আফিম গাজা ইয়াবা হেরোইনের চেয়েও পরোকীয়ার নেশা ভয়ংকর !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৪ মার্চ, ২০১৬, ০৯:২২:১৫ রাত

প্রেম ভালোবাসা আর পরোকীয়ার কাছে ছোট্ট শিশুদের জীবন বিপন্ন ! আজকাল ইন্টারনেট অনলাইন ফেইসবুক ও মোবাইলের কারনে মহামারিতে রুপ নিয়েছে পরোকীয়া নামক ভয়ংকর এই ভাইরাসটি !যার ফলে ধবংস হয়ে যাচ্ছে কিছু নিষ্পাপ নিরপরাধ শিশুর জীবন ! প্রেম ভালোবাসা আর পরোকীয়ার কারনে সমাজ সংসারে যেমন দিন দিন ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি একটি পরিবার ও ব্যক্তিজীবনও ক্ষতিগ্রস্থ হচ্ছে ,আর এতে করে কোমলমতি শিশুরা কেউ হারাচ্ছে তাদের পিতাকে কেউ হারাচ্ছে তাদের মাকে,আর এখনতো পিতামাতাকে হারানোর চেয়ে শিশুরা নিজেরাই সেই পাষান্ড পিতামাতা দ্বারা কখনো নিমর্ম অত্যাচারের শিকার হচ্ছেন কখনোবা এই পরোকীয়া নামক ভয়ংকর পোকাটির বিষাক্ত কামড়ে নিরপরাধ শিশুটিকেই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছেন এ যুগের অনলাইন ইন্টারনেট নামক পরোকীয়ায় আসক্ত প্রেমিকযুগলরা !

সামাজিক অবক্ষয় আর নৈতিক পদস্থলন ও পারিবারিক অশান্তির মূল কারনগুলির মুলে পরোকীয়া অন্যতম । যার ফলে সামজিক পারিবারিক মানসিক ও শিশু নির্যাতনের পাশাপাশি মানুষের মধ্যে অপরাধ প্রবনতা বেড়েই চলছে । এই পরোকীয়ার কারনে একজন শিশু হারাচ্ছে তার মা বাবা ও পরিবারকে । এতে করে শিশুটির সামাজিকভাবে বেড়ে উঠা ও ভবিষ্যত জীবনটাই একটা অনিশ্চিয়তার মধ্যে আটকে পড়ে !

পরোকীয়ার মতো ভয়ংকর ভাইরাসটি এখন আমাদের সমাজ সংসারের মধ্যে ঢুকে পড়ছে একটি ভয়ানক রোগ হিসেবে । একজন ছেলে মেয়ে প্রেমভালোবাসা করলে শুধু তারা দুজনেই হয়তো ক্ষতিগ্রস্থ হন,আর পরোকীয়ার এই ছোবলে সমাজ সংসার সন্তানসহ পুরো পারিবারিক সুখের নীড়টাই ভেংঙ্গে তছনছ হয়ে যায় !

পরোকীয়া বেড়ে যাওয়ার প্রধান কারনগুলোর মধ্যে একটি হচ্ছে "ইন্টারনেট স্বাধীনতা" ফেইসবুক মোবাইল ও কাজের ক্ষেত্রে "সবার সমান অধিকার"এতে করে খুব অল্প সময়ের মধ্যে একজন একজনের সাথে ভাবের আদান প্রদান বিনিময় করতে পারেন, এছাড়া স্বামীস্ত্রীর পারিবারিক কলহ সাংসারিকভাবে একে অন্যের সাথে মনের অমিল হলেই অনেক সময় একজন নতুন সংঙ্গীর অন্বেষণ করে,আর নতুন সংঙ্গীর সন্ধ্যান পেলে আর সংসার জীবন ছেলেসন্তান তাদের কাছে হয়ে উঠে খুব যন্তনার তখন যন্তনা দুর করতেই এই পরোকীয়ার নেশায় মত্ত যুগলরা তাদের সন্তানদের মায়ামমতা ছেড়ে দুনিয়া থেকে সড়িয়েই দিচ্ছেন ! পরোকীয়ার নেশা হেরোইন আফিম গাজা ও ইয়াবার চেয়েও চরম নেশাধর !কাউকে ইয়াবা আফিম থেকে সরানো গেলেও পরোকীয়া থেকে সরানো দুষ্কর ! কারন আফিম গাজার চেয়েও পরোকীয়ার নেশা ভয়ংকর নেশা যা সমাজ সংসার স্ত্রীপুত্র স্বামীসন্তান সব কিছুকেই তুচ্ছ করে দেয় ! একজন বিবাহিত পুরুষ অন্য একজন বিবাহিত কিংবা অবিবাহিত নারীর নেশায় মজে যায় আবার একজন বিবাহিতা নারী একজন বিবাহিত কিংবা অবিবাহিত পুরুষের নেশায় মজে যায় আর এতে করেই আজকাল নিজ গর্ভের শিশুকে হত্যা করে পরোকীয়ার সুরসুরানীতে মেতে উঠছেন কিছু নারীপুরুষ ! সংসার ছেলেসন্তান বিমুখ হয়ে পড়ছে একশ্রেনী ! এসব স্বামীসন্তান স্ত্রীপুত্র ও সংসার বিমুখ নারীপুরুষদের কিভাবে পরোকীয়া বিমুখ করা যায় তা নিয়ে চলছে ব্যাপক গবেষণা যেমনি চলছে কিভাবে একজনকে আফিম মদ গাজা ও হেরোইন বিমুখ করা যায় তা নিয়ে;কিন্তু একজনকে যেমন আফিম ইয়াবার মতো নেশা থেকে ফেরানো কঠিন তার চেয়ে আরো বেশী কঠিন পরোকীয়া নামক ভয়ংকর এই নেশা থেকে ! যা আফিম গাজার মতোই একবার ধরে গেলে ফেরা অসম্ভব !

