বাংলাদেশ টি২০ বিশ্বকাপের মূলপর্বে গেলেও হংকংয়ের মতো দলের সাথে পরাজয় ক্রিকেটপাগল দর্শকরা কোনোভাবেই মেনে নিতে পারেনি !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২২ মার্চ, ২০১৪, ০৪:০৪:১৭ রাত
দল ঘোষণার পর যে কারনে মুশফিক রহিম দল নিয়ে প্রশ্ন তুলেছিলেন !
এক. জিয়াউর রহমানের পরির্বতে দলে ফরহাদ রেজার অর্ন্তভূক্তি নির্বাচক কমিটির দল নির্বাচন নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশ দলকে বিপদেই ফেলবে ?
দুই. মমিনুলের পরির্বতে দলে হঠাত্ করে সাব্বির রহমানের অর্ন্তভূক্তি !
যেখানে মমিনুল একজন ইনর্ফম ব্যাটসম্যান সেখানে তার মতো একজনকে সাইট বেঞ্চে বসিয়ে রেখে সাব্বিরকে দলে অর্ন্তভূক্তিও বর্তমান প্রধান নির্বাচকের দল নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যায় ! কেন একজন অফফর্মে থাকা খেলোয়ারকে দলে অর্ন্তভূক্তি করা হলো ? ফরহাদ রেজার খেলা দেখে তাই মনে হয়েছে ! ব্যক্তির চেয়ে দল বড়ো । বাংলাদেশে এখন খেলোয়ারের অভাব নেই সুতরাং দল নিয়ে রাজনীতি,স্বজনপ্রীতি ও পক্ষপাত বন্ধ করা এখন সময়ের দাবী, না হয় হংকং কেন আরো নীচের সারির দলের সাথেও বার বার বাংলাদেশকে এমন অসহায়ভাবে পরাজয় বরণ করতে হবে !
এখন বাংলাদেশ দলের যে অবস্থান এই দলে কোনোক্রমেই ফরহাদ রেজার মতো একজন খেলোয়ারকে খেলানো যায় না ! যেখানে শামছুর রহমান, জিয়াউর রহমান ও মমিনুলের মতো প্রতিভাবান খেলোয়ার রয়েছেন ? সুতরাং নির্বাচক ও বিসিবিতে যারা আছেন তাদের উচিত রাজনৈতিক বিবেচনায় যাতে কেউ দলে ঢুকতে না পারে ? ফর্ম মেধা ও প্রতিভার মূল্যায়ন করেই যেনো একজন ক্রিকেটার দলে জায়গা পান ! স্বজনপ্রীতি যেনো না হয় । বাংলাদেশের ক্রিকেটকে ব্যক্তি স্বার্থে নয় দেশের স্বার্থে ক্রিকেটপাগল দর্শকদের স্বার্থে স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনা বন্ধ করতে হবে । নির্বাচক ও বিসিবিকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে ব্যক্তির চেয়ে দল বড়ো !
.........এম.এ.মামুন..........
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই মাসেরই ১ ও ২১ তারিখ বাংলাদেশ ক্রিকেট দল থেকে আমরা শকগুলো পেয়েছি ।
তবে এই কয়েক মাসে বাংলাদেশের কিছু কিছু খেলোয়ারকে কেমন জানি সন্দেহ হচ্ছে । বাজে ফর্ম এক কথা আর খেলায় গা লাগিয়ে না খেলা অন্য হিসাবের কথা বলে ।
দলে বেশ কিছু খেলোয়ারের অন্তর্ভুক্তি অবশ্যই প্রশ্ন সাপেক্ষ । আর বেশ কিছু খেলোয়ারকেও দলের বাইরে রাখা হয়েছে হাস্যকর কারণে । যারা সিলেকশনের কাজ করে তারা কি আদৈ চায় যে বাংলাদেশ এইসব প্রতিযোগিতামূলক ম্যাচে ভাল করুক ?
http://www.priyo.com/2014/03/21/59845.html
এটা বাংলাদেশ ক্রিকেট দলের এক লিজেন্ডের কথা ।
মন্তব্য করতে লগইন করুন