এবার কিশোর হত্যা ! হাজারীবাগে কিশোরকে পিটিয়ে হত্যা করলো দূর্বৃত্তরা !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৭ আগস্ট, ২০১৫, ০৮:০৯:৩৩ রাত

হত্যা যেনো বন্ধই হবে না !

রাজধানীতে মোবাইল চুরির অভিযোগে রাজা ১৮ নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার হাজারীবাগের গণকটুলি এলাকায় এই ঘটনা ঘটে।

হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়াসহ কয়েকজন রাজাকে বাসা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেছেন রাজার ফুপু রত্না বেগম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রত্না বেগম জানান, বিকেল ৩টার দিকে কয়েকজন যুবক রাজাদের গণকটুলির বাসায় প্রবেশ করে মোবাইল চুরি করার অভিযোগ দিয়ে রাজাকে ধরে নিয়ে যায়। পরে নিজেদের এলাকায় নিয়ে রাজাকে বেধমভাবে মারধর করে। মারধরের পর রাজা অসুস্থ হয়ে পরলে দুর্বৃত্তরা সামান্য চিকিৎসাসেবাও দেয়। পরে আহত অবস্থায় রাজাকে বাসার সামনে ফেলে রেখে দূর্বৃত্তরা চলে যায় ।

রত্না দাবি করেন, রাজাকে মারধর করা ওই দুর্বৃত্তদের একজন ছিলেন হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া।

এরপর রাজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বিকেল প্রায় ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এ বিষয়ে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে সব দেখে তারপর আমরা বলতে পারব কী হয়েছে।’

সম্প্রতি চুরির অভিযোগ এনে সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন ও বরগুনায় রবিউল নামের দুই শিশুকে হত্যা করা হয়। খুলনায় কাজ ছেড়ে দেওয়ায় নৃশংসভাবে খুন করা হয় শিশু রাকিবকে। এভাবে যদি একের পর শিশু হত্যা চলতেই থাকে তাহলে প্রসাশন পুলিশ ও আইন শৃংখলা বাহিনীরই কি প্রয়োজন ?

বিষয়: বিবিধ

১০০০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336494
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশে তো ভাই এখন মানুষই নাই্
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৪০
278340
মামুন আব্দুল্লাহ লিখেছেন : শিশু হত্যা কি নিয়ম হয়ে গেলো ?
আজ আমরা মাছ চুরি মোবাইল চুরির কারনে একজন শিশুকে মেরে ফেলছি অথচ দূর্নীতি করে সরকারের ও দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশকে অর্থনৈতিকভাবে দূর্বল করে ফেলছে অথচ এসব চুরির দায়ে সবাই বুক ফুলিয়ে বেড়াচ্ছে ।
336496
১৭ আগস্ট ২০১৫ রাত ০৯:১০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এ দেশে যেন শিশু হত্যার উৎসব হচ্ছে! ধন্যবাদ
১৮ আগস্ট ২০১৫ রাত ০৩:৫৩
278388
মামুন আব্দুল্লাহ লিখেছেন : জানি না আসলেই এর শেষ কোথায় ?
336513
১৭ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৪
নারী লিখেছেন : এরা কি মানুষ?
কিভাবে পারে সামান্য কারণে সামন্য মানুষটিকে মারতে?
আর অসামান্য অন্যায় করে যাচ্ছে তাদের মারা তো দূরে থাক পারলে সালাম দেয় মানুষ।
১৮ আগস্ট ২০১৫ রাত ০৩:৫৪
278389
মামুন আব্দুল্লাহ লিখেছেন : সমাজে আজ এদের মতো লোকদের আনাগোনা বেড়েই চলছে যার কারনে সামান্য কারনেই এরা শিশুহত্যার মতো বিকৃত হত্যার উতসব করছে ।
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৮
278424
নারী লিখেছেন : সহমত
336520
১৭ আগস্ট ২০১৫ রাত ১০:০২
হতভাগা লিখেছেন : রাজা ১৬ এর সৌভাগ্য হয়েছে ছাত্রলীগের থানা সভাপতি তাকে নিজ হাতে সেবা(!) দিয়েছে।
১৮ আগস্ট ২০১৫ রাত ০৩:৫৬
278390
মামুন আব্দুল্লাহ লিখেছেন : যেখানে শিশুরা নিরাপদ নয় সেখানে জীবনযাত্রা সত্যিই দূর্ভিসহ হয়ে পরেছে ।
336998
১৯ আগস্ট ২০১৫ রাত ১০:৫৭
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
২১ আগস্ট ২০১৫ রাত ০২:১৮
278921
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ । প্রতিবেশী ভাই । ভালো থাকুন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File