একজন নারীর ক্ষমতায়ানের চেয়ে একজন নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে বেশী প্রয়োজন ?
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০২:২৬ সন্ধ্যা
দেশের নারী প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী ,সংরক্ষিত মহিলা আসনেও নারী তারপরও নারীরাই সবচেয়ে বেশী নির্যাতনের শিকার !
নারীর ক্ষমতায়ানে বর্তমান সরকার অনেকটাই সফল বলা যায় ; কিন্তু একজন নারীর নিরাপত্তা দানে সরকার সর্ম্পূণ ব্যর্থ ! বিগত সরকারগুলোও নারীদের সেরকম কোনোই নিরাপত্তা দিতে পারেনি ।
আমাদের দেশে সেই নব্বই এর দশক থেকে শুরু করে এ পর্যন্ত যতো সরকারই ক্ষমতায় ছিলো প্রত্যেক সরকার প্রধানই ছিলেন নারী । সরকারের সর্বোচ্চ ক্ষমতার আসনে থেকেও কোনো সরকারই নারী ও নারীশিশুদের নিরাপত্তা দিতে পারছে না অথচ দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেত্রী সংসদের স্পিকার সংরক্ষিত মহিলা আসন থেকে শুরু করে বর্তমানে চাকুরী ক্ষেত্রেও নারীরাই সবচেয়ে সুযোগ বেশী পাচ্ছে ;কিন্তু তার পরেও দেশে বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে নারীশিশু পাচার,নারী ধর্ষণ,নারী নির্যাতন দিন দিন আশংখাজনক হারে বেড়েই চলছে ! এটা কি নারীদের অতিমাত্রায় ক্ষমতায়ান নাকি অতিমাত্রায় নারী স্বাধীনতা ?আসলেই কোনটা ? পত্রিকার পাতা খুললেই শুধূ ধর্ষণের খবর চোখে পড়ে । এছাড়া বিভিন্ন অনলাইন পত্রিকা ও টেলিভিশনেও আমরা প্রতিদিন ধর্ষনের খবর দেখতে পাই । প্রতিনিয়ত বিভিন্ন স্কুল,কলেজ ও ইউনির্ভাসিটি পড়ুয়া মেয়েরা এবং গার্মেন্টস নারী শ্রমিক থেকে শুরু করে গৃহবধু কেউই রেহাই পাচ্ছে না ।
গতকালও এক মেয়ে ও তার মাকে ধর্ষণ করে সেই ভিডিও অনলাইনে প্রকাশ করার হুমকী দেয় । এভাবে কি চলতেই থাকবে নাকি এসব ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান চালু করে দ্রুত এসব বিকৃত অপরাধগুলোর বিচার হওয়া প্রয়োজন । একজন নারীর ক্ষমতায়নের চেয়ে সবচেয়ে বেশী প্রয়োজন একজন নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা । আমি ক্ষমতা পেলাম কিন্তু নিরাপত্তা পেলাম না তাহলে এ ক্ষমতার কতোটুকু স্বার্থকতা রয়েছে ? যে ক্ষমতা একজন নারী নিরাপত্তা দিতে পারে না যে ক্ষমতা একজন নারীকে স্মভ্রমহানী করে সে ক্ষমতার চেয়ে একজন নারীকে নিরাপত্তা দেয়াটাই সবচেয়ে জরুরী আমাদের দেশের জন্যে । একটি পরিবারের কাছে নিরাপত্তা বড়ো ক্ষমতা নয় ? দেশে নারীদের এতো ক্ষমতায়ানের পরও কেন একজন নারী নিরাপত্তাহীনতায় ভুগে কেন প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে ? সুতরাং আমাদের সরকারের উচিত নারীর ক্ষমতায়ন না করে একজন নারীর নিরাপত্তা দেয়া তাহলে সমাজে দেশে নারীরা লাঞ্চনা বঞ্চনা নির্যাতন ও ধর্ষনের মতো বিকৃত নির্যাতন হতে মুক্তি পাবে ।
________এম.এ.মামুন
বিষয়: বিবিধ
৯৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে ক্ষমতা একজন নারীকে নিরাপত্তা দিতে পারে না সে ক্ষমতার চেয়ে একজন নারীকে নিরাপত্তা বিধান করাটাই জরুরী কিন্তু আসলেই এই সরকারগুলো ১০০ শতভাগ সফল মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে । মূল্যবান মন্তব্যের জন্যে শুকরিয়া । ভালো থাকুন ।
মন্তব্য করতে লগইন করুন