''মানবতা যেখানে অসহায়''
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০৮:৩২ রাত
মানবতা উঠে গেছে
বদলে দিয়েছে সব,
কেউ কারো নয় আজ!
বিপন্ন আজ মানবতা মহা বিপন্ন !
নেই কোনো নিয়মনীতি
নেই কোনো ভয়,
যে যার যার মতো জীবন করে রয় ।
নেই শালীনতা নেই কোনো লজ্জার ভয়
শুধু চলছে বেহায়াপনা আর অশ্লীলতার জয় !
মিথ্যার ছড়াছড়ি সত্য নিয়ে লুকোচুরি
হাহাকার যেনো চারিদিক
একশ্রেনী লুটে খাচ্ছে একশ্রেনী শোষিত
শ্রমিক মালিক ব্যবধানটা বাড়ছে দিনতো
কোটিপতি ভরে গেছে সমাজটা
একশ্রেনী ভেট ভরে খেতে পায়না দিনটা
কতো মানুষ ফেলে দেয় অন্য
ভিক্ষারীরা লুটে নেয় সেই সব পণ্য
জীবন জীবিকার যুদ্ধে ঘুরে ফিরছে মানুষ
কেউ পায় না অন্য,
কেউ আবার পেয়ে সব ধন্য
দূর্নীতির কাছে মানবতা অসহায় !
ত্রাস আর ধর্ষণে ভরে গেছে দেশটা
পথে পথে পরে রয় মৃত মানুষ !
বুলেটের আঘাতে উড়ে যায় সব
এতো মানবতা নয় এতো হিংস্রতা
এতো সভ্যতা নয় এতো রাক্ষসতা?
গিলে গিলে খাচ্ছে ওরা মানবতা
অসভ্যতায় ছেয়ে গেছে দেশটা !
......এম.এ.মামুন......
বিষয়: বিবিধ
১৩৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন