শাহবাগে নতুন প্রজন্ম ও আমাদের ভাবনা

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:২৭:১১ সকাল

বিগত ৭/৮ দিন যাবত শাহবাগে যে আন্দোলন ও বিক্ষোভ হচ্ছে এটা কি নতুন প্রজন্মকে উতজিবিত করছে না খারাপ পথে নিয়ে যাচ্ছে এটা সময়ই বলে দেবে। স্কুল , কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পড়ালেখা বন্ধ করে এখানে এসে বিক্ষোভ করছে । তারা কি আসলে জানে রাজাকার ও যুদ্ধাপরাধীর আসল তথ্য । স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ একটি মহান বিষয়। মুক্তিযুদ্ধের ফলেই স্বাধীনতা অর্জিত হয়েছে । নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ও সত্য দিকগুলি তাদের সামনে উপস্থাপন করতে হবে । বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র ; কিন্তু ইসলামী রাষ্ট্র নয় এটা সত্য কথা তাই বলে নতুন প্রজন্মের নৈতিক পদস্থলন হোক এটা আমাদের কাম্য নয়,আমরা যারা বাবা মা আছি তা কেউ চাইনি । আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই তবে যারা প্রকৃত যুদ্ধাপরাধী অবশ্যই দেশের আপামর জনগণ বিচার চায় তাই বলে নতুন প্রজন্মকে নাচ-গান ও বেহায়াপনার মধ্য ছেড়ে দিয়ে নয়। আমাদের জাতির যারা কর্ণধার তাদের কাছে আমাদের একমাত্র চাওয়া তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রকৃত তথ্য জানতে দিন । নতুন প্রজন্মকে কোনো বিকৃত তথ্য দিবেন না ,আমরা চাই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার পক্ষে কথা বলুক । কারন আমাদের কাছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এক মহান মর্যাদাপূর্ন । আজ এই মুক্তিযুদ্ধের জন্যে আমরা মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা পেয়েছি।সুতরাং যুদ্ধাপরাধ রাজাকার আর মুক্তিযুদ্ধ স্বাধীনতা এক বিষয় নয় । নতুন প্রজন্মকে আমরা যারা প্রবীণ তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ভালো দিকগুলো তরুন প্রজন্মকে জানাতে না পারলে ভবিষ্যতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রতি তাদের শ্রদ্ধাবোধ কমে যাবে । যুদ্ধাপরাধ যদিও অনেকের কাছে অনেক বড়ো বিষয় । আজ বিচার করলে কিছু দিন পর আমরা হয়তো তা ভূলে যাবো; কিন্তু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আমাদের রক্তে অর্জিত এক মহান বিষয় যা কোনো দিন ভূলার নয় । তাই যুদ্ধাপরাধীর নামে নতুন প্রজন্মকে বেহায়াপনা ও নাচানাচির মধ্যে উস্কে দিবেন না এতে করে আমার আপনার ছেলে মেয়েরাই ক্ষতিগ্রস্ত হবে । জাতি আজ যুদ্ধাপরাধীর বিচার চায় তবে সেটা হতে হবে সব্চ্ছ ও প্রকৃত অপরাধীদের । যুদ্ধাপরাধীর বিচার হলে জাতি হবে ভারমুক্ত। তাই বলে তরুন ও নতুন প্রজন্মকে উস্কে দিয়ে গান বাজনা করে নয় । এতে করে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সর্ম্পকে তাদের ধারনা পাল্টে যাবে ।

বিষয়: বিবিধ

১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File