হাঁসির বাকসো না হাঁসির পোটলা।
লিখেছেন লিখেছেন ফখরুল ৩০ নভেম্বর, ২০১৪, ০৯:৪৭:২০ রাত
একজন স্ত্রী তার স্বামীকে তার (স্ত্রী) সম্পর্কে বর্ননা করতে বলেছে…………
স্বামী বর্ণনা করছে, “ তুমি হচ্ছো A,B,C,D,E,F,G,H,I,J,K”
স্ত্রী জানতে চাইলো, “এর মানে কি?”
স্বামীঃ Adorable, Beautiful, Cute, Delightful, Elegant, Foxy, Gorgeous”
স্ত্রীঃ ওহ, কী যে সুন্দর! মন ভরে গেলো। ওগো, বাকী তিনটা H,I,J,K-তে কী হয় গো?
স্বামীঃ Hmm I Just Kidding!!!
ম্যাডাম :- বলো তো টিপু সুলতান কে ছিলেন্? বল্টু :- জানিনা ম্যাডাম্। ম্যাডাম :- তা জানবা কিভাবে? পড়াশুনায় মনোযোগ দেও। বল্টু :- বলেন তো ম্যাডাম, মিলি কে? ম্যাডাম :- জানি না তো, কেনো? বল্টু :- তা জানবেন কিভাবে? আপনার স্বামীর উপর মনোযোগ দেন্।
বাবাঃ যদি ফেল করিস তবে আমাকে তুই আর বাবা বলে ডাকবি না ! বলে দিলাম .. (রেজাল্ট বের হওয়ার পর) বাবা : কিরে তোর রেজাল্ট কেমন হল ? কিছু তো বললি না ! ↓ ↓ ↓ ↓ ছেলেঃ আমি দুঃখিত, রফিক সাহেব!
গোপালের তামাকপ্রীতি রাজা কৃষ্ণচন্দ্র মোটেই পছন্দ করতেন না। একদিন গোপালকে সঙ্গে নিয়ে পালকিতে কোথাও যাচ্ছেন, দেখেন তামাক ক্ষেতে এক গাধা চড়ে বেড়াচ্ছে। সেই গাধা ক্ষেতের আগাছা খাচ্ছে ঠিকই, কিন্তু তামাক পাতায় ভুলেও মুখ দিচ্ছে না।
সুযোগ পেয়ে রাজা বলেন, ‘দেখেছো হে গোপাল, একটা গাধাও তামাক খায় না!’
শুনে গোপাল বলে, ‘আজ্ঞে রাজা মশাই, তা যা বলেছেন।কেবল গাধারাই তামাক খায় না।’
বিষয়: বিবিধ
১৬৭১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছেলে তো দেখি চালাক আছে ফেল করল ক্যা !!!! অহ ছেলের মনে হয় ফেসবুক অ্যাকাউন্ট নেই !! ভালো লাগলো, ভাইছা আন্নেরে অনেক ধইন্যবাদ।
স্বামী : তুমি কি আমাকে চড়টা সিরিয়াসলি মেরেছ? নাকি ইয়ার্কি করে মেরেছ?
স্ত্রী : সিরিয়াসলিই মেরেছি।
স্বামী : তাহলে আজ বেচে গেলে! তুমি তো জানো, ইয়ার্কি আমি একদম পছন্দ করি না!
ভাইয়া আমারটা বেশী মজার হয়েছে তাইনা --------
মন্তব্য করতে লগইন করুন