মা দিবসেই শুধু মাকে স্মরন নয় ! ৩৬৫ দিনই মায়ের জন্য বিশেষ দিন
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১২ মে, ২০১৩, ০৯:০৭:২০ রাত
পশ্চিমা দুনিয়াতে মা দিবসে মায়ের জন্য একটি ফুলের তোড়া আর কেক দিয়ে মাকে স্মরন এটা মায়ের প্রতি ভালোবাসার নির্দশন হিসেবে অমুসলিমারা পালন করে । মাকে একটি বিশেষ দিনে কাছে পাওয়া ছাড়া আর কিছুই না । এটা পশ্চিমাদের মায়ের প্রতি আরো বেশী করে অবহেলাকে ফুটিয়ে তুলে ! মাকে ৩৬২ দিন বৃদ্ধাশ্রমে রেখে বছরের ১ দিন গর্ভধারীনি মাকে ফুল আর কেক দিয়ে বরণ করা এসব পশ্চিমা সংস্কৃতি । মায়ের জন্য প্রতিটি দিনই বিশেষ দিন । সারা বছর মাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে মা দিবসে ফুল আর কেক এটা মায়ের প্রতি করুনা আর অবহেলার বর্হিপ্রকাশ । তাই আসুন পশ্চিমা সংস্কৃতি ছেড়ে মাকে ভালোবাসি ! মাকে যেভাবে আমাদের ভালোবেসে আগলে রাখে । একটি দিনকে নয় প্রতিটি দিনই হোক মায়ের জন্য । মাগো তোমার চরণ তলে আমার জীবন প্রদীপ জ্বলে .....
বিষয়: বিবিধ
২১১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন