স্বাস্থ্য রক্ষায় হুমকীর মুখে বাংলাদেশের মানুষ ! নিরাপদ খাবার মানুষের অধিকার !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৮ জুন, ২০১৪, ০৫:২৫:৩৪ বিকাল
স্বাস্থ্য ও জীবন রক্ষায় এগিয়ে আসুন এবং শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে গণসচেতনতার কোনো বিকল্প নেই !
আপনি রেস্টুরেন্টে যাবেন ভালো ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার জন্যে তা কল্পনাও করা যায় না ! বাজারে যাবেন ভালো ও মানসম্মন্ন দৈনিন্দন দ্রব্যসামগ্রীর জন্যে তাও সম্ভব নয় ! প্রসাধনী ও নিত্যনৈমিত্তিক সাজসজ্জার জন্যে সপিং এ যাবেন তাও চিন্তার বিষয় ! দেশে প্রতিটি ক্ষেত্রে খাদ্যদ্রব্য থেকে শুরু করে ব্যবহারিক সব জায়গায় শুধু ভেজাল ! শিশু খাদ্য ও অসুস্থ্য রোগীর ওষধ শুধুই ভেজাল, যা বাংলাদেশের মানুষের জীবন এখন সত্যিই হুমকীর মুখে !
মুরগীর মাংসতে ভেজাল ! মরা মুগরী খেতে হয় রেস্টুরেন্টে । গরুর মাংসে মহিষ এর মাংস মিশিয়ে বিক্রি করছে ! মাছে ফরমালিন মাছকে তাজা ও সতেজ দেখাতে ফুলকায় রং ব্যবহার ! চিংড়ি মাছের ওজন বাড়াতে সিরিজের মাধ্যমে চিংড়ি মাছের ভেতর পানি ঢুকিয়ে ওজন বৃদ্ধি ! মুরগীর ওজন বাড়াতে পাথর খাওয়ানো !
কলাকে পাকানোর জন্যে এক ধরনের ক্যামিকেল প্রয়োগ ! কাচা ও আধা পাকা আমকে পাকাতে ও র্দীঘদিন ভালো রাখতে ক্যামিকেল ব্যবহার ! মাছ মাংস ফল মূল তরকারী ও প্রসাধনীদ্রব্য খেয়ে ও ব্যবহার করে মানুষের জীবন এখন হুমকীর মূখে !
যারা এসব করছে তারাও অন্য দ্রব্য দ্বারা আক্রান্ত । জীবন বাচাতে পানি আর সেই পানিও এখন নিরাপদ নয় ?বাহিরে বের হলে ধূলো বালি ডাস্টবিনের ময়লার অসহনীয় দূর্গন্ধে মানুষগুলো আজ সত্যিই অসহায় ।
যেখানে সেখানে আবর্জনা ফেলে তা থেকে বিশ্রী গন্ধযুক্ত হয়ে পরিবেশকে দিন দিন করে তুলছে মানুষের বসবাসের অযোগ্য ! আজ এই সব যারা দেখবে তারাই এসব অপরাধগুলোর সাথে জড়িত যদিও কিছু অভিযান চালানো হয় তাও আবার লোক দেখানো । দেশে আইনের শাসন যতোদিন নিশ্চিত না হবে যতোদিন সুশাসন না আসবে ততোদিন খাদ্যে ভেজাল থাকবেই এটা কেউ রোধ করতে পারবে না ,আর এভাবে মানুষের জীবনও হুমকীর মধ্যেই চলতে থাকবে !
"পরিছন্ন জীবন আর
খাদ্যে ভেজাল,
যদি করো রোধ
বাচবে জীবন বাড়বে আয়ু
কমবে সকল রোগ !
আইনের শাসন করো যদি
সব হবে দূর ! "
সুস্থ ও সুন্দর জীবনের জন্যে প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা ।
সবাই জনসচেতনতা গড়ে তুলুন খাদ্যে ভেজাল বন্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন ।
........এম.এ.মামুন......
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঈদ মোবারক
মন্তব্য করতে লগইন করুন