জাতীয় শোক দিবস ও কিছু কথা

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৫ আগস্ট, ২০১৫, ০৬:৩৩:৪১ সন্ধ্যা



প্রতি বছরের ন্যায় বাংলাদেশে এ দিন সরকারী ছুটি । এ দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয় । বংগবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারকে কিছু দুষ্কৃতিকারী( শেখ হাসিনা ও শেখ রেহানা ব্যতিত) পরিবারের অন্য সদস্যদের নিমর্মভাবে হত্যা করা হয়েছিলো তাদের বেদায়ী আত্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ দিবসটিকে জাতীয় শোক হিসেবে পালন করা হয় এবং এ দিন সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে । দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও বংগবন্ধুর পরিবার দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে ;কিন্তু কিছু মানুষ এ দিবসটি পালনে অস্বীকৃতি জ্ঞাপন করে ।

প্রতিটি দেশেই জাতীয় নেতাদের শ্রদ্ধা জানানো হয়; কিন্তু আমাদের দেশে রাজনৈতিক হানাহানির কারনে কখনো জাতীয় নেতাদের সঠিকভাবে সম্মান দেখানো হয় না ! এই রাজনৈতিক কাদা ছড়াছড়ির জন্যে ও প্রতিপক্ষের হিংসাত্নক কার্যকলাপের কারনে দেশের মানুষ কখনোই জাতীয় নেতাদের সঠিকভাবে শ্রদ্ধা ও সম্মান দিতে পারে না । আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও একশ্রেনী শ্রদ্ধা ও সঠিক সম্মান দিতে বা স্বীকৃতি দিতে চায় না,তেমনিভবে বংগবন্ধু শেখ মজিবুর রহমানকে একশ্রেনী স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় । তেমনিভাবে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ,শহীদ সরোওয়ারর্দী মাওলানা আবদুল হামিদ খান ভাসানী আরো যারা ছিলেন অনেককেই একটি শ্রেনী তাদের স্বীকৃতি ও সম্মান শ্রদ্ধাবোধ করে না । এভাবে আসলে একটি জাতি এগোতে পারে না বা চলতে পারে না । মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর পার হওয়ার পরও আজও পর্যন্ত এ নিয়ে চলছে বির্তক আর বির্তক । যা একটি দেশকে জাতি হিসেবে বিভক্তির দিকে নিয়ে গেছে । তাই আসুন আর বিভক্তি না করে জাতীয় নেতাদের যার যার কাছ থেকে তাদের সম্মান করি তাদের শ্রদ্ধা ও স্বীকৃতি দিয়ে একটি জাতি হিসেবে সবাই মিলে কাজ করে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সহায়তা করি । যে দেশ সম্মানিতদের সম্মান ও স্বীকৃতি দেয়না সে দেশে জ্ঞানী লোক জন্মানোও ঠিক নয় ।

__________এম.এ.মামুন

বিষয়: বিবিধ

১২২৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335978
১৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ
১৬ আগস্ট ২০১৫ রাত ০৪:৪৮
277970
মামুন আব্দুল্লাহ লিখেছেন : ধন্যবাদ । ভালো থাকুন
335982
১৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১০
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো মুল্যায়ন করেছেন।
১৬ আগস্ট ২০১৫ রাত ০৪:৪৯
277971
মামুন আব্দুল্লাহ লিখেছেন : মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ ।
335993
১৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
রক্তলাল লিখেছেন : মুক্তিযুদ্ধের সিপাহসালার ওসমানী নিয়ে রীতিমত শোরগোল পড়ে যাওয়া উচিৎ ছিল।
কতটুকু সংকীর্ণ, নীচ হলে এসব বীর দের নিয়ে টু শব্দ করা হয়না?
১৬ আগস্ট ২০১৫ রাত ০৪:৫১
277972
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আপনি ঠিক বলেছেন আসলেই তাদেরকে আমরা মূল্যায়ন করি না । অনেক ধন্যবাদ । ভালো থাকুন
335999
১৫ আগস্ট ২০১৫ রাত ০৮:১০
শেখের পোলা লিখেছেন : কথাতো ঠিকই বলেছেন কিন্তু জাতিয় নেতা চেনা বড় মুসকিল যে৷
১৬ আগস্ট ২০১৫ রাত ০৪:৫১
277973
মামুন আব্দুল্লাহ লিখেছেন : ধন্যবাদ ভালো থাকুন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File