আমাদের মতো মুসলিম দেশে অসম্ভব !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২৫ মে, ২০১৪, ০৭:১৭:৩০ সন্ধ্যা
আমাদের দেশের নারীরা মাসজিদে গিয়ে জামাতে পাচ ওয়াক্ত নামাজ পড়বে এটা কল্পনাও করা যায় না ! যেখানে নারীদের নিরাপত্তা নেই,সম্মান নেই নারীদের প্রতিনিয়ত নানা হয়রানীর শিকার হতে হয় । পুলিশের কাছে অভিযোগ করলে উল্টো হয়রানী ও বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হয় ।
অথচ একটি অমুসলিম দেশে আজ নারীরা দিনের পর দিন বছরের পর বছর খুব সম্মানের সাথে নিরাপদভাবে মাসজিদে এসে জামাতে নামাজ আদায় করছেন সত্যিই এসব নারীরা সুভাগ্যবান ।
বৃটেনের মতো একটি দেশ যারা বিশ্বকে শাসন করছে সেই দেশের মুসলিম নারীরা মাসজিদে গিয়ে নামাজ পড়েন ! বৃটেনের মুসলিম নারীরা বোরকা,নিকাব ও হিজাব পড়ে খুব নিরাপদেই চলছে যা আমাদের মতো মুসলিম দেশে সম্ভব হবে না !
সংখার বিচারে বৃটেনে খৃষ্টানদের পরই মুসলমান অথচ এখানকার মুসলিম নারীরা কতো সুন্দরভাবে ইসলামী অনুশাসন মেনে চলছে বিশেষ করে যারা ইসলাম পালন করে খুব সুন্দরভাবেই করতে পারে কেউ তাদের বাধা দেয় না ! আজ আমাদের দেশে বোরকা,হিজাব ও নেকাব পরলে নানান ঝামেলাই পড়তে হয় নারীদের তিরস্কার করা হয় খারাপভাবে তাদের উপস্থাপন করা হয় ।
বৃটেনের মাসজিদগুলোতে মহিলাদের জন্যে আলাদা নামাজের খুব সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে একজন নারী চাইলে খুব নিরাপদেই মাসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেন । যারা ইসলামকে মানে তাদের জন্যে ধর্ম পালন করা খুব সহজ । আমাদের দেশের নারীরা চাইলেও সম্ভব নয় !
.......এম.এ.মামুন.........
বিষয়: বিবিধ
৩৩৩৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ধরনের ফালতু ফতোয়াবাজদের দেশে এই চিন্তা করাও কঠিন।
অনেক ধন্যবাদ ভালো থাকুন ।
মন্তব্য করতে লগইন করুন