একটি সর্তকমূলক পোষ্ট

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৭:৪৯ দুপুর

আসছে পবিত্র ঈদুল আযহা

কোরবানীর পশুটি একটু দেখে কিনুন ? ভেজাল পশু কেনা থেকে বিরত থাকুন ও অন্যকে সর্তক করুন ?

মুসলমানদের বছরে দুইটি উৎসবের মধ্যে একটি হলো ঈদুল আযহা,আর ঈদুল আযহাকে কেন্দ্র করে এখনই মানুষের মাঝে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে । বিশেষ করে যেহেতু ঈদুল আযহা আমরা পশু কোরবানী করি তাই ঈদুল আযহার আলাদা একটা আনন্দ থাকে। শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সের মানুষের মাঝে ,আর পশু কেনাকে কেন্দ্র করে এই আমেজ শুরু হয় ঈদের ৫/৬ দিন আগে থেকেই । কেউ ঈদে গ্রামে কেউবা শহরে নিজেদের সুবিধামতে ঈদ উৎযাপন করে থাকে । এই ঈদ উৎসবটা আরো পূর্ণতা পায় পশু কোরবানীর মধ্য দিয়ে। যদি পশুটি হয় আমাদের পছন্দের ও মোটা তাজা তাহলে সবাই খুব খুশি !কিন্তু এই মোটা তাজা পশুই এখন আমাদের জন্যে প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে কারন এই মোটা তাজা পশু ( গরু বা ছাগল ) এখন আমাদের স্বাস্থ্যের জন্যে বিরাট একটা হুমকী । বিশেষ করে পশু ব্যবসায়ীরা অধিক মুনাফা আয়ের জন্যে কোরবানীর ২ থেকে ৩ মাস আগে থেকেই মোটা তাজা করন ঔষধ ইনজেকশন পুশ করা শুরু করছেন

,আর এতেই ঘটছে বিপত্তি ! কারন এসব ঔষধ ও ইনজেকশন মানুষের কিডনী, লিভার ও শরীরের বিভিন্ন অংগকে বিকল করে দেয় । তাই আসুন কোরবানীর পশু কেনার আগে আরো সর্তক হই ও সুস্থ এবং সবল পশু যাচাই করে ক্রয় করি।

...............এম.এ.মামুন...........

বিষয়: বিবিধ

১০৭৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340652
০৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সতর্ক করার জন্য ধন্যবাদ। কিন্তু যে দিনকাল পড়ছে তাতে সব জায়গাতেই ভেজাল,, তাই আপাতত আমাদের দেখেশুনেই পা ফেলতে হবে
340681
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১০
শেখের পোলা লিখেছেন : বেশীর ভাগ কোরবাণী দাতাই পশু কিনতে গোশ্তের হিসাব কষেন৷ তাদের জন্য অবশ্যই সতর্ক বাণী৷৷ ধন্যবাদ৷
340701
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জরুরি পোষ্টটির জন্য ধন্যবাদ। এই ধরনের মোটাতাজা গরু একরকম অসুস্থ ও হয়। অসুস্থ প্রানিতে কুরবানি জায়েজ নয়।
340779
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৪২
আব্দুল গাফফার লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File