এবারের লন্ডন ইসলামী বই মেলার স্লোগান "একটি ভালো বই পড়ুন " !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৭ ডিসেম্বর, ২০১৩, ০৫:২০:৫৩ সকাল

আগামীকাল দ্বিতায় বারের মতো বসছে

লন্ডন ইসলামী বই মেলা -২০১৩

লন্ডন মুসলিম সেন্টারে এ মেলা বসছে ৩ দিন ব্যাপী । এ বই মেলায় বৃটেনের বিভিন্ন ইসলামিক বুক শপগুলো অংশগ্রহন করছেন । মেলায় ইসলামিক বুক ষ্টল ছাড়াও ইউকের রেজিষ্ট্রাডকৃত বেশ কয়েকটি চ্যারেটি অরগানাইজেশনও অংশগ্রহন করছে । এ মেলার মিডিয়া পাটনার হিসেবে থাকছেন চ্যানেল এস টেলিভিশন ,বাংলা টিভি,এনটিভি ইউরোপ,চ্যানেল আই,এটিএন বাংলা ও চ্যানেল নাইন । মেলা উদ্বোধন করবেন লন্ডন টাওয়ার হেমলেটস্ বরার নির্বাহী মেয়র লুতফর রহমান ।

লন্ডন ইসলামী বই মেলার সার্বিক আয়োজনে রয়েছেন আল কোরআন একাডেমী লন্ডন । মেলার সার্বিক বাস্তবায়নে রয়েছেন ড. হাফেজ মুনির উদ্দিন আহমদ ও সদস্য সচিব গোলাম রাসূল , ফারহান মাসুদ খান ,ইকবাল মনসুর আহমদ,আদুল আউয়াল মামুন,এম এ সাত্তার মিশু ,দিলু নাসের ও ড.আবুল কালাম আযাদ এবং সহযোগী সদস্য হিসেবে রয়েছেন আবদুল কাদের , খায়রুল হাসান,আবদুল্লাহ আল মামুন ও মওদুদ ইবনে হাবিব । মেলায় আসুন ও আপনার পছন্দের ভালো একটি বই ক্রয় করুন । মেলা উপলক্ষ্যে পেনন্সিল নামে একটি ম্যাগাজিনও বের করছেন ।

মেলা চলবে শনিবার থেকে সোমবার ( ৭,৮ ও ৯ ডিসেম্বর )সকাল ১০ টা থেকে ৭ টা পর্যন্ত ।

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File