সুশাসন যেখানে শুধুই স্বপ্ন !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ৩০ এপ্রিল, ২০১৪, ০৩:২৬:২০ দুপুর
দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্যে প্রয়োজন কিছু সুচিন্তা ও উদার মনের রাজনীতিবিদ ; কিন্তু সুশাসন যে শুধুই স্বপ্ন আমাদের দেশের জন্যে । বির্তক আর প্রতিহিংসা জন্মদানকারী এসব রাজনীতিবিদরা দেশের সর্বত্রই ছড়িয়ে দিয়েছে প্রতিহিংসা চর্চার মহড়া যা থেকে জাতি দেশ সমাজকে মুক্ত করতে মেধাবী শিক্ষিত উদ্দ্যমী তরুনদের এগিয়ে আসা দরকার । প্রতিহিংসা দিয়ে নোংরা রাজনীতি করা যায় সুন্দর দেশ গড়া যায় না !
..........এম.এ.মামুন.........
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেষ পর্যন্ত শামীম ভাইও ডারপোক হয়া গেছে !?!?!?
পুরাই মাথা নষ্ট ম্যান !
নারায়নগন্জে বড় ধরনের ক্র্যাকডাউন করা উচিত নারায়ণগন্জ বাসীর স্বার্থেই।
ইনশাআল্লাহ ।
"এমন একদিন আসবে
সুশাসনের পতাকা উড়বেই
মানুষেরা গাইবে বিজয়ের গান
সেদিন বেশী দূরে নয় "
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন