বই পড়া এদের নেশা !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ৩০ নভেম্বর, ২০১৪, ০৬:০৯:২০ সন্ধ্যা

লন্ডনে আসার পর একটা বিষয় সব সময় আমার চোখে পরে তা হলো ব্রিটিশদের বই পড়ার নেশা। ব্রিটিশরা পত্রিকা পড়ার চেয়ে বই পড়াটাকেই বেশি প্রাদান্য দেন ! বৃটেনের পাবলিক

লাইব্রেরীগুলোতে পাঠকদের সমাগমই এর প্রমান পাওয়া যায়। এছাড়া প্রতিদিন যে বিষয়টা সবচেয়ে বেশি দেখা যায় তা হলো ট্রেনে ও টিউবে ব্রিটিশদের বই পড়া ! মাঝে মাঝে বাসেও ব্রিটিশদের বই পড়তে দেখা যায়।

অথচ আমাদের দেশে বাসে ট্রেনে বই পড়াতো কল্পনাও করা যায়না ! মাঝে মাঝে ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় বই অথবা নোটবুক রিভিশন দিতে দেখা যায়। আমাদের দেশে বাসে ট্রেনে উঠলে ফালতু আলোচনাই সময় কাটে! অথবা রাজনৈতিক আলোচনাই বেশি হয় ! ব্রিটিশরা তাদের সময়টা কাজে লাগায় বই পড়ে আর এজন্যই বাসে কিংবা ট্রেনে ব্রিটিশরা বই পড়ে সময়টা কাটায় একদিকে সময়ও কাটল বই পড়ে কিছু শিখাও হলো,আর এর ফলে তারা বাজে আলাপচারিতা থেকে নিজেকে বিরত রাখছে।এটাই আমাদের সাথে তাদের পার্থক্য।তবে আমাদের দেশে বাসে ট্রেনে লোকদের পত্রিকা পড়তে দেখা যায়। একটি কবিতার দুটি লাইন মনে পড়লো........

"আমাদের দেশে হবে সেই ছেলে কবে

কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে "

সমাজ ও দেশকে বদলাতে বই থেকে আর ভালো কিছু হতে পারেনা ! তবে সেটা হতে হবে অবশ্যই একটা ভালো যে বই জাতি,দেশ,সমাজ ও মানুষকে বদলে দেতে সহায়তা করে ! আসুন আমরাও শুরু করি বই পড়ার আন্দোলন ?

লেখক:______এম.এ.মামুন

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289966
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
এই বিষয়টি আগেও অনেকরে কাছে শুনেছি। শুধু বৃটিশ কেন আমাদের নিকটবর্তি মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এ ও দেখেছি মানুষ চলন্ত ট্রেন বা বাসে বই বা পত্রিকা পরছে। অনেকে এই সময় নাকি কুরআন শরিফ ও পড়ে। আমরা এই সময়টা বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট করি।
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
233727
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ সবুজ ভাই । তবে আমি মালেশিয়া ও সিংগাপুরের কথা বলতে পারবো । বৃটেনে দেখেছি তাই শেয়ার করলাম । ভালো থাকুন শুভ কামনা রইলো
289993
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৮:০৫
নিরবে লিখেছেন : এই অভ্যাসটা আমাদের সবার থাকা উচিত।
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:১২
233880
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।শুভ কামনা ।
290017
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩০
আফরা লিখেছেন : শুধু ব্রিটিশদের মাঝেই নয় আমার মনে হয় ইউরোপীয়ানদের মাঝে ই এই অভাাসটা চোখে পড়ার মতই । ভাল লাগল ধন্যবাদ ।
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:১১
233879
মামুন আব্দুল্লাহ লিখেছেন : জ্বি আপু আপনি আসলে ঠিক বলেছেন । অনেক ধন্যবাদ । ভালো থাকুন শুভ কামনা রইলো ।
290146
০১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:২৭
বিবেকবান লিখেছেন : ভালো লাগলো
০২ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৮
234273
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকুন । শুভ কামনা রইলো ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File