প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লাটি চার্স ও গুলি করা থেকে বিরত করুন ?
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৩:৩০ রাত
রাজনীতি করতে গিয়ে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হলে সেটা হয়তো মেনে নেয়া যায় ;কিন্তু তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে গুলি করা অন্য কিছুই ইংগিত করে ।
ভ্যাট বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাটি চার্স সত্যিই বিবেকহীন ও নরপশুদের কাজ ! পুরো দেশ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ !
সরকার শেষ পর্যন্ত জাতির ভবিষ্যত কর্ণধার জাতির মেধাবীদের ওপর লাটি চার্স শুরু করছে । পুলিশের উচিত কঠোর নিয়ম শৃংখলার মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করা । পুলিশকে এক্ষেত্রে অবশ্যই আরো সহনীয় হতে হবে । একজন শিক্ষার্থী তার অধিকার আদায় করতে এসে পুলিশের মার খাবে এটা কোনোভাবে জাতি আশা করে না । আজ যারা আন্দোলন করছে তারাই একদিন জাতির হাল ধরবে সুতরাং অহেতুক লাটি চার্স ও গুলি থেকে পুলিশকে বিরত থাকতে হবে । আমাদের মাননীয় মন্ত্রী সাহেব মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভুগেন আর তারই ফলে কিছু ভূল সিদ্ধান্ত নিয়ে ফেলেন । শিক্ষাক্ষেত্রে ভ্যাট এটাও একটা চরম ভূল ।
______এম.এ.মামুন
বিষয়: বিবিধ
১০৬৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Thanks .
মন্তব্য করতে লগইন করুন