মনটা ভালো না !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৩ এপ্রিল, ২০১৩, ০৬:০৪:২৬ সন্ধ্যা
কি যে করবো ? অনেক চেষ্টা অনেক যুদ্ধ করেও মনটাকে ভালো করতে পারলাম না । কেন জানি মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায় শত চেষ্টা করেও তখন আর মনটাকে ভালো করতে পারি না । এটা আমার এক ধরনের ব্যর্থতা মনে করি । এই ব্যর্থতা বেশী দিন চলতে দেয়া যাবে না তাই আজ থেকে পরিকল্পনা করেছি মনটা যখন খারাপ হবে শুধু ভ্রমণ করবো । লং জার্নিতে বের হবো । অনেকদিন ব্লগে আসিনা কেন জানি এখন আর লিখতেও ভালো লাগে না । মনের সাথে এক ধরনের যুদ্ধ করেই সামান্য একটু লিখতে বসছি । আমার প্রিয় সহকর্মী প্রিয় বন্ধুদের ও প্রিয় ব্লগ বন্ধুদের এবং সম্মানিত ব্লগারদের সবার কাছে দোয়া চাই ।
বিষয়: বিবিধ
১৪৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন