"ছোট্ট মনি "
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০২ জানুয়ারি, ২০১৪, ০৩:৪২:৩৯ রাত
ছড়া কবিতা
" ছোট্ট মনি "
-আবদুল্লাহ আল মামুন
নদীর পাড়ের আম গাছটার
পাতা এলোমেলো,
তারি মাঝে ছোট্ট মনি
নদীর পাড়ে এলো ।
নদীর পাড়ের পানিগুলো
জলমল জলমল করে,
তারি মাঝে ছোট্ট মনি
হাবুডুবু খেলে !
মা বললো ছোট্ট মনি
ঘরে এসো ফিরে,
ছোট্ট মনি বললো গিয়ে !
আসবো নাকো ফিরে ।
ছোট্ট মনি ছোট্ট মনি
আর এলো না ফিরে !
মা মনিটির চোখের কোনে
জল এলো ধীরে,
ছোট্ট মনি কোথায় গেলো
এলো না নাকো ফিরে ।
ব্যাথা ভরা মায়ের হৃদয়
চোখের পানি ঝড়ে !
( ০১.০১.২০১৪ সাল
রাত ১:১৫ মিনিট
লন্ডন , যুক্তরাজ্য
.........এম.এ.মামুন....)
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাকি শুধুই ছড়া? না-কি আপনার পরিচিত কোন ঘটনা?
আমার এক মামাত ভাই কয়েক বছর আগে পুকুরে ডুবে মারা গিয়েছিল।আপনার ছড়াটি পড়ে সেই ঘটনা মনে পড়লো।
আপনার ভাইটির জন্যে অনেক দোয়া রইলো আল্লাহ যাতে ওর ওসিলায় সবাইকে মাপ করে দেয় ।
ভালো থাকুন আপু । দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুন । অনেক ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন