবার সন্তান একই ঘরে যে তাদের জন্ম হয়েছিলো । আবার অনেক সময় দেখা যায় ভাইয়েরা বা ভাইদের ছেলেরা গোপনে বোনদের ও ফুফুদের সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে দখল করে থাকে । ভাইয়েরা মনে করেন পুরো সম্পত্তিই শুধু ভাইদের ! বোনদের আবার কিসের অংশ তাদের তো বিয়েই দিয়ে দিয়েছি ! তারা এখন আসবে যাবে বেড়াবে;কিন্তু কোনো সম্পত্তি চাইতে পারবে না ! বাবার সম্পত্তি মেয়েরা চাইতে গিয়ে কতো হাজার হাজার পরিবারে যে এ পর্যন্ত ভাই বোনদের সর্ম্পক নষ্ট হয়ে গিয়েছে আমাদের দেশে । এমনকি ভাইয়ের ছেলেরা তার ফুফুদের সম্পত্তি দিতেও অনেক সময় অস্বীকৃাত জানায় বা দিতে চায় না অথচ এটা শুধু বাবার কাছ থেকে তাদের (মেয়ের )হক তাদের পাওনা ।
"ভাইদের উচিত বোনদের অংশ তাদের বুঝিয়ে দেয়া তাহলেই কেবল আর কোনো ধরনের ঝামেলা থাকে না ।"
আমাদের দেশে বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে আবহমান কাল ধরেই চলছে সর্ম্পকের টানপোড়ন ! বোনরা নিতে চাইলেও ভাইয়েরা বাবার সম্পত্তি দিতে গড়িমসি বা অনিহা দেখায় !
"ভাইদের ভাবখানা এমন যে মনে হয় বোনরা তাদের কাছে দান চাইছে ! "
"বোনরা বাবার রেখে যাওয়া সম্পত্তি চাইতে গেলে ভাইয়েরা মনে হয় বিশাল বড়ো এক চিন্তায় পড়ে যায় অথচ এই মেয়েও কিন্তু একই বাবার সন্তান একই ঘরে এই বোনেরও জন্ম । "
আজকাল সম্পদের প্রতি আমাদের এতোই লোভ লালসা বেড়ে গেছে যে,আমরা বোনদেরকে তাদের ন্যায সম্পদের অধিকার ও তাদের বাবার থেকে পাওনা বঞ্চিত করতে দ্বিধাবোধ করিনা একশ্রেনী এ ব্যাপারে খুবই মরিয়া থাকেন যে কিভাবে বোনদের সম্পত্তি না দিয়ে নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখা যায় ।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন এবং বোনদের ন্যায অধিকার বাবার সম্পত্তি বুঝিয়ে দেয়ার মতো মন মানসিকতা আমাদেরও দান করুন !
_________এম.এ.মামুন
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ যে মেয়ে কি না সপ্তাহ সপ্তাহ চাইনিজে খাবার খায় তাকে চিকেন/কর্ণ স্যুপ চিনানোর মত অবস্থা !
মন্তব্য করতে লগইন করুন