আসুন নিজের ফ্যামিলিকে ভালোবাসি নিজের স্ত্রীকে ভালোবাসি নিজের স্বামীকে ভালোবাসি নিজের সন্তানদের ভালোবাসি । প্রাচাত্য সংস্কৃতি পরিহার করি যে,যার যার অবস্থান থেকে নিজেদের ধর্মীয় অনুশাসন মেনে চলি ! নিজেদের মধ্যে সেক্রিফাইজ ও কম্প্রোমাইজ করতে শিখি নিজের জীবন নিজের পরিবারের জীবন ও নিজের সন্তানদের জীবনকে বিপথে ঠেলে দিয়ে নিজে সুখে থাকার আশা করাটা বিকৃত মানসিকতারই নামান্তর

! আল্লাহ আমাদের সকলকে ইসলামের পথে থেকে চলার ও বুঝার তৌফিক দিন । আমীন !

লেখক : এম.এ.মামুন

বিষয়: বিবিধ

২৬৭৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361317
০৪ মার্চ ২০১৬ রাত ১১:২৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সমাজে পরকীয়া রোগটা আশঙ্কাজনক হারে বেড়েছে। মানুষের ভিতর নীতি নৈতিকতা আর তাকওয়ার অভাবে এসব হচ্ছে। লেখাটা সুন্দর হয়েছে। ধন্যবাদ
০৫ মার্চ ২০১৬ সকাল ০৫:১০
299430
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আসলেই সমাজে পচন ধরেছে রোধ করা যে সত্যিই কঠিন ! অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে ভালো থাকুন ।
361332
০৫ মার্চ ২০১৬ রাত ১২:৪৯
শেখের পোলা লিখেছেন : একমাত্র ইসলামী শিক্ষা ও ইসলামী আইন ও তার বাস্তবায়নই পারে সমস্ত অসামাজিক কাজ বন্ধ করতে৷ধন্যবাদ৷
০৫ মার্চ ২০১৬ সকাল ০৫:১৩
299431
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে । ভালো থাকুন সুস্থ্য থাকুন ।
361361
০৫ মার্চ ২০১৬ সকাল ০৭:৪১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ মার্চ ২০১৬ বিকাল ০৪:৫৭
299516
মামুন আব্দুল্লাহ লিখেছেন : মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ । ভালো থাকুন সুস্থ্য থাকুন ।
361378
০৫ মার্চ ২০১৬ সকাল ১১:৩৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। পরকীয়া নামটাই যেন ভয়ংকর! আল্লাহ আমাদের বাঁচিয়া রাখুক এসব নোংরামি থেকে।
০৬ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩০
299652
মামুন আব্দুল্লাহ লিখেছেন : ওয়ালাইকুম ওয়াসসালাম ! আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ! আমীন ! ভালো থাকুন সুস্থ্য থাকুন । শুভ কামনা রইলো ।
361389
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:২৮
আফরা লিখেছেন : পরকিয়া কি খায় নাকি ইনজেকশন নেয় তাই তো জানি না -----সরি আপনার গুরুত্বপূর্ণ লেখায় জোক করে ফেল্লাম ভাইয়া ।

আফিম মদ গাজা ও হেরোইন বিমুখ করা যায় তা নিয়ে;কিন্তু একজনকে যেমন আফিম ইয়াবার মতো নেশা থেকে ফেরানো কঠিন তার চেয়ে আরো বেশী কঠিন পরোকীয়া নামক ভয়ংকর এই নেশা থেকে ! যা আফিম গাজার মতোই একবার ধরে গেলে ফেরা অসম্ভব !

তবে বর্তমান সমাজ যা ভাবে এগিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে ভবিষ্যতে মানুষের জীবন থেকে বিয়ে প্রথা উঠে যাবে তখন আর পরকিয়া থাকবে না ।

ধন্যবাদ সুন্দর লিখার জন্য ভাইয়া ।

০৫ মার্চ ২০১৬ রাত ১০:৩০
299602
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহ যেনো কখনো আপনাকে এই বুঝ না দেন। আমিন @ আফরা
০৬ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩৩
299653
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন । আমীন !!
কেমন আছেন আপু ? আল্লাহ আপনাকে ভালো রাখুন । মন্তব্যের অনেক শুকরিয়া ।
361539
০৫ মার্চ ২০১৬ রাত ১০:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : পরকীয়া করে সমাজ, সন্তান, পরিবার সবার ক্ষতি হোক বা না হোক, ব্যক্তি নিজে কখনোই সুখী হতে পারে, সারাক্ষণ একটা অপরাধ কাজ করেই এবং ওই গানের মত অবস্থা হয়, 'দুদিকে বসবাস, দুদিকেই টান...দুপাড়ে যেতে মন করে আনচান, এক পাড়ে গেলে মন, অন্য পাড়ে পীড়ন'।

খুব সুন্দর লিখেছেন জনাব। লিখা চালিয়ে যাবেন।
০৬ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩৪
299654
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকুন সুস্থ্য থাকুন
361598
০৬ মার্চ ২০১৬ দুপুর ০২:৪১
হতভাগা লিখেছেন : প্রেমের সেরা হচ্ছে পরকীয়া

চুরি করে খাওয়া পানি সরবতের মত লাগে
০৬ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩৬
299655
মামুন আব্দুল্লাহ লিখেছেন : সহমত । অনেক শুকরিয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File