এক ধর্ষিতার জবানবন্দী

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১১ জানুয়ারি, ২০১৩, ০৩:২৩:১৪ রাত

দেশে বিদেশে প্রতিনিয়ত একটা খরব মানুষের মুখে মুখে আজ খুব বেশী শুনা যাচ্ছে তা হলো ধর্ষন । কোনো মেয়েকে ধর্ষন করা যেনো খুবই সহজ একটি ব্যাপার । ভারতীয় উপমহাদেশে ধর্ষনের সংখ্যা দিন দিন যে হারে বাড়ছে তাতে এ থেকে বেড়িয়ে আসা খুবই কঠিন। এর জন্যে বেশীর ভাগ ক্ষেত্রে আমরা নিজেরাই বেশী দায়ী এতে কেনো সন্দেহ নাই। ভারতে বছরে প্রায় ২৬ হাজার নারী মহিলা ধর্ষিত হচ্ছে এটা পুলিশের রেজিস্টার্ড বুক থেকে জানা যায়, এছাড়া আরো প্রায় দিগুণ নারী মহিলা প্রতিদিন ধর্ষনের শিকার হচ্ছে যা তাদের নথিতে জমা পড়েনি । এটা শুধু ভারতীয় উপমহাদেশ ও বাংলাদেশ নয়,এটা একটা সংস্কতিতে পরিনত হয়েছে। সারা বিশ্বেই এখন ধর্ষন এটা সাধারন ঘটনার মতো। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা ইনটারনেট আশক্তির কারনে দিন দিন আরো বেপোরোয়াভাবে তাদের জীবন পরিচালিত করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যেভাবে ইনটারনেট, মোবাইল, ফেইজবুক, ইউটিউব ও অন্যান্য মাধ্যমগুলোতে জড়িয়ে পড়ছেন, এছাড়া বর্তমানে যেহারে বিভিন্ন ইংরেজী, হিন্দি ও অন্যান্য ভাষার মুভিগুলোতে যৌন দৃশ্য সংযোজন করে মুভি তৈরী করছে এটাই ধর্ষনের প্রধান কারন বলে তারা মনে করছেন। এছাড়া মেয়েদের বেপোরোয়া জীবন যাপনও এর জন্যে দায়ী । বর্তমান সময়ের মেয়েরা তাদেরকে আরো আকর্ষনীয় করে তোলার জন্যে তাদের পোষাক পরিচ্ছদকে কোনো কোনো ক্ষেত্রে পাশ্চাতকে হার মানিয়ে গেছে। দিন দিন তারা তাদের আরো উম্মুক্ত করে দিচ্ছে। বাংলাদেশের নতুন প্রজন্মও দিনে দিনে খারাপের পথে চলে যাচ্ছে। এর জন্যে অভিবাবকদের আরো সক্রিয় ভুমিকা পালন করতে হবে। ধর্ষনের জন্যে অধিকাংশ ক্ষেত্রে মেয়েরা দায়ী হলেও তবে কিছু কিছু ক্ষেত্রে আবার ছেলেরা বেশী দায়ী । ছেলেরা মেয়েদের সময়ে অসময়ে কারনে অকারনে দোষে বিনা দোষে মেয়েদের ডিসর্টাব করে । এছাড়া কিছু নরপশু আছে যারা মেয়ে দেখলেই তাদের চোখ মেয়েদের ওপর পড়ে। অনেক চেষ্টা করেও তখন মেয়েটি ওই হায়েনার কাছ থেকে আর রক্ষা পায় না, আর এভাবেই প্রতিনিয়ত আমাদের দেশে মেয়েরা ধর্ষিত হচ্ছে। এ থেকে বেরিয়ে আসছে হলে আমাদের সরকারকে আরো সক্রিয় ভুমিকা পালন করতে হবে।বিভিন্ন পত্র পত্রিকা, টেলিভিশন এ ব্যাপারে আরো তথ্যমূলক প্রচারোণায় এগিয়ে আসতে হবে। ধর্ষনের শাস্তি হিসেবে মৃতুদন্ডের বিধান চালু করা ও ধর্ষকের যৌন ক্ষমতা নষ্ট করার বিধান চালু করলে হয়তো জাতি, দেশ ও বিশ্ব এ থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবে। না হয় এ ব্যাধি আরো ভয়ানক আকার ধারন করবে।

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File