প্রসংগ ফেইসবুক ও অনলাইন মিডিয়া ! একজন লেখক কখনও লাইক ও কমেন্টস্ পাওয়ার জন্যে লিখে না !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২১ আগস্ট, ২০১৫, ০১:২৬:০৪ রাত

আজকাল ভালো কিছু বলতে গেলে কিছু লিখতে গেলে বলে ছেলেটা সেকেলে এখন কি আর সেই যুগ আছে ! ছেলে মেয়েরাতো একটু ফ্যাশন করবেই আবার বলে ছেলেটার লেখায় জেহাদী ভাব ছেলেটা মনে হয় কোনো ইসলামী দল বা সংগঠন করে আরো অনেক কিছু । ইসলামের পক্ষে লিখলেই কি জেহাদি ? ইসলামের কথা বললেই কি একজন রাজনীতির সাথে জড়িত থাকে । একজন ব্যক্তির নিজস্ব অভিব্যক্তি,অভিপ্রায় থাকতেই পারে ! আজকাল তো ইসলামীক কথা লিখাই যায় না !

সরকারের বিরুদ্ধে যুক্তিসংগত,বাস্তবসম্মত,সমসাময়িক ও সাধারণ মানুষের পক্ষ নিয়ে কিছু লিখলেও সমস্যা ! তাহলে এভাবেই চলবে সমাজ সংস্কৃতি ও দেশ ?

আমাকে কয়েকদিন আমার বন্ধুরা ফেইসবুকে ইনবক্স করে বললো যে তোমার লেখা ঠিক আছে ভালোই লিখো;কিন্তু লাইক দিতে পারি না কমেন্টস্ও করতে পারি না ! আমি কি লাইক আর কমেন্টস্ পাওয়ার জন্যে লেখালেখি করি । একজন লেখক কখনো লাইক ও কমেন্টস্ পাওয়া জন্যে লিখেনা ! হয়তো বর্তমান সময়ে ফেইসবুক ও অনলাইন মিডিয়ার কারনেই লাইক ও কমেন্ট দেয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবং একজন লেখককে ভালো কিছু লিখতে লাইক ও কমেন্টস্ উতসাহিত করে এটুকুই বলা যায় । এক সময়তো এই ফেইসবুক ছিলোনা এরকম অনলাইন নিউজপেপারও ছিলোনা তখন তারা কি লাইক পেতো ?তারা কি এভাবে কমেন্টের আশায় লিখতো ? একজন লেখক তার কল্পনাগুলোকে তার ভাবনাগুলোকে সবার কাছে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলে । কখনো সেটা একজন লেখকের একান্তই ব্যক্তিগত,কখনো বিভিন্ন সমসাময়িক আবার কখনো দেশের পক্ষে কখনোবা সমাজ ও সাধারণ মানুষের কথা চিন্তা করে,আর এসব লেখাগুলোই হয়তোবা বিভিন্ন পারিপাশ্বিকতার কারনে মাঝে মাঝে একটি দেশের ক্ষমতায় থাকা সরকারের বিপক্ষে চলে যায়,আবহমান কাল ধরেই প্রতিটি দেশেই জনগণ সরকারের বিপক্ষে অবস্থান করে । হয়তো কোনো দেশে সরকারের বিপক্ষে সাধারণ মানুষ বেশী অসহনীয় হয়ে উঠে আবার কোনো দেশে হয়তো এতোটা হয় না ।

গল্প, কবিতা,উপন্যাস,ভ্রমণকাহিনী ও অন্যন্যা প্রসংগ ছাড়াও একজন লেখক তার দেশ সরকার সংস্কৃতির পক্ষ বিপক্ষ নিয়ে লিখতেই পারে,আর এটাই একজন লেখকের স্বার্থকতা । জনগণ ও দেশ নিয়েই সরকার , সরকারকে নিয়ে জনগণ নয় ; এখন সবকিছু তার বিপরীত হয়ে গেছে তাই একজন লেখক অনেক সময় ইচ্ছে করেই সরকারের বিপক্ষে লিখতে চায় না আর যারা দুএক কলম লিখেও তারা সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে ভালো থাকতে পারে না ! সুতরাং একজন লেখককে তার মতো করে লিখতে দিন ! এতে দেশের জন্যে জাতির জন্যে একটি দেশের সরকারের জন্যে খারাপ হবে না কারন একজন প্রকৃত লেখক কখনো দেশ ও জনগণের বিপক্ষে তার স্বজাতি তার স্ব স্ব ধর্মকে আঘাত করে লিখে না । দেশের জন্যে দেশের মানুষের জন্যেই তাদের শ্রম,আর তাদের ভাবনাগুলোও দেশ ও দেশের মানুষগুলোকে ঘিরেই । হয়তো বাস্তবতার নিরিখে কিছু কিছু লেখা কিছু মানুষের বিপক্ষে চলে যায় এটা একজন লেখকের দোষ নয় এটাই আমাদের প্রাকৃতিক ও সহজাত নিয়ম ।

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337227
২১ আগস্ট ২০১৫ রাত ০১:৪২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর বলেছেন, ধন্যবাদ।
২১ আগস্ট ২০১৫ রাত ০২:২৪
278922
মামুন আব্দুল্লাহ লিখেছেন : ওয়ালাইকুম ওয়াসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ।
মন্তব্যের জন্যে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
337231
২১ আগস্ট ২০১৫ রাত ০১:৫৩
নৈশ শিকারী লিখেছেন : ভালো লাগলো!
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪৫
279092
মামুন আব্দুল্লাহ লিখেছেন : মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
337258
২১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৩২
নাবিক লিখেছেন : দারুণ বলেছেন, ভালো লাগলো
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪৬
279093
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
337279
২১ আগস্ট ২০১৫ সকাল ১১:৫১
আফরা লিখেছেন : অনেক ভাল বলেছেন ধন্যবাদ ।
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:২৮
279084
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আপু মনি আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে ভালো থাকুন । শুভ কামনা ।
337290
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্য লিখেছেন।
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪৪
279090
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
337376
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লাইক কমেন্ট পাওয়ার জন্য না লিখলেও এর মুল্য আছে।
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:২৭
279083
মামুন আব্দুল্লাহ লিখেছেন : হ্যা এই বললাম একজন লেখক ভালো কিছু লিখতে উতসাহিত ও অনুপ্রানিত করে ;কিন্তু আসলেই কি একজন লেখক লাইক কমেন্ট পাওয়ার জন্যই লিখে হয়তো বর্তমানে অনেকেই তা করে এটা বাস্তব সত্য । অনেক অনেক ধন্যবাদ রিদওয়ান ভাই ভালো থাকুন । শুভ কামনা রইলো ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File