যে দেশে সপ্তম ও অষ্টম শ্রেনী পড়ুয়া স্টুডেন্টরাও মদ ও নেশা জাতীয় দ্রব্য পান করে জন্মদিন পালন করে
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:০২:০৬ রাত
হায়রে সংস্কৃতি ? হায়রে তরুন প্রজন্ম ?
সরকার এখন ২০০ % সফল ! সরকারের সকল চেষ্টা এতো দিনে স্বার্থক হয়েছে ! সরকার চেয়েছিলো তরুন প্রজন্ম বিকৃত সংস্কৃতির দিকে ঝুকে পড়ুক তা এখন সর্ম্পূণভাবে সফলতার দিকে ! যে দেশে এখন সপ্তম ও অষ্টম শ্রেনী পড়ুয়া স্টুডেন্টরাও মদ দিয়ে জন্মদিন পালন করে ! অধ:পতনের সীমানা ছাড়িয়ে তরুন প্রজন্ম ! কোথায় গেলো দেশীয় সংস্কৃতি ? নতুন প্রজন্ম ও যুবো সমাজ আজ সত্যিই ধ্বংসের পথে ! বিজাতীয় সংস্কৃতিতে ছেয়ে গেছে পুরো জাতি ! অমুসলিম ছেলেমেয়েরাও এ বয়সে মদ্য পান করেনা আর আমাদের দেশে কোনো কোনো ক্ষেত্রে অমুসলিম দেশগুলোকেও পেছনে ফেলে দিয়েছে যা সত্যিই ভবিষ্যত তরুন প্রজন্মের জন্যে একটি সর্তকবার্তা । জাহিলিয়াতের যুগ হাতছানি দিয়ে ডাকছে ! অন্ধকারে তরুন প্রজন্ম অন্ধকারে সংস্কৃতি !
______এম.এ.মামুন
বিষয়: বিবিধ
১২৬৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা ঢাকার কোন স্কুলের কথা বলতেছেন ?
লিংক প্লিজ
ইউরোপেও ১৮ বছর এর ছোট কাউকে মদ বিক্রি হয়না।
মন্তব্য করতে লগইন করুন