বৃটেনে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হতে চলছে, তুষার পরবে আগামী সপ্তাহজুড়ে

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৮ জানুয়ারি, ২০১৩, ০৬:১৩:৪৩ সন্ধ্যা

আজ সকাল ৯ টা থেকে তুষার পরা শুরু হয়েছে পুরো লন্ডন ও এর আশে পাশের শহরগুলিতে এবং তা চলবে রাত ১১ টা পর্যন্ত । সকালে তুষারের পরিমাণ কম হলেও তা আস্তে আস্তে বাড়তে থাকে। সকালের দিকে তুষারপাতের মাত্রা ছিলো ৩০ % ও ১২ টার দিকে তা বেড়ে দাড়াঁয় ৫০ % এ এবং বেলা ২ টার আরো বেড়ে যাবে ৭০% এ এবং তা বেড়ে ৮০% এ হবে। তাপমাত্রাও খুবই নিচের দিকে যাচ্ছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত তাপমাত্রা -৩ ডিগ্রিতে এবং আজ সারাদিন তাপমাত্রার কোনো রকম পরির্বতন হবে না। এ বছরে আজই বেশী পরিমাণে তুষার পরছে । গত ২০১২ সালের দিকে মাত্র একদিন তুষারপাত পরেছিলো; কিন্তু এবার এর পরিমান আরো বেড়ে যাবে । আজকের স্নোতে লন্ডনের প্রধান প্রধান সড়কগুলি এখনই তুষারে আচ্ছাদিত হয়ে পরছে। এতে করে যান চলাচল ও মানুষের চলাচলে সমস্যা হচ্ছে ।

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File