বইয়ের গল্প : যেভাবে বদলে দিলো
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৯ এপ্রিল, ২০১৪, ০৩:৫১:৪৫ দুপুর
ছোট বেলা বইয়ের প্রতি ( বই পড়ার ) আমার খুবই আগ্রহ ছিলো । কখনো লাইব্রেরী থেকে কিনে পড়তাম আবার কখনো বন্ধুদের থেকে এনে পড়তাম ! বিশেষ করে বিভিন্ন ধরনের গল্পের বই যেমন রুমান্টিক বইয়ের প্রতিই তখন খুব আগ্রহ ছিলো । যখন নাইন টেইনে পড়তাম পড়া ফাঁকি দিয়ে বইয়ের নিচে গল্পের বই রেখে পড়তাম যাতে কেউ না দেখে বিশেষ করে আম্মা ও আব্বার বকুনির হাত থেকে বাঁচার জন্যে এই কৌশল অবলম্বন করতাম । বিভিন্ন রাইটারের এসব রুমান্টিক বই নেশার মতো পড়তাম যতোক্ষন শেষ না হতো ! এই গল্পের বই পড়ার নেশা ছিলো ক্লাস নাইন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত । তারপর রুমান্টিক ও বিভিন্ন ভূতের গল্প কল্পকাহিনীর প্রতি আস্তে আস্তে আগ্রহ কমে এলো । যখন অর্নাসে ভর্তি হলাম তখন শুরু হলো বিভিন্ন বড়ো বড়ো কবি সাহিত্যিকদের বই পড়া । কবি নজরুল ,রবিন্দ্রনাথ ,শরতচন্দ্র ,ফররুক আহমেদ,জসিম উদ্দিন ও গোলাম মোস্তফা এদের বিভিন্ন রচনাসমগ্র পড়তে শুরু করি,আর তখন বইয়ের প্রতি আরো বেশী নেশা বেড়ে যায় ।
কখনো পড়ার টেবিলে কখনো বা শুয়ে শুয়ে বই পড়া ছিলো আমার অভ্যাস। মাঝে মাঝে গল্পের বই পড়তে পড়তে খাওয়ার সময় শেষ হয়ে যেতো ! সেই দিনগুলোকে খুব মিস করি । এখন যেমন একদিন পত্রিকা না পড়লে কি যেনো পড়া হয়না এমন মনে হয় । ঠিক স্টুডেন্ট লাইফে গল্পের বই ছিলো আমার কাছে তেমন ।
এক সময় গল্প উপন্যাসের প্রতি চরম নেশা ছিলো ! যখন দেশ ছেড়ে অন্য একটি মহাদেশে পাড়ি দিলাম এবং আস্তে আস্তে যখন বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে আসা যাওয়া শুরু করলাম এবং বিভিন্ন ইসলামিক ব্যক্তিদের সাথে উঠাবসা শুরু হলো তখন ইসলামীক বিভিন্ন বইয়ের প্রতি আলাদা একটি দূর্বলতা শুরু হলো,আর এভাবেই ইসলামিক বই পড়া শুরু করলাম ।
প্রিয় নবী ( সা: )-এর উপর বিভিন্ন সিরাতগ্রন্থসমূহ ও বিভিন্ন ইসলামিক মনীষীদের কোরআন গবেষনামূলক বই পড়তে শুরু করি ।
আলহামদুলিল্লাহ এখন শুধু ইসলামিক বই পড়তেই ভালো লাগে । এক সময় যেমন রুমান্টিক বই পড়তে খুব ভালো লাগতো এখন তার বিপরীত অবস্থা । এসব কিছু মূলত: সম্ভব হয়েছে বিলেতে কিছু সুনামধন্য লেখক লেখিকা সাংবাদিক ও ইসলামিক স্কলারদের সাথে উঠাবসা ও বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলোতে থাকার কারনেই সম্ভব হয়েছে । ভালো মানুষের সাথে মিশলে ভালো কিছু অর্জন করা যায় ভালো কিছু শেখা যায় । মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া ।
......এম.এ.মামুন.......
বিষয়: বিবিধ
১৪৭৫ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন