এটা কি ধরনের সম্মান এটা কি ধরনের পুরস্কার ?

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৫ এপ্রিল, ২০১৫, ০৯:৩৮:৩৪ রাত

একজন মানুষকে আমরা মৃত্যর পর জানতে পারি, চিনতে পারি বুঝতে পারি । অথচ তার খ্যাতিকে তার জীবদ্দশায় আমরা কখনো মূল্যায়ন করতে পারিনি । আমরা একজনকে মূল্যায়ন করি তার জীবনকর্ম শেষ হওয়ার পর । আমরা কতো বড়ো হীনমন্য জাতি যে, একজন গুণীব্যক্তিকে মরণের পরে সম্মান জানাই । এটা কোন ধরনের সম্মান ? এটা কোনো ধরনের পুরস্কার । এটা আসলে পুরস্কার হতে পারে না ! এটা ঐ ব্যাক্তির প্রতি আসলেই এক ধরনের করুনা বা তিরস্কার বলা চলে । মরনোত্তোর... সম্মাননা পুরস্কার শুধুই বাংলাদেশেই দেয়া হয়, যে জাতি কোনো সম্মানিত ব্যক্তিকে মৃত্যুর পর সম্মান দেয় বা সম্মান জানায় । এই সম্মান কার জন্যে ? যার জন্যে আমরা পুরস্কার দিচেছ সেতো আর দুনিয়াতে নেই । আমরা মৃত্যুর পর বুঝতে পারলাম যে, সে পুরস্কার পাওয়ার যোগ্য অথচ বেঁেচ থাকতে আমরা তাকে যোগ্য মনে করিনি । মৃত অবস্থায় এই পুরস্কারের কোনোই অথ নেই ঐ ব্যক্তির জীবনে । এটা কি ধরনের সম্মান যেটা আমরা তাকে জীবিত অবস্থায় দিতে পারলাম না ? এমন হতে পারে যে ''স্বাধীনতা পুরস্কার'' ( যারা দেশের জন্যে প্রাণ দিয়েছেন তারাই পেতে পারে মরোত্তোর সম্মাননা পুস্কার ) সেটা হয়তো মানা যায় যে, ঐ ব্যক্তি যুদ্ধ করে হঠাৎ মারা গেছেন তাই মরনোত্তোর পুরস্কার দেয়া হয়;কিন্তু যে ব্যক্তি তার জীবদ্দশায় পাওয়ার যোগ্য ছিলো অথচ আমরা তাকে তার প্রাপ্য থেকে অধিকার থেকে বিরত রেখেছি । এই পুরস্কারটা যদি আমরা তার সামনে দিতাম তাহলে ঐ ব্যক্তি আরো বেশী স্মানিত হতেন ও তার জীবনকর্মে আরো বেশী আগ্রহী হয়ে কাজ করতেন । যদি সরকার এই পুরস্কারটি দিতেই চায় তাহলে যারা কোনো দূর্ঘটনায় মারা যায় বা কোনো যুদ্ধে মারা যায় একমাত্র তাদেরই এই সম্মননা দিতে পারেন নতুবা এই পুরস্কারের কোনোই অর্থ নেই ! সম্পূর্ণ মূল্যহীন একটি পুরস্কার যার কোনোই অর্থ বহন করে না । আমরা একজনকে মৃত অবস্থায় সম্মান করলাম এটা কোন ধরনের সম্মান যা তাকে জীবিত অবস্থায় দিতে পারলাম না ! এটা আসলেই আমাদের চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় ।আমরা মরনোত্তোর ভাতা দিতে পারি যা ঐ ব্যক্তির পরিবারের চলার জন্যে উপকারে আসবে তাদের জীবনজীবিকায় সহায়তা করতে সরকার চাইলে শুধু এটা করতে পারে । শুধু শুধু মরনোত্তোর পুরস্কার দিয়ে কোনোই লাভ নেই যা ঐ ব্যক্তি দেখতে পারলোনা । আমরা একজনকে তার কর্মের জন্যে তাকে জীবিত থাকতেই সম্মানিত করতে পারতাম যা তার প্রাপ্য ছিলো । হয়তো অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন আবার হয়তো কেউ একমত হবেন । আমরা আসলেই এক আজব জাতি ! আমরা সম্মানিতদের সম্মান করি মৃত্যুর পরে যা সত্যিই দু:খজনক ।

..........এম.এ.মামুন

বিষয়: বিবিধ

৮৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File