সরকার পড়াশুনাকে বাজারের পণ্য মনে করে ?

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪২:১৯ রাত

একজন শিক্ষার্থীর কাছে পড়াশুনা পণ্য নয় ! এটা তার ভবিষ্যত এটা তার জীবনশক্তি !

শিক্ষাকে সরকার এখন পণ্য হিসেবে ব্যবহার করার চিন্তা করছে

পড়াশুনা করতে শিক্ষার্থীদের টেক্স পে করা এক নজীরবিহীন ঘটনা ! সরকার যেখানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর পাশে দাড়াবে ও তাদের পড়াশুনায় সহায়তা প্রদান করবে,তা না করে উল্টো টেক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে !

জ্ঞানের আলোকে ছড়িয়ে না দিয়ে শিক্ষাকে সরকার একটি পণ্য হিসেবে জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করছে । সরকারের টেক্সের আর কোনো খাত নেই মনে হয় ? প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে যেখানে সরকারকে আরো সহযোগিতার হাত প্রসারিত করা প্রয়োজন সরকার সেখানে বাধা হয়ে দাড়াচ্ছে ! এসব মন্ত্রীদের আত্নহত্যা করে মরা উচিত । আসলে জাতির শিক্ষার ভার যখন জ্ঞানহীন লোকদের কাছে চলে আসে তখন শিক্ষাকে তারা একটা বাজারের পণ্য হিসেবেই ট্রিট করে । কয়েকদিন আগে আমাদের একজন জ্ঞানী মন্ত্রী বলেছেন শিক্ষকদের জ্ঞানের অভাব তাই তারা আন্দোলন করছে । একজন স্টুডেন্টকে এমনিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে মোটা অংকের টাকা পে করতে হয় তার ওপর সরকারের সংযোজন কর শিক্ষাখাতকে কুলোষিতই করবে । শিক্ষাখাতে কর আরোপ করা এটা সরকারের একটা কান্ডজ্ঞানহীন সিদ্ধান্তই বলা যায় ! পাবলিক হোক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক সরকারের উচিত বৈষম্য দূর করা । কোটা প্রথা যেমন মেধা হত্যা করে তেমনি শিক্ষাখাতে কর আরোপও একজন মেধাবী শিক্ষার্থীর সাথে বৈষম্যমূলক আচরণ । বিদেশে বা বিভিন্ন উন্নত দেশগুলোতে সরকার স্টুডেন্টদের লোন দেন ও বিভিন্ন ব্যাংকও লোন দেয় আর আমাদের দেশে পড়াশুনা করতে হলে সরকারকে কর দিতে হবে ! সরকারের কাছে হয়তো শিক্ষা একটা পণ্য হতে পারে ;কিন্তু একজন শিক্ষার্থীর কাছে শিক্ষাটা তার ভবিষ্যত তার জীবন সুতরাং সরকারের এসব বির্তকিত সিদ্ধান্ত থেকে ফিরে আসা উচিত !

______এম.এ.মামুন

বিষয়: বিবিধ

৯১৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341031
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৪৬
হতভাগা লিখেছেন : সব কিছুই এখন ব্যবসায়ীদের কব্জায় চলে এসেছে
১১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৭
282510
মামুন আব্দুল্লাহ লিখেছেন : শিক্ষাটা ব্যবসায়ীদের কাছে পণ্য হতে পারে;কিন্তু একজন স্টুডেন্টের কাছে এটা তার ভবিষ্যত জীবন তৈরির প্রথমধাপ ও নিজেকে সুশিক্ষায় মানুষ হওয়ার একমাত্র মাধ্যম যে শিক্ষা একজন শিক্ষার্থীকে দাড়াঁতে শিখায় সরকার সেটাকে পণ্য হিসেবে ট্রিট করছে । অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকুন । শুভ কামনা
341278
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
প্যারিস থেকে আমি লিখেছেন : মাল বুঝতে পারছেন তার ছাত্র সংগঠনের ছেলেরা ছাত্র নাম নিয়ে অনেক ইনকাম করে তাই এই ব্যবস্হা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File