পুলিশ শাসিত সরকার জনগণের জন্যে সুখকর হবে কি?

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১২ জুন, ২০১৩, ০৪:৪৮:০৪ বিকাল



আইন শৃখংলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ বাহিনী ৪র্থ পর্যায়ে রয়েছে । সেনা, নৌ ও বিমান বাহিনীর পর বাংলাদেশ পুলিশ বাহিনীর স্থান ! বর্তমান সরকারের প্রথম শাসনামল থেকে বিগত ১ বছরের শাসনামল অনেকটাই পুলিশ শাসিত ও পুলিশ নির্ভর হয়ে পড়েছে যা সাধারন মানুষ ও বিরোধী দল এবং অন্যান্য ইসলামী সংগঠনগুলোর জন্যে সুখকর হয়ে উঠেনি বরং দিন দিন পুলিশ দ্বারা সাধারন মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠনগুলো প্রতিনিয়ত নির্যাতিত ও নিপিড়ীত হচ্ছে । এছাড়া পুলিশের বেপোরোয়া চাদাঁবাজিতে ব্যবসায়ী সাধারন মানুষ খুবই অতিষ্ঠ । পুলিশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা জনগণের জন্যে কতটুকু সুখকর তা বিশ্ব সম্প্রদায় ও বাংলাদেশের জনগণ হারে হারে টের পাচ্ছে ! ৪র্থ পর্যায়ের একটি বাহিনীর ওপর সব ক্ষমতা ছেড়ে দেয়া একটি নির্বাচিত সরকারের অক্ষমতারই বহিঃপ্রকাশ ! পুলিশের অবাধ ক্ষমতা এটা কি জনগণের ভালোর জন্যে নাকি বিরোধী দলগুলোকে আরো কোণঠাসা করে রাখা কোনটা ? দেশের সাধারণ জনগণ কখনোই বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর আস্থাশীল নয় ! কারন পুলিশ বাহিনীতে ব্যাপক পরিমাণে অনিয়ম ও চাদাঁবাজির অভিযোগ রয়েছে ! যে বাহিনীটি দেশে ব্যাপকভাবে সমালোচিত সেই বাহিনীর হাতে অবাধ ক্ষমতা সাধারণ মানুষের জন্যে কখনই সুখকর হবে না । পুলিশ অবাধ ক্ষমতা পেয়ে আরো বেপোরোয়া হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে মনে করেন সাধারন মানুষ । পুলিশের ওপর অতিমাত্রায় নির্ভরশীল না হয়ে ঐক্যের ভিত্তিতে কিভাবে দেশকে পরিচালনা করা যায় সরকারের সেদিক বিবেচনা করাই হবে দেশ, মানুষ ও সরকারের জন্যে মংগলজনক । দেশের মানুষ আর সংর্ঘষ মারামারি হানাহানির রাজনীতি চায় না । মানুষ চায় শান্তি তাই কিভাবে দেশে শান্তি আনা যায় সেদিকে মনোনিবেশ করুন ? পুলিশের অবাধ ক্ষমতা পরিস্থিতি আরো খারাপের দিকেই নিয়ে যাবে ! সরকারের উচিত নিজেদের মেধা দিয়ে দেশ পরিচালনা করা পুলিশের ওপর অবাধ ক্ষমতা দিয়ে নয় !

বিষয়: বিবিধ

১৪৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File