বিজয়ের মাসে ( একটি কবিতা )

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৩ ডিসেম্বর, ২০১৫, ০১:২৬:৫০ রাত

আমি দেখিনি বিজয়

শুধু শুনেছি,

আমি দেখিনি বিজয়

শুধু পড়েছি ।

বিজয়ের মাসে তাই-

স্বাধীনতাকে করি স্মরণ,

বিজয় দিবসে গাই মুক্তিযুদ্ধের গান !



করি আনন্দের বিজয়মেলা

করি আনন্দ মিছিল,

গাই স্বাধীনতার গান

গাই শুধু বিজয়ের গান ।

আমি বীর প্রতীক নই

আমি বীর বিক্রমও নই !

শুনেছি শুধু বীর সন্তানদের কথা ।

পড়েছি বীর শ্রেষ্ঠদের

বিজয় গাঁথা জয়মালা,

ওরা বিজয় এনেছে

ওরা স্বাধীনতা দিয়েছে !

হয়েছে অমর দেশে বিজয়ের বেশে

কেউ হারিয়েছে হাত,

কেউবা আবার পা !

কেউবা আবার জীবন দিয়েছে

নিজেকে শহীদ করে !

দেশের জন্যে জীবন দিয়েছে

রক্ত দিয়েছে শত,

মায়ের জন্যে মাটির জন্যে

গেলো কতো প্রাণ শত শত,

ধন্য মা ধন্য মাটি

ধন্য বিজয়ের মাসে ।

তাজা রক্তে তাজা প্রাণে

হলো বিজয় দেশ,

১৬ই ডিসেম্বর বার বার মোরা

পালন করি বেশ ।

বিজয় রেলী বিজয়ের পতাকা

উড়িয়ে দেই মোরা,

একটি দেশ একটি জাতি

মোরা জানি এ কথা ।

____এম.এ.মামুন

সময়কাল : ০৩/১২/২০১৪ইং

লন্ডন,যুক্তরাজ্য

বিষয়: বিবিধ

২২৬৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352492
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৩৩
আফরা লিখেছেন : আমি ও শুনেছি ------
০৪ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৪৬
292768
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকুন
352501
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:২৩
শেখের পোলা লিখেছেন : বিজয় বলিনা তারে বলি পরাজয়৷
তারই সাথে হয়ছে শুরু মোদের অবক্ষয়৷
০৪ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৪৭
292769
মামুন আব্দুল্লাহ লিখেছেন : সহমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File