একটি কবিতা ............

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৯ নভেম্বর, ২০১৪, ০৫:১২:৫৩ বিকাল

"ভেজাল"

ভাষা আমার ভেজাল নয়,

ভাষা আমার খাঁটি।

দেশ আমার ভেজাল নয়,

দেশ আমার মাটি।

মানুষ ভেজাল কথা ভেজাল!

ভেজাল তার মন !

টাকা ভেজাল খাদ্য ভেজাল,

ভেজাল মানুষ সব ।

পড়ায় ভেজাল লেখায় ভেজাল

ভেজাল সার্টিফিকেট !

ডাক্তার ভেজাল বিচারক ভেজাল

ভেজাল বিচার সব ।

চাকুরী ভেজাল দূর্নীতি ভেজাল !

ভেজাল মন্ত্রী সব !

ভাষা আর দেশ ছাড়া,

ভেজাল বাকি সব ।

এম.এ.মামুন

( ভাষা ও দেশপ্রেম জেগে উঠুক সকলের মাঝে )

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285918
১৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০০
ফেরারী মন লিখেছেন : সর্বত্র ভেজাল আর ভেজাল। কবিতায় তো আবার ভেজাল নেই? বুজ্জেন কিন্তু Time Out Time Out Time Out Time Out
১৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
229307
মামুন আব্দুল্লাহ লিখেছেন : হা হা হা । মিথ্যার ছড়াছড়ি সত্য নিয়ে লুকোচুরি । নিজের লেখা কবিতা ভেজাল কিনা জানি না তবে ভেজাল থাকলে বলবেন কিন্তু ?
অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন । শুভ কামনা রইলো ।
285923
১৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
লজিকাল ভাইছা লিখেছেন : ভাল লাগলো কবিতা। কিন্তু ভাষায় বেজাল নাই এই কথা মানতে পারলাম না। বাংলা ভাষা ব্যবহৃত প্রায় ৬০% শব্দই এসেছে হিন্দি এবং উর্দু থেকে। উর্দু না হয় পাকিরা জর করে দিয়েছে, কিন্তূ হিন্দির ব্যাপার টা মাঝে মাঝে বুঝে আসেনা। যেমন ধরেন, আমাদের জাফ্রিকবাল স্যার এর “কিন্তূ”, এটা একটা হিন্দি শব্দ। ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
১৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
229316
মামুন আব্দুল্লাহ লিখেছেন : উর্দু ও হিন্দি থেকে আগে ভাষা এসেছে যেহেতু এই দুটি দেশ আমাদের সংস্কৃতির সাথে মিশে ছিলো;কিন্তু এই দুটি দেশের ভাষা ও সংস্কৃতির ওপরই আমাদের ভাষাটার মুল ভিত্তি তৈরি হয়েছে। এদের মিশ্রিত ভাষাকেই আমরা বাংলা ভাষায় বলছি এখন এসব শব্দগুলি বাংলাভাষা হিসেবেই ব্যবহৃত হচেছ । সুতরাং ভাষায় এখন আর ভেজাল নেই তবে এখন দেশে ভিন দেশী ভাষার চর্চা হচেছ এটা বলা যায় । অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
285989
১৯ নভেম্বর ২০১৪ রাত ১১:১৫
আফরা লিখেছেন : মানুষ ছাড়া আর কোথাও কোন ভেজাল নেই । শুধু মানুষ সহীহ হলে সব ভেজাল ঠিক হয়ে যাবে।
০৫ মার্চ ২০১৬ রাত ১১:৩১
299607
মামুন আব্দুল্লাহ লিখেছেন : ঠিক বলেছেন আপু অনেক ধন্যবাদ ভালো থাকুন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File