পথশিশুদের নিয়ে কাজ করতে এসে বিপদে সমাজকর্মীরা ! এদের মুক্তি দেয়া হোক ?

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১১:১৮ রাত

পথশিশুদের নিয়ে কাজ করতে এগিয়ে এসে বিপদে সমাজকর্মীরা

এ সমাজে ভালো কাজ করলেই বেশী বিপদে পড়তে হয় তেমনি পথশিশুদের নিয়ে কাজ করেও একশ্রেনীর দৃষ্টিতে পাচারকারী সন্দেহে কারাভোগ করতে হয় আর প্রকৃত পাচারকারীরা ঠিকই তাদের কাজ চালিয়ে যাচ্ছে !



আসলে দেশ এতোটাই দুষ্কৃতিকারীর দখলে চলে গেছে যে,ভালো সমাজসেবামূলক কাজ করেও প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ ! তেমনি পথশিশুদের নিয়ে একদল সমাজকর্মীদের "মজার ইশকুল" নামক একটি প্রতিষ্ঠানের কিছু কর্মীকে পাচারকারী সন্দেহে জেলহাজতে দিয়েছে ।



এসব সমাজকর্মীরা বাংলাদেশে পথশিশুদের নিয়ে বিগত কয়েক বছর যাবত কাজ করছে । আসলে একজন সমাজকর্মী বা স্বেচ্ছাসেবক হলো সরকারের সহযোগী !



সরকারের বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে ওরা সহযোগীতার হাত প্রসারিত করে । সুতরাং ওদের পাচারকারী না ভেবে মুক্তি দেয়া হোক ।

______এম.এ.মামুন

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342278
১৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন : সরকার চায়না কেও তাদের সহযোগি হোক।
342280
১৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:০৭
শেখের পোলা লিখেছেন : থানার বারান্দায় ওঠাতে পারলেই মোটা অংকের আমদানী হয়৷ সামনে ঈদ৷ কাস্টমার না পেয়ে করে ফেলেছে৷
342301
১৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:২৭
হতভাগা লিখেছেন : এরা পথশিশুদের নিয়ে কাজ করলে যারা এই শিশুদের দিয়ে / নিয়ে ধান্ধাবাজি করতো তাদের কাজে ব্যাঘাত হয় ।

342312
১৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে দেশে টাকার জন্য ১১ মাস এর শিশুকে অাটক করা হয় সেই দেশে পথ শিশুদের জন্য কাজ করা তো মারাত্মক অপরাধ।
342364
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : বিচিত্র দেশের মানুষ আমরা!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File