‘স্মৃতির দর্পণে‘
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৭ জানুয়ারি, ২০১৪, ০৭:৪৫:২৯ সন্ধ্যা
‘স্মৃতির দর্পণে‘
-আবদুল্লাহ আল মামুন
চলে যাবো একদিন !
খুজে পাবে না কেউ,
চারিদিক খুজে খুজে
হবে দিশেহারা !
স্মৃতির দর্পণে আমি
গেঁথে যাবো মালা ।
একা একা থাকবো সেদিন !
স্বজন থাকবে না কেউ,
বলবে সবাই আসবে না সে
আরতো কোনো দিন!
স্মৃতির দর্পণে আমি,
থাকতে চাই চিরদিন ।
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন