শান্তি বাংলাদেশে (গান)
লিখেছেন লিখেছেন ফখরুল ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১১:২৬:৫৩ সকাল
ঝিরি ঝিরি হাওয়া উড়ে, দক্ষিনা বাতাসের সুরে সুরে
সোনালী ধানে ভরা , শীতে আর খর-খরা
মন কাড়ার বাঁশীর তানে আছে চাষা
মিটে যায় অবুঝ মনের কতই আশা
দেশে , বিদেশে, ঘুরে অবশেষে
মনটা আমার খুঁজে পেল , শান্তি বাংলাদেশে ।
দেশে , বিদেশে, অবশেষে এসে
মনটা আমার খুঁজে পেল , শান্তি বাংলাদেশে
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন