প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লাটি চার্স ও গুলি করা থেকে বিরত করুন ?

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৩:৩০ রাত

রাজনীতি করতে গিয়ে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হলে সেটা হয়তো মেনে নেয়া যায় ;কিন্তু তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে গুলি করা অন্য কিছুই ইংগিত করে ।

ভ্যাট বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাটি চার্স সত্যিই বিবেকহীন ও নরপশুদের কাজ ! পুরো দেশ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ !

সরকার শেষ পর্যন্ত জাতির ভবিষ্যত কর্ণধার জাতির মেধাবীদের ওপর লাটি চার্স শুরু করছে । পুলিশের উচিত কঠোর নিয়ম শৃংখলার মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করা । পুলিশকে এক্ষেত্রে অবশ্যই আরো সহনীয় হতে হবে । একজন শিক্ষার্থী তার অধিকার আদায় করতে এসে পুলিশের মার খাবে এটা কোনোভাবে জাতি আশা করে না । আজ যারা আন্দোলন করছে তারাই একদিন জাতির হাল ধরবে সুতরাং অহেতুক লাটি চার্স ও গুলি থেকে পুলিশকে বিরত থাকতে হবে । আমাদের মাননীয় মন্ত্রী সাহেব মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভুগেন আর তারই ফলে কিছু ভূল সিদ্ধান্ত নিয়ে ফেলেন । শিক্ষাক্ষেত্রে ভ্যাট এটাও একটা চরম ভূল ।

______এম.এ.মামুন

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340927
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যাদের মন ও মাথা ফিরআউন এর অনুসারি তারা কখনই প্রতিবাদ সহ্য করতে পারেনা।
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৬
282611
মামুন আব্দুল্লাহ লিখেছেন : সহমত ।অনেক ধন্যবাদ ।
340944
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০১
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : এই কালো হাত গুলো ফিরিয়ে দেওয়া উচিৎ হবেনা!
340965
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৭
এ,এস,ওসমান লিখেছেন :
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৮
282612
মামুন আব্দুল্লাহ লিখেছেন : Education is fundamental right . So No vat on education. Save student save education.
Thanks .
340980
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সরকার পগলা হয়ে উঠলে পরিনতি ভয়ংকর হবে....
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১৩
282613
মামুন আব্দুল্লাহ লিখেছেন : পাগলা হয়ে উঠলে নয়, পাগলা হয়ে গেছে এ সরকার সব কিছুই বৈধ মনে করে । আমাদের মাননীয় জ্ঞানী মন্ত্রী বলেছেন ঘুষ অবৈধ নয় ! যা কাজে গতি আনে তা নাকি বৈধ ? পাগলা না হইলে কেউ এভাবে কোনো অপকর্মকে সরাসরি পশ্রয় দেয় ? সব অপকর্মকে দেশে লাইসেন্স দিয়ে দিয়ে ।
341025
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:১২
হতভাগা লিখেছেন : যে সব পুলিশ এই পিটুনির কাজ করে খোঁজ নিলে দেখা যাবে যে এদের কেউই ৮ম শ্রেনী পাশ হতে পারে নি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File