এ কেমন আচরণ আমাদের ?
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৮ নভেম্বর, ২০১৫, ০৫:২৬:০৫ সকাল
বাংলাদেশের ক্রিকেটকে যারা দিন দিন নতুন থেকে আরো নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন যেই স্বপ্নের নায়কদের স্ত্রী ও পরিবারের সাথে এ কি আচরন করছি আমরা ? অথচ তাদেরই জীবনসংঙ্গীরা সেই ক্রিকেটারদের ক্রিকেট খেলা স্টেডিয়ামে বসে সরাসরি দেখতে ও উপভোগ করতে অনিহা প্রকাশ করছেন !
বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রীর (উম্মে শিশির) সাথে কিছু দর্শকের অশালীন আচরণের পর থেকেই আরেক জনপ্রিয় ক্রিকেট তারকার স্ত্রীও এখন আর মাঠে এসে খেলা দেখছেন না ! তিনি হলেন আমাদের তামিম ইকবালের স্ত্রী ! তামিমের স্ত্রীর ভয় যদি সাকিবের স্ত্রীর মতো দর্শকের উগ্র অশালীন আচরণের শিকার হন তিনি । তাই তামিমের স্ত্রী আয়েশা ইচ্ছা থাকা সত্ত্বেও ঘরে বসেই খেলা দেখেন অথচ তাদের জন্যে সব ধরনের ভিআইপি সুবিধা থাকে । কিছু কিছু ক্ষেত্রে দেশের মানুষের যদি মানসিক পরির্বতন এখনো না আসে,তাহলে আর কবে আমরা পরির্বতন হবো ?
একজন ক্রিকেটার লালসবুজ পতাকাকে দিন দিন বিশ্বে উতজ্জল করছে অথচ এই ধরনের কিছু বিকৃত মনের মানুষের জন্যে পুরো ক্রিকেটপাগল দর্শকরাই সমালোচিত হতে হচ্ছে । যারা বাংলাদেশের সম্মান শ্রদ্ধা বয়ে আনছে তাদের পরিবাররা উতশংখল দর্শকের কারনে ভয়ে মাঠে আসছে না ! এটা সত্যিই আমাদের জন্যে দু:খজনক । ক্রিকেট আমাদের অনেক কিছু দিয়েছে । দেশে এতো রাজনৈতিক হানাহানি ও মতবিরোধের পরও পুরো জাতি কিছু সময়ের জন্যে হলেও সব ভুলে এক হয়ে যায় শুধু একমাত্র এই ক্রিকেটকে ভালোবাসার জন্য । দেশের মানুষ ক্রিকেটকে জাতীয় উতসবতুল্য মনে করে তাই বাংলাদেশের একেকটি জয় তাদের কাছে বাধভাঙ্গা আনন্দের বাধভাঙ্গা আবেগের ! সুতরাং জাতীয় লালসবুজ পতাকার সম্মান যারা প্রতিনিয়ত উতজ্জল করছে তাদের স্ত্রী ও পরিবারদের সাথে এ ধরনের অশালীন ব্যবহার কারো কাছে আমরা আশা করি না ? আমরা ক্রিকেট খেলি একটি জাতি হিসেবে,আর যখন জয় পাই সেই পুরো ক্রিকেটপাগল জাতিটা আনন্দে ভাসি ! তাই সব ক্রিকেটার ও তাদের পরিবারদের প্রতি আমাদের সম্মান দিতেই হবে,কারন তারাই আমাদের জন্যে সম্মান বয়ে আনেন । আশা করি দেশের দর্শকরা এ ধরনের বিকৃত অশালীন আচরণ থেকে বিরত থাকবেন !
______এম.এ.মামুন
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাসায় স্বাধীনভাবে , ইচ্ছেমত খেলা উপভোগ করা যায় । টয়লেট, খাবার ,বোরিং লাগলে চ্যানেল চেন্জ - এসব সুবিধা মাঠে পাওয়া যায় না ।
মন্তব্য করতে লগইন করুন