পুলিশ যেখানে মানুষকে হেল্প করবে সেখানে মানুষ তাদের কাছে নিরাপত্তাহীনতায় ভোগে !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ৩০ আগস্ট, ২০১৫, ০৪:৪৭:০০ বিকাল
যেখানে মানুষ সমস্যায় পড়লে পুলিশ এসে একজনকে সহায়তা করে,আমরা বিভিন্ন উন্নত দেশগুলোতে তাই দেখছি ।শুধু উন্নত দেশই না শুধু আমাদের দেশ ছাড়া সব দেশের পুলিশের কাছ থেকেই সব ধরনের হেল্প পাবেন। এক বৃটেনের কথা যদি ধরি এখানকার পুলিশরা অনেক হেল্পফুল মানুষ কোনো সমস্যায় পড়লে প্রথমে এখানে পুলিশের কাছেই হেল্প চায় ,আর আমাদের বাংলাদেশে পুলিশ একজনকে সহযোগিতা করার বদলে আরো সমস্যায় ফেলার চেষ্টা করে । বাংলাদেশে পুলিশ শব্দটা এখন মানুষ মনে করে এটা একটা গালির নাম । বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিরা যেমন দেশের জন্যে দেশের মানুষের জন্যে একটা মারাত্নক ফেক্টর তেমনি পুলিশও । রাজনৈতিক নেতাদের ওপর যেমন সাধারণ মানুষের কোনোই আস্থা,বিশ্বাস ও সামান্যতম শ্রদ্ধাবোধ নেই তেমনি পুলিশের ওপর থেকেও সাধারণ মানুষের বিন্দুমাত্র সম্মান শ্রদ্ধা নেই, কারন রাজনৈতিক ব্যক্তি ও পুলিশ একই সূত্রে গাথা একজন আরেক জনকে প্রয়োজনে ব্যবহার করছে তবে এখানে পুলিশের চেয়ে রাজনৈতিক নেতাদের স্বার্থটাই সবচেয়ে বেশী । রাজনৈতিক নেতা সরকারী আমলা এদের মানসিক পরির্বতন যতো না আসবে ততোদিন পুলিশ বাহিনীর দোষ দিয়েও কি হবে ? কারন এসব পুলিশদের পদন্নোতি থেকে শুরু করে নিয়োগ সব কিছুই হচ্ছে রাজনৈতিক নেতাদের মাধ্যমে ।
_____এম.এ.মামুন
বিষয়: রাজনীতি
১১০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিরীহ মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতানো পুলিশের সবচেয়ে প্রিয় কাজ ।
মন্তব্য করতে লগইন করুন