একটি সর্তকমূলক পোষ্ট
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৭:৪৯ দুপুর
আসছে পবিত্র ঈদুল আযহা
কোরবানীর পশুটি একটু দেখে কিনুন ? ভেজাল পশু কেনা থেকে বিরত থাকুন ও অন্যকে সর্তক করুন ?
মুসলমানদের বছরে দুইটি উৎসবের মধ্যে একটি হলো ঈদুল আযহা,আর ঈদুল আযহাকে কেন্দ্র করে এখনই মানুষের মাঝে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে । বিশেষ করে যেহেতু ঈদুল আযহা আমরা পশু কোরবানী করি তাই ঈদুল আযহার আলাদা একটা আনন্দ থাকে। শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সের মানুষের মাঝে ,আর পশু কেনাকে কেন্দ্র করে এই আমেজ শুরু হয় ঈদের ৫/৬ দিন আগে থেকেই । কেউ ঈদে গ্রামে কেউবা শহরে নিজেদের সুবিধামতে ঈদ উৎযাপন করে থাকে । এই ঈদ উৎসবটা আরো পূর্ণতা পায় পশু কোরবানীর মধ্য দিয়ে। যদি পশুটি হয় আমাদের পছন্দের ও মোটা তাজা তাহলে সবাই খুব খুশি !কিন্তু এই মোটা তাজা পশুই এখন আমাদের জন্যে প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে কারন এই মোটা তাজা পশু ( গরু বা ছাগল ) এখন আমাদের স্বাস্থ্যের জন্যে বিরাট একটা হুমকী । বিশেষ করে পশু ব্যবসায়ীরা অধিক মুনাফা আয়ের জন্যে কোরবানীর ২ থেকে ৩ মাস আগে থেকেই মোটা তাজা করন ঔষধ ইনজেকশন পুশ করা শুরু করছেন
,আর এতেই ঘটছে বিপত্তি ! কারন এসব ঔষধ ও ইনজেকশন মানুষের কিডনী, লিভার ও শরীরের বিভিন্ন অংগকে বিকল করে দেয় । তাই আসুন কোরবানীর পশু কেনার আগে আরো সর্তক হই ও সুস্থ এবং সবল পশু যাচাই করে ক্রয় করি।
...............এম.এ.মামুন...........
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন